গভীরে যাও, আরো গভীরে যাও | govire jao lyrics? গভীরে যাও, আরো গভীরে যাও | govire jao lyrics? bengali lyricsbengali song lyricsbengali song lyrics in bengaliবাংলা গান লিরিক্সবাংলা গানের লিরিক্স 1 Answer Hridoy 0 Questions 373 Answers 7 Best Answers 3 Points View Profile Hridoy 2020-01-07T23:04:31+05:30Added an answer on January 7, 2020 at 11:04 pm গভীরে যাও, আরো গভীরে যাও | এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও | জানলা জুড়ে মানুষের কান, গলির ভাঁজে ভ্রমরের প্রাণ | গণিকার ঘাম লেগে থাকে তার ডানায় | আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায়, তার উড়ে আসা ধুসর চোখে সিগারেটের ছাই | তাই গভীরে যাও, আরো গভীরে যাও | গভীরে যাও, আরো গভীরে যাও | এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও | নদীর বুকে, ঘরের খোঁজে, কাটেনি দিন খুব সহজে | বহু বছর মেখেছি রুপোর বালি | সেই রুপোর লোভে বাড়ি ফেরা যাবে রসাতল | আর ভেজা শরীর চোরা স্রোতে কামড়ে ধরে জল | তাই গভীরে যাও, আরো গভীরে যাও | গভীরে যাও, আরো গভীরে যাও | এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও | 0 You must login to add an answer.Continue with FacebookContinue with GoogleContinue with Twitteror use Username or email* Password* Captcha* Remember Me! Forgot Password?
Hridoy
গভীরে যাও, আরো গভীরে যাও |
এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও |
জানলা জুড়ে মানুষের কান,
গলির ভাঁজে ভ্রমরের প্রাণ |
গণিকার ঘাম লেগে থাকে তার ডানায় |
আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায়,
তার উড়ে আসা ধুসর চোখে সিগারেটের ছাই |
তাই গভীরে যাও, আরো গভীরে যাও |
গভীরে যাও, আরো গভীরে যাও |
এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও |
নদীর বুকে, ঘরের খোঁজে,
কাটেনি দিন খুব সহজে |
বহু বছর মেখেছি রুপোর বালি |
সেই রুপোর লোভে বাড়ি ফেরা যাবে রসাতল |
আর ভেজা শরীর চোরা স্রোতে কামড়ে ধরে জল |
তাই গভীরে যাও, আরো গভীরে যাও |
গভীরে যাও, আরো গভীরে যাও |
এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও |