বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে | bosonto ese geche lyrics? বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে | bosonto ese geche lyrics? Bangla Kobitabengali lyricsBengali Poemsbengali song lyricsbengali song lyrics in bengaliKobitaবাংলা কবিতাবাংলা গান লিরিক্সবাংলা গানের লিরিক্স 1 Answer Hridoy 0 Questions 373 Answers 7 Best Answers 3 Points View Profile Hridoy 2020-01-07T23:11:32+05:30Added an answer on January 7, 2020 at 11:11 pm বসন্ত এসে গেছে Bosonto ese geche বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে । মধুর অমৃতবাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে । থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে, মাথা নত করে রব; বসন্ত এসে গেছে । কবলের নব নীল মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই । পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙ-এ মিশি শ্যামলে-স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে । পূর্নিমা রাতে ওই ছোটাছুটি করে কারা দখিনা পবনে দোলে, বসন্ত এসে গেছে কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে । থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে, মাথা নত করে রব; বসন্ত এসে গেছে । এই বসন্তে অনেক জন্ম আগে, তোমায় প্রথম দেখেছিলেম আমি, হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে, সেই বসন্ত এখন ভীষণ দামী, আমার কাছে, তোমার কাছে, আমার কাছে 0 You must login to add an answer.Continue with FacebookContinue with GoogleContinue with Twitteror use Username or email* Password* Captcha* Remember Me! Forgot Password?
Hridoy
বসন্ত এসে গেছে Bosonto ese geche
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা,
কারা যে ডাকিল পিছে,
বসন্ত এসে গেছে ।
মধুর অমৃতবাণী, বেলা গেল সহজেই,
মরমে উঠিল বাজি,
বসন্ত এসে গেছে ।
থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে,
মাথা নত করে রব;
বসন্ত এসে গেছে ।
কবলের নব নীল মনের গোপনে,
বাজে ওই বাজে ওই বাজে ওই ।
পলাশের নেশা মাখি চলেছি দুজনে,
বাসনার রঙ-এ মিশি শ্যামলে-স্বপনে,
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান,
বসন্ত এসে গেছে ।
পূর্নিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে,
বসন্ত এসে গেছে
কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু,
আবেগে কাঁপিছে আঁখি,
বসন্ত এসে গেছে ।
থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে,
মাথা নত করে রব;
বসন্ত এসে গেছে ।
এই বসন্তে অনেক জন্ম আগে,
তোমায় প্রথম দেখেছিলেম আমি,
হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে,
সেই বসন্ত এখন ভীষণ দামী,
আমার কাছে, তোমার কাছে, আমার কাছে