বৃষ্টি দেখে অনেক কেঁদেছি | brishti dekhe onek kedechi lyrics
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
জিজ্ঞেস করুন আপনার যে কোনো প্রশ্ন আর যুক্ত থাকুন সবসময়
Create A New Account
Hridoy
Hajar Borsha Raat (Brishti Dekhe Onek Kedechi)
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি কতই আর্তনাদ,
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত!
দক্ষিণা বাতাসে তোমার
ভীরু দীর্ঘশ্বাস!
আঁধার ছড়াবে আমার
প্রিয় সর্বনাশ!
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত
জানালার ওপাশে তোমার
দৃষ্টি বহুদূর
ছুঁয়েছে এ গান তোমায়
কান্নার সাত সুর।।
মেঘের ডানায়; পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…