বেলা বোসের বিভিন্ন উত্তর | Bela Bose Reply Lyrics? বেলা বোসের বিভিন্ন উত্তর | Bela Bose Reply Lyrics? bengali lyricsbengali song lyricsbengali song lyrics in bengaliবাংলা গানের লিরিক্স 1 Answer Hridoy 16 Questions 418 Answers 14 Best Answers 2,117 Points View Profile Hridoy 2020-07-03T02:24:16+05:30Added an answer on July 3, 2020 at 2:24 am অঞ্জন দত্তের বিখ্যাত সেই বেলা বোস গানের অনেক উত্তর বিভিন্ন গানের মাধ্যমে উঠে এসেছে তারমধ্যে কয়েকটি গানের কথা নিম্নোক্ত: প্রথমঃ লেখক ও গায়ক: দীপান্বিতা ভট্টাচার্য উত্তর আজ কিভাবে দেবো আমি নিরুত্তরের ভাষাতেই খুজে নাও অপেক্ষাতেই আজও ভেঁজে চোখ থাকা সেই বাস্তবে, বলতে কি চাই সেইটুকু বুঝে নাও। অভিমানের পর্দা ঘেরা মন মাঝখানে শুধু আবেগহীন টেলিফোন ঝাপসাতে সাবলীল আমি তোমাকেই শুধু চাওয়া একটা ফোনের আশাতে বহুক্ষণ। এটাই 2441139 হাজার হাজার বেলা বোস শুনছে রং নাম্বার পেরিয়ে আসার প্রতীক্ষাতে কত বেলা আজও বুকের ভিতর স্বপ্ন যে বুনছে। ইয়েস, 2441139 আমারও কিছু রয়েছে বলবার অনুভূতির ভীড়ে থমকে গিয়েছে কথা আবেগ হলে মন সবকিছু তোলপাড়। স্বপ্নগুলো রাস্তায় মোড়া আছে, আদরের ভিজে স্মৃতি কণা গুলো সেই বদ্ধ কেবিনে পড়ে আছে, আজও খুব দামি কিছু কথার আলাপ। সময়টা শুধু হাতের নাগালে নেই। যুক্তির ভিড়ে মুক্তি নিরুপায়, আজও তবু ভালোবাসার খোঁজ – মিথ্যের সব বেড়াজাল ভেঙে কসবার ওই দেওয়ালের ফ্রেমে সহস্র বেলা স্বপ্ন আঁকে রোজ। এটাই 2441139 হাজার হাজার বেলা বোস শুনছে রং নাম্বার পেরিয়ে আসার প্রতীক্ষাতে কত বেলা আজও বুকের ভিতর স্বপ্ন যে বুনছে। ইয়েস, 2441139 আমারও কিছু রয়েছে বলবার অনুভূতির ভীড়ে থমকে গিয়েছে কথা আবেগ হলে মন সবকিছু তোলপাড়। অনুভুতিগুলো বোঝো দেখি আজ সত্যি? কান্নায় আজ মুছে যাক অভিমান যুগ যুগ ধরে কত বেলা আজও টেলিফোন পাশে বসে আছে শুধু একটা ফোনেতে সবকিছু কুরবান এটাই 2441139 হাজার হাজার বেলা বোস শুনছে রং নাম্বার পেরিয়ে আসার প্রতীক্ষাতে কত বেলা আজও বুকের ভিতর স্বপ্ন যে বুনছে। ইয়েস, 2441139 আমারও কিছু রয়েছে বলবার অনুভূতির ভীড়ে থমকে গিয়েছে কথা আবেগ হলে মন সবকিছু তোলপাড়। দ্বিতীয় গায়কঃ Bipasha Chakrabarty & Maisha Adiba দেরি হয়েছে অনেক তুমি কি জানো এখন আর কোনো ফেরার পথ নেই অনেক উৎসবের ভিড়ে স্বপ্ন আমার গিয়েছে মরে অঞ্জন তোমার বেলা বোস আর নেই আর কোনোদিন খুঁজো না বেলাকে বেলা বোস আজ চলে গেছে বহুদূরে 2441139 Bela Bose is not reachable ফোনটা এবার নামিয়ে রেখে চলে যাও তুমি অনেক দূরে বেলা আর পারছে না কিছু শুনতে ইচ্ছেরা আমার যাচ্ছে ফিকে হয়ে নীল সাগরে ভেসে যাচ্ছি দূরে রাস্তার যত সস্তা হোটেলে লুকিয়ে থাকা বদ্ধ কেবিনে স্বপ্নভরা চোখে নেমেছে ঘুম আর কিছুক্ষণ তারপর চিরমুক্তি কসবার ওই নীল দেয়ালের ঘর সাদাকালো আর মিথ্যের ভিড়ে অর্থের জাড়িজুড়ির নিচে স্বপ্নটা আজ রয়ে গেল স্বপ্নেই আমি আজ চুপ হয়ে যাব অঞ্জন শরীরে আমার বইছে নীল ঢেউ অঞ্জন তুমি আর কোঁদো না আমাকে আর ফোন কোরো না বেলা বোস আর ফিরবে না কোনোদিন আর কোনোদিন খুঁজো না বেলাকে বেলা বোস আজ শুয়ে আছে মর্গে 2441139 Bela Bose is not reachable তৃতীয় ব্যান্ড : জল তরঙ্গ চাকরি তোমার হবে আমি তা জানি আটকানোর পালাও এখন শেষ। তোমার ফার্স্ট ক্লাস আর চাকরির খোঁজে, বেলার সমাধি হল আজ টাকার পাহাড়ে ভালো আছে বেলা বেশ। চাকরি তোমার হবার কথাই ছিল বেতনও জানি পাবে চমৎকার স্বামী ও আমার দুই লাখ পায়, বছর ঘুরলে বাড়ে। তবু হয়না দেখা লাল নীল সংসার। এটাই 2441139 বেলা বোস আর কখনোই শুনবে না দশ-বারোবার রং নাম্বার পেরিয়ে আমাকে পেলেও, আবার কখনো তোমার ঘরে বেলা আসবে না। হ্যাঁ, এটাই 2441139 বেলার হাত আজ অন্য কারো হাতে ভুলেও বেলাকে খুঁজো না কখনো গভীর দীর্ঘশ্বাসে, মুখে তুলে দেওয়া সেদ্ধ গরম ভাতে। স্বপ্নগুলো আর হবেনা সত্যি! কাঁদারও আমার কোন কারণ নেই থাকার ঘর আজ বিশাল বড় আসবাব আর নেই পুরনো, আমি আজ আর চিনিনা আমাকেই মুক্তি আমায় হলো না তোমার দেয়া মুক্ত করলো আমায় অন্য কেউ মুক্তির ফাঁদে তোমার বেলা বড়ই সুখে আছে, কত সুখ বেলা জানিনা নিজেও। এটাই 2441139 বেলা বোস আর কখনোই শুনবে না দশ-বারোবার রং নাম্বার পেরিয়ে আমাকে পেলেও, আবার কখনো তোমার ঘরে বেলা আসবে না। হ্যাঁ, এটাই 2441139 বেলার হাত আজ অন্য কারো হাতে ভুলেও বেলাকে খুঁজো না কখনো গভীর দীর্ঘশ্বাসে, মুখে তুলে দেওয়া সেদ্ধ গরম ভাতে। 1 You must login to add an answer.Continue with FacebookContinue with GoogleContinue with Twitteror use Username or email* Password* Captcha* Remember Me! Forgot Password?
Hridoy
অঞ্জন দত্তের বিখ্যাত সেই বেলা বোস গানের অনেক উত্তর বিভিন্ন গানের মাধ্যমে উঠে এসেছে তারমধ্যে কয়েকটি গানের কথা নিম্নোক্ত:
প্রথমঃ
লেখক ও গায়ক: দীপান্বিতা ভট্টাচার্য
উত্তর আজ কিভাবে দেবো আমি
নিরুত্তরের ভাষাতেই খুজে নাও
অপেক্ষাতেই আজও ভেঁজে চোখ থাকা সেই বাস্তবে,
বলতে কি চাই সেইটুকু বুঝে নাও।
অভিমানের পর্দা ঘেরা মন
মাঝখানে শুধু আবেগহীন টেলিফোন
ঝাপসাতে সাবলীল আমি তোমাকেই শুধু চাওয়া
একটা ফোনের আশাতে বহুক্ষণ।
এটাই 2441139
হাজার হাজার বেলা বোস শুনছে
রং নাম্বার পেরিয়ে আসার প্রতীক্ষাতে
কত বেলা আজও বুকের ভিতর স্বপ্ন যে বুনছে।
ইয়েস, 2441139
আমারও কিছু রয়েছে বলবার
অনুভূতির ভীড়ে থমকে গিয়েছে কথা
আবেগ হলে মন সবকিছু তোলপাড়।
স্বপ্নগুলো রাস্তায় মোড়া আছে,
আদরের ভিজে স্মৃতি কণা গুলো
সেই বদ্ধ কেবিনে পড়ে আছে,
আজও খুব দামি কিছু কথার আলাপ।
সময়টা শুধু হাতের নাগালে নেই।
যুক্তির ভিড়ে মুক্তি নিরুপায়,
আজও তবু ভালোবাসার খোঁজ –
মিথ্যের সব বেড়াজাল ভেঙে
কসবার ওই দেওয়ালের ফ্রেমে
সহস্র বেলা স্বপ্ন আঁকে রোজ।
এটাই 2441139
হাজার হাজার বেলা বোস শুনছে
রং নাম্বার পেরিয়ে আসার প্রতীক্ষাতে
কত বেলা আজও বুকের ভিতর স্বপ্ন যে বুনছে।
ইয়েস, 2441139
আমারও কিছু রয়েছে বলবার
অনুভূতির ভীড়ে থমকে গিয়েছে কথা
আবেগ হলে মন সবকিছু তোলপাড়।
অনুভুতিগুলো বোঝো দেখি আজ সত্যি?
কান্নায় আজ মুছে যাক অভিমান
যুগ যুগ ধরে কত বেলা আজও
টেলিফোন পাশে বসে আছে শুধু
একটা ফোনেতে সবকিছু কুরবান
এটাই 2441139
হাজার হাজার বেলা বোস শুনছে
রং নাম্বার পেরিয়ে আসার প্রতীক্ষাতে
কত বেলা আজও বুকের ভিতর স্বপ্ন যে বুনছে।
ইয়েস, 2441139
আমারও কিছু রয়েছে বলবার
অনুভূতির ভীড়ে থমকে গিয়েছে কথা
আবেগ হলে মন সবকিছু তোলপাড়।
দ্বিতীয়
গায়কঃ Bipasha Chakrabarty & Maisha Adiba
দেরি হয়েছে অনেক তুমি কি জানো
এখন আর কোনো ফেরার পথ নেই
অনেক উৎসবের ভিড়ে
স্বপ্ন আমার গিয়েছে মরে
অঞ্জন তোমার বেলা বোস আর নেই
আর কোনোদিন খুঁজো না বেলাকে
বেলা বোস আজ চলে গেছে বহুদূরে
2441139
Bela Bose is not reachable
ফোনটা এবার নামিয়ে রেখে
চলে যাও তুমি অনেক দূরে
বেলা আর পারছে না কিছু শুনতে
ইচ্ছেরা আমার যাচ্ছে ফিকে হয়ে
নীল সাগরে ভেসে যাচ্ছি দূরে
রাস্তার যত সস্তা হোটেলে
লুকিয়ে থাকা বদ্ধ কেবিনে
স্বপ্নভরা চোখে নেমেছে ঘুম
আর কিছুক্ষণ তারপর চিরমুক্তি
কসবার ওই নীল দেয়ালের ঘর
সাদাকালো আর মিথ্যের ভিড়ে
অর্থের জাড়িজুড়ির নিচে
স্বপ্নটা আজ রয়ে গেল স্বপ্নেই
আমি আজ চুপ হয়ে যাব অঞ্জন
শরীরে আমার বইছে নীল ঢেউ
অঞ্জন তুমি আর কোঁদো না
আমাকে আর ফোন কোরো না
বেলা বোস আর ফিরবে না কোনোদিন
আর কোনোদিন খুঁজো না বেলাকে
বেলা বোস আজ শুয়ে আছে মর্গে
2441139
Bela Bose is not reachable
তৃতীয়
ব্যান্ড : জল তরঙ্গ
চাকরি তোমার হবে আমি তা জানি
আটকানোর পালাও এখন শেষ।
তোমার ফার্স্ট ক্লাস আর চাকরির খোঁজে,
বেলার সমাধি হল
আজ টাকার পাহাড়ে ভালো আছে বেলা বেশ।
চাকরি তোমার হবার কথাই ছিল
বেতনও জানি পাবে চমৎকার
স্বামী ও আমার দুই লাখ পায়, বছর ঘুরলে বাড়ে।
তবু হয়না দেখা লাল নীল সংসার।
এটাই 2441139
বেলা বোস আর কখনোই শুনবে না
দশ-বারোবার রং নাম্বার পেরিয়ে আমাকে
পেলেও,
আবার কখনো তোমার ঘরে বেলা আসবে না।
হ্যাঁ, এটাই 2441139
বেলার হাত আজ অন্য কারো হাতে
ভুলেও বেলাকে খুঁজো না কখনো গভীর দীর্ঘশ্বাসে,
মুখে তুলে দেওয়া সেদ্ধ গরম ভাতে।
স্বপ্নগুলো আর হবেনা সত্যি!
কাঁদারও আমার কোন কারণ নেই
থাকার ঘর আজ বিশাল বড় আসবাব আর নেই পুরনো,
আমি আজ আর চিনিনা আমাকেই
মুক্তি আমায় হলো না তোমার দেয়া
মুক্ত করলো আমায় অন্য কেউ
মুক্তির ফাঁদে তোমার বেলা বড়ই সুখে আছে,
কত সুখ বেলা জানিনা নিজেও।
এটাই 2441139
বেলা বোস আর কখনোই শুনবে না
দশ-বারোবার রং নাম্বার পেরিয়ে আমাকে
পেলেও,
আবার কখনো তোমার ঘরে বেলা আসবে না।
হ্যাঁ, এটাই 2441139
বেলার হাত আজ অন্য কারো হাতে
ভুলেও বেলাকে খুঁজো না কখনো গভীর দীর্ঘশ্বাসে,
মুখে তুলে দেওয়া সেদ্ধ গরম ভাতে।