এখানে তিনটে ওখানে তিনটে
সেখানে তিনটে ঢেউ।
এই তল্লাটে তারা ছাড়া আর
মনিষ্যি নেই কেউ।
হরে রে রে রে রে চিৎকার শুনে
সবাই পগারপার।
কেবল একটা হাবাগোবা ছেলে
নাম ভুলে গেছে তার।
তার দু চোখের দৃষ্টি কেমন
স্বপ্নের মতো নীল।
আমির খানের মুখের সঙ্গে
একটু রয়েছে মিল।
সবাই ধরল, মারল, বলল
বল জয় সিয়ারাম।
ছেলেটা বলল, রবীন্দ্রনাথ
নজরুল ইসলাম।
আরো একদল বলল, বল তো
আল্লাহ আকবর,
ছেলেটা বলল, ডিরোজিও আর অতীশ দীপঙ্কর।
সবাই ধরল মারল বলল
কোনখানে তোর ঘর?
ছেলেটা বলল : ভারতবর্ষ।
সরবমতির চর।
Shamindra Bhowmick Poem Bharatbarsha:
Bharatbarsha
Shamindra Bhaumick
Ekhane tinte Okhane tinte
Sekhane tinte deu
Ei tollate tara chara aar
Monishiyi nei keu
Hore re re re re chitkar shune
Sobai pogarpaar
Kebol ekta habaguba chele
Naam bhule geche tar
Tar duchoker dristi kemon
Shopner moto nil
Aamir khaner mukher songe
Ektu royeche mil
Sobai dhorlo, marlo, bollo
Bol joy siyaram
Cheleta bollo, Rabindranath
Nazrul Islam
Aro ekdol bollo, bol to
Allahu Akbar
Cheleta bollo, Dirijio ar Otish Dipankar
Sobai dhorlo, marlo, bollo
Kunkhane tor ghor?
Cheleta bollo: Bharatbarsha
Sarabmatir char
Hridoy
ভারতবর্ষ
শমীন্দ্র ভৌমিক
এখানে তিনটে ওখানে তিনটে
সেখানে তিনটে ঢেউ।
এই তল্লাটে তারা ছাড়া আর
মনিষ্যি নেই কেউ।
হরে রে রে রে রে চিৎকার শুনে
সবাই পগারপার।
কেবল একটা হাবাগোবা ছেলে
নাম ভুলে গেছে তার।
তার দু চোখের দৃষ্টি কেমন
স্বপ্নের মতো নীল।
আমির খানের মুখের সঙ্গে
একটু রয়েছে মিল।
সবাই ধরল, মারল, বলল
বল জয় সিয়ারাম।
ছেলেটা বলল, রবীন্দ্রনাথ
নজরুল ইসলাম।
আরো একদল বলল, বল তো
আল্লাহ আকবর,
ছেলেটা বলল, ডিরোজিও আর অতীশ দীপঙ্কর।
সবাই ধরল মারল বলল
কোনখানে তোর ঘর?
ছেলেটা বলল : ভারতবর্ষ।
সরবমতির চর।
Shamindra Bhowmick Poem Bharatbarsha:
Bharatbarsha
Shamindra Bhaumick
Ekhane tinte Okhane tinte
Sekhane tinte deu
Ei tollate tara chara aar
Monishiyi nei keu
Hore re re re re chitkar shune
Sobai pogarpaar
Kebol ekta habaguba chele
Naam bhule geche tar
Tar duchoker dristi kemon
Shopner moto nil
Aamir khaner mukher songe
Ektu royeche mil
Sobai dhorlo, marlo, bollo
Bol joy siyaram
Cheleta bollo, Rabindranath
Nazrul Islam
Aro ekdol bollo, bol to
Allahu Akbar
Cheleta bollo, Dirijio ar Otish Dipankar
Sobai dhorlo, marlo, bollo
Kunkhane tor ghor?
Cheleta bollo: Bharatbarsha
Sarabmatir char