আমি তোমাকেই বলে দেবো,
কী যে একা দীর্ঘ রাত –
আমি হেঁটে গেছি বিরান পথে;
আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলে ভরা গল্প-
কড়া নেড়ে গেছি ভুল দরজায়;
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ||
আমি কাউকে বলিনি – সে নাম,
কেউ জানে না, না জানে আড়াল-
আমি কাউকে বলিনি – সে নাম,
কেউ জানে না, না জানে আড়াল-
জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া
জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া |
তবে এই হোক তীরে জাগুক প্লাবন,
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবন
তবে এই হোক তীরে জাগুক প্লাবন,
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবন
তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া
তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া |
আমি তোমাকেই বলে দেবো,
কী যে একা দীর্ঘ রাত –
আমি হেঁটে গেছি বিরান পথে;
আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলে ভরা গল্প-
কড়া নেড়ে গেছি ভুল দরজায়;
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া |
Hridoy
আমি তোমাকেই বলে দিবো
কন্ঠঃ সঞ্জীব চৌধুরী
ব্যান্ডঃ দলছুট
অ্যালবামঃ হৃদয়পুর
আমি তোমাকেই বলে দেবো,
কী যে একা দীর্ঘ রাত –
আমি হেঁটে গেছি বিরান পথে;
আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলে ভরা গল্প-
কড়া নেড়ে গেছি ভুল দরজায়;
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া ||
আমি কাউকে বলিনি – সে নাম,
কেউ জানে না, না জানে আড়াল-
আমি কাউকে বলিনি – সে নাম,
কেউ জানে না, না জানে আড়াল-
জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া
জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া |
তবে এই হোক তীরে জাগুক প্লাবন,
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবন
তবে এই হোক তীরে জাগুক প্লাবন,
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবন
তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া
তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া |
আমি তোমাকেই বলে দেবো,
কী যে একা দীর্ঘ রাত –
আমি হেঁটে গেছি বিরান পথে;
আমি তোমাকেই বলে দেবো,
সেই ভুলে ভরা গল্প-
কড়া নেড়ে গেছি ভুল দরজায়;
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া
ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া |
Ami tomakei bole debo lyrics:
Ami Tomakei Boley Debo
Lyric- Sanjeeb Chaudhury
Album- Hridoypur
Band- Dalchhut
Ami tomake’i bole debo,
ki je eka dirgha raat –
Ami heṭe gechi biran pothe;
Ami tomake’i bole debo,
Se’i bhule bhora golpo-
Kaṛa neṛe gechi bhul darjay;
Chuye kannar rang,
Chuye jochnar chaya
Chuye kannar rang,
Chuye jochnar chaya ||
Ami kauke bolini – Se nam,
keu jane na, na jane aṛal-
Ami kauke bolini – Se nam,
keu jane na, na jane aṛal-
Jane kannar rang, jane jochnar chaya
Jane kannar rang, jane jochnar chaya |
Tobe e’i hok tire jaguk plabon,
Din hok labaṇya, hr̥idoye sraban
Tobe e’i hok tire jaguk plaban,
Din hok labaṇya, hr̥idoye sraban
Tumi kannar rang, Chuye jochnar chaya
Tumi kannar rang, Chuye jochnar chaya |
Hridoy
আমি তোমাকেই বলে দিবো