উড়ে যায়, উড়ে যায়
কাছে থেকেও কেন দূরে যায়।
ফিরে যায়, ঘুরে ফিরে যায়
পাস্ট কখন, কখন ধীরে যায়।
মন তো আর মনের কথা কিভাবে বুঝে
যখন সকালে চোখ খুলি, মন তাকে খুঁজে।
উড়ে যায়, উড়ে যায়
কাছে থেকেও কেন দূরে যায়।
ফিরে যায়, ঘুরে ফিরে যায়
পাস্ট কখন, কখন ধীরে যায়।
ভরদুপুরে চুপটি করে
ঠুটের ফাঁকে পেন্সিল ধরে
বড় বড় চোখ করে
যখন তাকায়।
রেস্টুরেন্টে শহরের প্রান্তে
কোথাও যদি পাই একান্তে,
তার ব্যাপারে জানতে জানতে
দিন চলে যায়।
রেস্টুরেন্টে শহরের প্রান্তে
কোথাও যদি পাই একান্তে,
তার ব্যাপারে জানতে জানতে
দিন চলে যায়।
উড়ে যায় উড়ে যায়
শুধু উড়ে যায়
যত কাছে চাই আরো দূরে যায়
ফিরে যায় ঘুরে ফিরে যায়
পাস্ট কখন, কখন ধীরে যায়।
কোন একদিন, হয়তো কোন একদিন
পারবে কি আসতে ভালবাসতে
কোন একদিন, হয়তো কোন একদিন
পারবে না দূরে থাকতে, দূরে রাখতে
আরো একটা দিন আরো একটা রাত
পাশাপাশি যদি রয়ে যায়।
কিছু কথা আরো কিছু গান
যদি একসাথে হয়ে যায়
কারো চোখে চোখ রেখে
সময় কেন বয়ে যায়।
থেমে যায় রাত থেমে যায়
একটা স্টোরি হয়ে যায়
উড়ে যায় উড়ে যায়
কাছে আসে দূরে যায়
একটা স্টোরি হয়ে যায়
ফিরে যায়, ঘুরে ফিরে যায়
একটা স্টোরি হয়ে যায়
পড়ে যায় পড়ে যায়
একটা স্টোরি হয়ে যায়
Hridoy
উড়ে যায়, উড়ে যায় (love lust confusion
উড়ে যায়, উড়ে যায়
কাছে থেকেও কেন দূরে যায়।
ফিরে যায়, ঘুরে ফিরে যায়
পাস্ট কখন, কখন ধীরে যায়।
মন তো আর মনের কথা কিভাবে বুঝে
যখন সকালে চোখ খুলি, মন তাকে খুঁজে।
উড়ে যায়, উড়ে যায়
কাছে থেকেও কেন দূরে যায়।
ফিরে যায়, ঘুরে ফিরে যায়
পাস্ট কখন, কখন ধীরে যায়।
ভরদুপুরে চুপটি করে
ঠুটের ফাঁকে পেন্সিল ধরে
বড় বড় চোখ করে
যখন তাকায়।
রেস্টুরেন্টে শহরের প্রান্তে
কোথাও যদি পাই একান্তে,
তার ব্যাপারে জানতে জানতে
দিন চলে যায়।
রেস্টুরেন্টে শহরের প্রান্তে
কোথাও যদি পাই একান্তে,
তার ব্যাপারে জানতে জানতে
দিন চলে যায়।
উড়ে যায় উড়ে যায়
শুধু উড়ে যায়
যত কাছে চাই আরো দূরে যায়
ফিরে যায় ঘুরে ফিরে যায়
পাস্ট কখন, কখন ধীরে যায়।
কোন একদিন, হয়তো কোন একদিন
পারবে কি আসতে ভালবাসতে
কোন একদিন, হয়তো কোন একদিন
পারবে না দূরে থাকতে, দূরে রাখতে
আরো একটা দিন আরো একটা রাত
পাশাপাশি যদি রয়ে যায়।
কিছু কথা আরো কিছু গান
যদি একসাথে হয়ে যায়
কারো চোখে চোখ রেখে
সময় কেন বয়ে যায়।
থেমে যায় রাত থেমে যায়
একটা স্টোরি হয়ে যায়
উড়ে যায় উড়ে যায়
কাছে আসে দূরে যায়
একটা স্টোরি হয়ে যায়
ফিরে যায়, ঘুরে ফিরে যায়
একটা স্টোরি হয়ে যায়
পড়ে যায় পড়ে যায়
একটা স্টোরি হয়ে যায়
Ude jay ude jay
kache thekeo keno dure jay
Fire jay, Ghure fire jay
Past kokhon, Kokhon dhire jay