লিরিক্স -বারুদ (পৃথিবী ব্যান্ড) barud by prithibi lyrics in bengali
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
জিজ্ঞেস করুন আপনার যে কোনো প্রশ্ন আর যুক্ত থাকুন সবসময়
Create A New Account
Hridoy
বারুদ (পৃথিবী ব্যান্ড)
আমি বারুদ বুনেছি
আমার হৃদয়ে অলিন্দে
আমার অস্তিত্ব বিপন্ন
প্রতিনিয়ত ছুরির আঘাতে
আমার মায়ের শরীর পুড়ছে
ভালো লাশকাটা ঘরে
আমার বোনের কচি গাল
আজ বাজারে নিলাম ধরে
কিসের যন্ত্রণা আমি শুয়েছি সারাক্ষণ
লাশে ছড়া শুয়োরের মতো
বেইমান প্রজনন।.
আমার শিরায় শিরায় রক্তের মিছিল
সংশয় এই প্রাণে
যত নির্বাচন আজ ভাগাড়ে যাক
আমি জন্ম নেব আগুনে।
এসো আমরা গড়ি নতুন পৃথিবী এই আশায়
যেখানে মানুষ বাঁচতে চায়,
বাঁধতে চায় ভালোবাসায় ।
ধ্বংস হোক যত মানব শত্রু সব
এখানে জন্ম নিক নবজাতক।
আমি স্বপ্ন বেঁধেছি
আমার পিস্তলের ট্রিগারে।
আমার বালিশে বারুদ
আমার ঘুম নেই দুচোখে
আমি বিষ ঢেলেছি
আমার প্রেমিকার বুক জুড়ে।
আমি কসাই সেজে নিজের মাংস
বিক্রি করেছি বাজারে।
কিসের এ যন্ত্রনা আমার নিথর শরীরে
আজো শুনি গোগানি
প্রতিবন্ধকতার বিচারে
আমি বিশ্বাসঘাতক দাঁতের বিষে
কত মানুষ মেরেছি
আমার ঝলসানো প্রাণের বারুদ বাগানে
একটা বিপ্লব দেখেছি।
এসো আমরা গড়ি নতুন পৃথিবী এই আশায়
যেখানে মানুষ বাঁচতে চায়,
বাঁধতে চায় ভালোবাসায় ।
ধ্বংস হোক যত মানব শত্রু সব
এখানে জন্ম নিক নবজাতক।