হয়তো আমি এখনও আধারে | hoyto ami akhono adhare lyrics
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
জিজ্ঞেস করুন আপনার যে কোনো প্রশ্ন আর যুক্ত থাকুন সবসময়
Create A New Account
Hridoy
হয়তো আমি এখনও আধারে তোমায় হাতরে বেড়াই ,
এখনও যেন স্বপ্নলোকে তোমাকেই ফিরে পাই ।
হয়তো এখনও বেহায়া এ মন লুকিয়ে আলতো করে ,
ভাবছে তোমায় আঁকছে ছবি নিজেরই অজানায় ।
সবটুকুই হোক তোমার যেন সূর্য চাঁদের মাঝে
লেখা থাক এ গল্পের ইতি নতুন এর শব্দে … ।
আমি হাটতে চাই তোমার সাথে শুরু থেকেই পথের শেষে ,
হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালবেসে । – [ ২ বার ]
ভালবেসেও মিথ্যে বলেছি , অজান্তে অনেক বার ,
সবকিছু জেনে তবু ভেবেছি তোমায় , ছিলেনা তুমি এ বৃত্তে আমার ।
বিধাতার কাছে চাইছি আমি ক্লান্ত হয়ে আজ আনমনে ,
দিয়ে দাও আমার স্বপ্ন গুলো আমায় ।
আমি হাটতে চাই তোমার সাথে শুরু থেকেই পথের শেষে ,
হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালবেসে । – [ ২ বার ]
আজ যেন এই , নতুন এই আকাশ , চাইছে তোমায় এখানে ,
বাতাসেও এই নতুন শব্দে , সাক্ষ্য দেয়ার সুর প্রতিক্ষণে ।
তবে আজ কেন দ্বিধা মনে , সম্পূর্ণতার পুরনক্ষনে ,
ভেবে নিয়েছি তোমায় নিজের করে ।
আমি হাটতে চাই তোমার সাথে শুরু থেকেই পথের শেষে ,
হঠাৎ থমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালবেসে । – [ ২ বার ]