Saraswati Puja Essay in Bengali for class 2 and 3
1. সরস্বতী পূজা হিন্দুদের অন্যতম একটি পুজা।
2. দেবী সরস্বতীর উপাসনা ও প্রার্থনা এই উৎসবের মূল পর্ব ।
3. দেবী সরস্বতীকে জ্ঞান, সংগীত, শিল্পকলা ও বিদ্যার দেবী বলা হয়।
4. দেবী সরস্বতীর এক হাতে থাকে বীণা, অন্য হাতে পুস্তক।
4. প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়।
5. এই তিথিটিকে বসন্ত পঞ্চমী ও বলা হয়।
6. বসন্ত পঞ্চমীর দীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ সর্বজনীন পূজামণ্ডপে দেবী পূজা করা হয়।
7. পূজার দিন ছাত্র ছাত্রীরা সরস্বতীর দেবীর প্রার্থনা করে তাঁর আশীর্বাদ গ্রহন করে।
8. সরস্বতী পূজার দিন নিরামিষ খেতে হয় এবং পুজোর আগে মঙ্গল কামনায় উপবাস রাখা হয়।
9. পুজার পরের দিন সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দিয়ে উৎসব শেষ হয়।
10. পূজার দিনে সবাই নতুন পোশাক পরে আনন্দে মেতে উঠে।
More Bengali Essay for class 2 and 3
- দুর্গাপূজা রচনা | 10 lines on Durga Puja in Bengali
- আমার বিদ্যালয় রচনা – 10 lines on my school in Bengali
- ময়ুর রচনা – 10 lines on Peacock in Bengali
- গ্রীষ্মকাল রচনা – 10 lines on Summer Season in Bengali
- আমার মা রচনা – 10 lines on Mother in Bengali
- গোলাপ ফুল রচনা |10 lines about Rose in Bengali
- গরুর রচনা – 10 lines on Cow in Bengali
Leave a comment