তুমি (মহাদেব সাহা)
আমার মাথায় জলভরা একটি আকাশ
তার নাম তুমি,
খর গ্রীষ্মে আমার উঠোনে অঝোর বর্ষণ
তুমি তার নাম;
ভীষণ তৃষ্ণার্ত এই পথিকের ক্লান্ত চোখে সুশীতল মেঘ
একমাত্র তুমি-
দুপুরের খরতাপ শেষে আমার জীবনে এই শান্ত সন্ধ্যা
তুমি, তুমি, তুমি;
মরুময় এই ভূপ্রকৃতি জুড়ে ঘন প্রেইরীর সবুজ উদ্যান
তুমি তার নাম,
আমার ধূসর দুই চোখে চিরসবুজের গাঢ় হাতছানি
তার নাম তুমি;
আমার স্মৃতির অববাহিকায় একটি স্বপ্নের প্রিয় নদী
তুমি নিরবধি।
Mahadev Saha Kobita Tumi
Amar mathay jalbhora ekti akash
Tar naam Tumi
Khar grishme amar uthane ojhor borshon
Tumi tar naam
Bhishon trishnarto Ei pothiker klanto chokhe sushital megh
Ekmatro Tumi
Dupurer khartap sheshe amar jibone ei shanto shondhya
Tumi tumi tumi
Marumoy ei bhuprkriti jure ghana preirir sabuj udhyan
Tumi tar naam
Amar dhushar dui chokhe chirosobujer garo hatchani
Tar naam tumi
Amar sritir ababahikay ekti shopner priyo nadi
Tumi Nirobodi
Leave a comment