মন ভালো নেই (মহাদেব সাহা)
বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,
মন ভালো নেই;
ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা
সারাদিন ডাকি সাড়া নেই,
একবার ফিরেও চায় না কেউ
পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না
আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে
তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
এই শূন্য ঘরে, এই নির্বসনে
কতোকাল, আর কতোকাল!
আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি,
উদ্যানে উঠেচে ক্যাকটাস্
কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই,
শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি।
টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত
ডাকতে ডাকতে একশেষ;
কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না
এই হিমঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি।
এ কী শান্তি তুমি আমাকে দিচ্ছো ঈশ্বর,
এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা!
তবু মানুষ বেঁচে থাকতে চায়, আমি বেঁচে থাকতে চাই
আমি ভালোবাসতে চাই, পাগলের মতো
ভালোবাসতে চাই-
এই কি আমার অপরাধ!
আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক
মন ভালো নেই, মন ভালো নেই;
তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার
কথা ছিল-
আসা-যাওয়ার পথের ধারে
ফুল ফোটানো কথা ছিলো
সেসব কিছুই হলো না, কিছুই হলো না;
আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত
শুধু হাহাকার
শুধু শূন্যতা, শূন্যতা।
তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে
দুই চোখ অন্ধ হয়ে গেলো,
সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না-
আজ সারাদিন বিষাদপর্ব, সারাদিন তুষারপাত-
মন ভালো নেই, মন ভালো নেই।
Mon Bhalo Nei Poem by Mahadev Saha
Bishad chuyeche aaj, mon bhalo nei
Mon bhalo nei
Faka rasta, shunno baranda
Saradin daki Sara Nei
Ekbar Fireo chay na keu
Poth bhulkore chole jay, Edike aashe na
Ami ki sohosro sohosro borsho ebhabe
Takiye thakbo shunnotar dike?
Ei shunno ghore ei nirbashone
Kotokal ar kotokal
Aaj dukkho chuyeche gharbari
Udhyane uteche cactus
Keu nei, kora narar moto keu nei
Sudhu shunnotar ei dhirgoshash, Ei dhirgo pododhoni
Telephone ghurate ghurate ami klanto
Dakte Dakte ekshesh
Keu dak shune na, keu fire takay na
Ei himghare bhanga chair e eka boshe aachi
E ki shanti tumi amake diccho isshor
Ebhabe dagda howar naam ki bhalobasha
Tabu manush beche thakte chay, ami beche thakte chai
Ami bhalobashte chai, Pagoler moto
Bhalobashte chai
Ei ki amar oporadh
Aaj Bishad chuyeche buk,Bishad chuyeche buk
Mon bhalo nei mon bhalo nei
Leave a comment