1. আফ্রিকা মহাদেশের মুসলিম দেশ সমূহঃ আরবের বাইরে সর্ব প্রথম আফ্রিকা মহাদেশেই ইসলাম ছড়ায় । বর্তমানে বিশ্বের মুসলিম জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ আফ্রিকা মহাদেশে বাস করে। আফ্রিকার মুসলিম বহুল দেশ গুলো হলঃ ১। মিশর - মুসলিম ৯৪.৯% ২। তিউনিসিয়া - মুসলিম ৯৯% ৩। আলজেরিয়া - মুসলিম ৯৭.৯% ৪। মরক্কো - মুসলিম ৯৯% ৫Read more

    আফ্রিকা মহাদেশের মুসলিম দেশ সমূহঃ

    আরবের বাইরে সর্ব প্রথম আফ্রিকা মহাদেশেই ইসলাম ছড়ায় । বর্তমানে বিশ্বের মুসলিম জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ আফ্রিকা মহাদেশে বাস করে। আফ্রিকার মুসলিম বহুল দেশ গুলো হলঃ

    ১। মিশর – মুসলিম ৯৪.৯%
    ২। তিউনিসিয়া – মুসলিম ৯৯%
    ৩। আলজেরিয়া – মুসলিম ৯৭.৯%
    ৪। মরক্কো – মুসলিম ৯৯%
    ৫। সুদান – মুসলিম ৯০.৭%
    ৬। সেনেগাল – মুসলিম ৯৬.৪%
    ৭। লিবিয়া – মুসলিম ৯৬.৬%
    ৮। গিনি – মুসলিম ৮৪.৪%
    ৯। জিবুতি – মুসলিম ৯৬.৯%
    ১০। নাইজার – মুসলিম ৯৮.৪%
    ১১। নাইজেরিয়া – মুসলিম ৫০.৮%
    ১২। সিয়েরা লিওন – মুসলিম ৭৮%
    ১৩। মালি – মুসলিম ৯৪.৪%
    ১৪। গাম্বিয়া – মুসলিম ৯৫.১%
    ১৫। চাদ – মুসলিম ৫৫.৩%
    ১৬। বুর্কিনা ফাসো – মুসলিম ৬১.৬

    See less
    • 0
  2. লিচু চোর কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য লেখা কাজী নজরুল ইসলামের সরল ও সুন্দর একটি কবিতা লিচু চোর। বাবুদের পুকুর পারের গাছ থেকে লিচু চুরি করতে গিয়ে মালির হাতে ধরা খাওয়া তারপর পালিয়ে গিয়ে বোসদের ঘরে আশ্রয় নেয়ার একটি ঘটনা ফুটে উঠেছে এই ছড়া কবিতার মাধ্যমে। বাবুদের তাল-পুকুরে হাবুদের ডাল-কুকুরে সে কি বাস কRead more

    লিচু চোর

    কাজী নজরুল ইসলাম

    ছোটদের জন্য লেখা কাজী নজরুল ইসলামের সরল ও সুন্দর একটি কবিতা লিচু চোর। বাবুদের পুকুর পারের গাছ থেকে লিচু চুরি করতে গিয়ে মালির হাতে ধরা খাওয়া তারপর পালিয়ে গিয়ে বোসদের ঘরে আশ্রয় নেয়ার একটি ঘটনা ফুটে উঠেছে এই ছড়া কবিতার মাধ্যমে।

    বাবুদের তাল-পুকুরে
    হাবুদের ডাল-কুকুরে
    সে কি বাস করলে তাড়া,
    বলি থাম একটু দাঁড়া।

    পুকুরের ঐ কাছে না
    লিচুর এক গাছ আছে না
    হোথা না আস্তে গিয়ে
    য়্যাব্বড় কাস্তে নিয়ে
    গাছে গো যেই চড়েছি
    ছোট এক ডাল ধরেছি,

    ও বাবা, মড়াৎ করে
    পড়েছি সড়াৎ জোরে!
    পড়বি পড় মালীর ঘাড়েই,
    সে ছিল গাছের আড়েই।
    ব্যাটা ভাই বড় নচ্ছার,
    ধুমাধুম গোটা দুচ্চার
    দিলে খুব কিল ও ঘুসি
    একদম জোরসে ঠুসি!

    আমিও বাগিয়ে থাপড়
    দে হাওয়া চাগিয়ে কাপড়
    লাফিয়ে ডিঙনু দেয়াল,
    দেখি এক ভিটরে শেয়াল!
    আরে ধ্যাৎ শেয়াল কোথা?
    ভোলাটা দাঁড়িয়ে হোথা!
    দেখে যেই আঁতকে ওঠা
    কুকুরও জুড়লে ছোটা!
    আমি কই কম্ম কাবার
    কুকুরেই করবে সাবাড়!

    ‘বাবা গো মা গো’ বলে
    পাঁচিলের ফোঁকল গলে
    ঢুকি গ্যে বোসদের ঘরে,
    যেন প্রাণ আসলো ধরে!

    যাবো ফের? কান মলি ভাই,
    চুরিতে আর যদি যাই!
    তবে মোর নামই মিছা!
    কুকুরের চামড়া খিঁচা
    সে কি ভাই যায় রে ভুলা–
    মালীর ঐ পিটনিগুলা!
    কি বলিস? ফের হপ্তা!
    তৌবা–নাক খপ্তা!

    Poem: Licho chor

    Kazi Nazrul Islam

    Babuder tal-pukhure
    Habuder dal-kukure
    She ki bash korle tara
    Boli tham, ektu dara !

    Pukhurer oi kache na
    lichur ek gach ase na,
    Hotha na aaste giye
    Yaboro kaste niye
    Gache go jei chorechi,
    Chuto ek daal dhorechi,

    O baba morat kore
    Porechi sorat jore!
    Porbi por maalir gharei
    Shey chilo gacher arei
    Beta bhai boro nocchor,
    Dhumadhum guta ducchar
    Dile khub kil o ghusi
    Ekdom jorse thusi!

    Amio bagiye tapor,
    De hawa chapiye kapor,
    Lafiye dingnu deyal,
    Dekhi Ek bhitre Sheal!
    Are dhyat sheal kutha
    Bhelota dariye hutha!
    Dekhe jei atke utha
    Kukuro jharle chota!
    Ami koi kormo kabar
    Kukurei korbe sabar !

    Baba go maago bole
    Pachiler fukol gole
    Dhuke giye boshder ghare,
    Jeno praan ashlo dhode!

    See less
    • 0
  3. খোকার সাধ কাজী নজরুল ইসলাম আমি হবো সকাল বেলার পাখি সবার আগে কুসম-বাগে উঠবো আমি ডাকি। সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, ‘হয়নি সকাল, ঘুমো এখন’–মা বলবেন রেগে। বলবো আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল–তাই বলে কি সকাল হবে নাকো! আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাRead more

    খোকার সাধ

    কাজী নজরুল ইসলাম

    আমি হবো সকাল বেলার পাখি
    সবার আগে কুসম-বাগে উঠবো আমি ডাকি।
    সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে,
    ‘হয়নি সকাল, ঘুমো এখন’–মা বলবেন রেগে।
    বলবো আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো,
    হয়নি সকাল–তাই বলে কি সকাল হবে নাকো!
    আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
    তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!’
    ঊষা দিদির ওঠার আগে উঠবো পাহাড়-চূড়ে,
    দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে,
    ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়,
    বলবো আমি, ‘ভোর হলো যে, সাগর ছুটে আয়!’
    ঝর্ণা-মাসি বলবে হাসি, ‘খোকন এলি নাকি?’
    বলবো আমি, ‘নইকো খোকন, ঘুম-জাগানো পাখি!’
    ফুলের বনে ফুল ফোটাবো, অন্ধকারে আলো,
    সূয্যিমামা বলবে উঠে, ‘খোকন, ছিলে ভালো?’
    বলবো, ‘মামা, কথা কওয়ার নাইকো সময় আর,
    তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার।’
    রবির আগে চলবো আমি ঘুম-ভাঙা গান গেয়ে,
    জাগবে সাগর, পাহাড় নদী, ঘুমের ছেলে-মেয়ে!

    Poem: Khokar Sadh

    Kazi Nazrul Islam

    Ami hobo shokal belar pakhi
    Shobar aage kushum baage uthbo ami daaki
    Surji mama jagar aage uthbo ami jege
    Hoyni Shoka, ghumo ekhono- maa bollen rege
    Bolbo ami, Alosh meye ghumiye tumi thako
    Hoyni shokal- taai bole ki shokal hobe nako
    Amra jodi na jagi maa kemone shokal hobe?
    Tomar chele uthle go maa raat puhabe tobe
    Usha didir uthar aage uthbo pahar chure
    Dekhbo niche ghumay shohor shiter katha mure
    Ghumay shagor baluchore nodir mohonay
    Bolbo ami, Bhor holo je, shagor chute aay
    Jhorna mashi bolbe hashi, khokon elo naki?
    Bolbo ami, naiko khokon, ghum jagano pakhi
    Fooler bone fool futabo, ondhokar alo
    Shurjimama bolbe uthe, Khokon chilo bhalo
    Bolbo, Mama, kotha kowar naiko shomoy aar
    Tomar alor rath chaliye bango ghumer dar
    Rabir aage cholbo ami ghum-bhanga gaan geye
    Jagbe shagor, Pahar nodi, ghumer chele meye!

    See less
    • 0
  4. প্রভাতী কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠো রে! ঐ ডাকে যুঁইশাখে ফুল-খুকি ছোট রে! খুকুমণি ওঠো রে! রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ঐ, দারোয়ান গায় গান শোনো ঐ, ‘রামা হৈ!’ ত্যজি নীড় করে ভিড় ওড়ে পাখি আকাশে, এন্তার গান তারা ভাসে ভোর বাতাসে। চুলবুল বুলবুল শিস দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমণি উঠবে!Read more

    প্রভাতী

    কাজী নজরুল ইসলাম

    ভোর হলো দোর খোলো
    খুকুমণি ওঠো রে!
    ঐ ডাকে যুঁইশাখে
    ফুল-খুকি ছোট রে!
    খুকুমণি ওঠো রে!
    রবি মামা দেয় হামা
    গায়ে রাঙা জামা ঐ,
    দারোয়ান গায় গান
    শোনো ঐ, ‘রামা হৈ!’
    ত্যজি নীড় করে ভিড়
    ওড়ে পাখি আকাশে,
    এন্তার গান তারা
    ভাসে ভোর বাতাসে।
    চুলবুল বুলবুল
    শিস দেয় পুষ্পে,
    এইবার এইবার
    খুকুমণি উঠবে!
    খুলি হাল তুলি পাল
    ঐ তরী চললো,
    এইবার এইবার
    খুকু চোখ খুললো।
    আলসে নয় সে
    ওঠে রোজ সকালে,
    রোজ তাই চাঁদা ভাই
    টিপ দেয় কপালে।
    উঠলো ছুটলো
    ওই খোকা খুকি সব,
    ‘উঠেছে আগে কে’
    ঐ শোনো কলরব।
    নাই রাত, মুখ হাত ধোও,
    খুকু জাগো রে!
    জয় গানে ভগবানে
    তুষি’ বর মাগো রে!

    Poem: Probhati

    Kazi Nazrul Islam

    Bhor holo dor khulo
    khukumoni utho re
    Oi daake juisjakhe
    ful-khuki choto re!
    Khukumoni uthore
    Robi mama deye hama
    gaye ranga jama oi,
    Darowan gaay gaan
    shuno oi, “Rama hoi”
    Tyaji nir kore bhir
    ore pakhi akashe
    Entar gaan tar
    bhashe bhor batashe
    Chulbul bulbul
    shish deye pushpe
    Eibaar eibaar
    khukumni uthbe!
    Khuli haal tuli paal
    eoi tori chollo
    Eibaar eibaar
    khuku chokh khullo
    Aloshe noy shey
    othe roj shokale,
    Roj tai chada bhai
    tip deye kopale
    Uthlo chutlo oi
    khuka khuki shob
    Utheche aage ke
    oi shuno kolorob
    Nai raat, mukh hath duo,
    khuku jago re
    Joy gaane bhogobane
    tushi bor mago re!

    See less
    • 0
  5. বোম্বাগড়ের রাজা সুকুমার রায় গ্রন্থঃ আবোল তাবোল কেউ কি জান সদাই কেন বোম্বাগড়ের রাজা— ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাঁউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হ’লে ডিগবাজি খায় লোকে? জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? ওস্তাদেরা লেপ মRead more

    বোম্বাগড়ের রাজা

    সুকুমার রায়
    গ্রন্থঃ আবোল তাবোল

    কেউ কি জান সদাই কেন বোম্বাগড়ের রাজা—
    ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা?
    রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা?
    পাঁউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা?
    কেন সেথায় সর্দি হ’লে ডিগবাজি খায় লোকে?
    জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে?
    ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে?
    টাকের ’পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে!
    রাত্রে কেন ট্যাঁক্‌ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে?
    কেন রাজার বিছ্‌না পাতে শিরিষ কাগজ দিয়ে?
    সভায় কেন চেঁচায় রাজা ‘হুক্কা হুয়া’ ব’লে?
    মন্ত্রী কেন কল্‌সী বাজায় ব’সে রাজার কোলে?
    সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি?
    কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি?
    রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা প’রে?
    এমন কেন ঘটছে তা কেউ বলতে পার মোরে?

     

    Poem: Bombagorer Raja

    By: Sukumar Roy
    Book: Abol Tabol

    Keu ki jano shodai keno Bombagorer Raja
    Chobir frame-e badhiye rakhe amshotto bhaja?
    Ranir mathay osthoprohor keno balish badha?
    Paurutite perek thoke keno ranir dada?
    Keno shoday shordi hole digbaji khay loke
    Jochona raate shobai keno alta makhay chokhe?
    Ostadera lep muri dey keno mathay ghare?
    Taker pore ponditera daker ticket mare!
    Ratre keno tyakghorita dubiye rakhe ghiye?
    Keno rajar bichna pate shirish kagoz diye?
    Shovay keno chechay rajay ‘hukka hua’ bole?
    Montri keno kolshi bajay boshe rajar kole?
    Shinghashone jholay keno bhanga botol shishi?
    Kumro niye cricket khele kon rajar pishi?
    Rajar khuro nachen keno hukkor mala pore?
    Emon keno ghotche ta keu bolte paro more?

    See less
    • 1
  6. অঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যঃ গীতালি এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির-প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন; যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ-মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হে মোর অতিথি যত। তোমরা এRead more

    অঞ্জলি

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যঃ গীতালি

    এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির-প্রাঙ্গণে
    যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে
    সায়াহ্নের শেষ আয়োজন; যে পূর্ণ প্রণামখানি
    মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী
    জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ-মুখে
    সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে
    হে মোর অতিথি যত। তোমরা এসেছ এ জীবনে
    কেহ প্রাতে, কেহ রাতে, বসন্তে, শ্রাবণ-বরিষনে;
    কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা
    এনেছিলে মোর ঘরে; দ্বার খুলে দুরন্ত ঝটিকা
    বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে
    দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে।
    আমার দেবতা নিল তোমাদের সকলের নাম;
    রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম।

     

    Poem: Anjali

    By: Rabindranath Tagore

    Ei tirtho debotar dhoronir mondir prangone
    Je pujar pushpanjoli sajainu shujatno choyone
    Shayanner shesh ayojon; Je purno pronamkhani
    Mor shara jiboner ontorer onirban bani
    Jalaye Rakhiya genu arotir shondhyadip mukhe
    Shey amar nibedon tomader shobar shommukhe
    He mor otithi jotha tomora eshecho jibone
    Keho prate, keho raate, bosonte, Srabon borishone;
    Karo haathe bina chilo, keho ba kompito dwipshikha
    Enechile mor ghore; Dar khule duronto jhotika
    Bar bar enecho prangone. jokhon giyecho chole
    Debotar podochinno rekhe gecho mor grihotole
    Amar debota nilo tomader shokoler naam;
    Rohilo pujay mor tomader shobare pronam

    See less
    • 0
  7. সূর্যমুখী ফুল - সূর্যমুখী ফুল সাধারনত শীত ঋতুতে ফোটে অর্থাৎ পৌষ ও মাঘ মাসে। কিন্তু স্থান ও জলবায়ু ভেদে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঋতুতে সূর্যমুখী ফুল ফুটে থাকে। যেমন উত্তর ভারতবর্ষে গ্রীষ্ম ও বর্ষা কালে এই ফুল দেখতে পাওয়া যায়। পৃথিবীর কোন কোন জায়গায় আবার শরত কালেও সূর্যমুখী ফুল ফুটে থাকে। -

    সূর্যমুখী ফুল

    – সূর্যমুখী ফুল সাধারনত শীত ঋতুতে ফোটে অর্থাৎ পৌষ ও মাঘ মাসে। কিন্তু স্থান ও জলবায়ু ভেদে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঋতুতে সূর্যমুখী ফুল ফুটে থাকে। যেমন উত্তর ভারতবর্ষে গ্রীষ্ম ও বর্ষা কালে এই ফুল দেখতে পাওয়া যায়। পৃথিবীর কোন কোন জায়গায় আবার শরত কালেও সূর্যমুখী ফুল ফুটে থাকে।

    See less
    • 0
  8. কৃত্রিম বুদ্ধিমত্তাঃ - কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial intelligence  হল মেশিন বা কম্পিউটার দ্বারা প্রদর্শিত বুদ্ধিমত্তা। - কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)। তাঁর গবেষণার  'চার্চ-টুরিং থিসিস' থেকে এর সুত্রপাত ঘটে।

    কৃত্রিম বুদ্ধিমত্তাঃ

    – কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial intelligence  হল মেশিন বা কম্পিউটার দ্বারা প্রদর্শিত বুদ্ধিমত্তা।

    – কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)। তাঁর গবেষণার  ‘চার্চ-টুরিং থিসিস’ থেকে এর সুত্রপাত ঘটে।

    See less
    • 0
  9. বাংলা অর্থ: - To err is human এর বাংলা অর্থ হল "মানুষ মাত্রেই ভুল" এবং "To forgive is divine" ক্ষমা করা স্বর্গীয় । - অর্থাৎ কোন মানুষই  দোষশূন্য নয়, নির্ভুল নয়। মানুষ ভুল করতেই পারে। কিন্তু কেউ ভুল করলে ক্ষমা করে দেওয়া মহান কাজ কেননা ক্ষমা করা ঈশ্বরের স্বভাব। - এই ইংরাজি বাক্যটি বলেছিলেন ইংরাজি সাহRead more

    বাংলা অর্থ:

    – To err is human এর বাংলা অর্থ হল “মানুষ মাত্রেই ভুল” এবং “To forgive is divine” ক্ষমা করা স্বর্গীয় ।

    – অর্থাৎ কোন মানুষই  দোষশূন্য নয়, নির্ভুল নয়। মানুষ ভুল করতেই পারে। কিন্তু কেউ ভুল করলে ক্ষমা করে দেওয়া মহান কাজ কেননা ক্ষমা করা ঈশ্বরের স্বভাব।

    – এই ইংরাজি বাক্যটি বলেছিলেন ইংরাজি সাহিত্যিক Alexander Pope তার  An Essay on Criticism নামক একটি লেখায়।

    See less
    • 0
  10. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় লেখকঃ বিলাল হুসাইন নুরী যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায়না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায়না। রাতের আঁধারে যারা সেজদাতে রয় দুচোখের অশ্রুতে নদী যেন বয় , ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না দ্বীন কায়েমের পথে যারা অবিRead more

    যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়

    লেখকঃ বিলাল হুসাইন নুরী

    যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
    তারা কভু পথ ভুলে যায়না,
    আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
    কারো কাছে কোনো কিছু চায়না।

    রাতের আঁধারে যারা সেজদাতে রয়
    দুচোখের অশ্রুতে নদী যেন বয় ,
    ছলনার হাতছানি যতই আসুক
    পেছনে ফিরেও তাকায় না

    দ্বীন কায়েমের পথে যারা অবিচল
    তারা হলো আল্লাহর প্রিয়জন,
    বাতিলের কাছে যারা হার মানেনা
    সংগ্রাম করে যায় আমরণ।

    হেরার আলোতে যার হৃদয় রঙিন
    হাতে আল কুরআনের দীপ্ত সঙিণ,
    সত্যের পথে যারা নিবেদিত প্রাণ
    শত্রুকে কভু ভয় পায়না

    Jader Hridoye Ache Allahr Bhoy Lyrics in English

    Those who fear Allah
    They never forget the right path
    The don’t seek anything but love of Allah
    In this fragile world.

    They remain in prayers of Allah in the darkest time of the night
    Tears runs like river from their eyes.
    Whatever comes in deception
    Can never take their attention

     

    See less
    • -1