1. নববর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থঃ চিত্রা নিশি অবসানপ্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত! আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার, সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবারRead more

    নববর্ষে

    রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থঃ চিত্রা

    নিশি অবসানপ্রায়, ওই পুরাতন
    বর্ষ হয় গত!
    আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
    করিলাম নত।
    বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,
    ক্ষমা করো আজিকার মতো
    পুরাতন বরষের সাথে
    পুরাতন অপরাধ যত।

    আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন
    অন্তরে আমার,
    সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন
    ভুলিব আবার।
    তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখিপাতে
    অধমের করিয়ো বিচার।
    আজি নব-বরষ-প্রভাতে
    ভিক্ষা চাহি মার্জনা সবার।

    আজ চলে গেলে কাল কী হবে না-হবে
    নাহি জানে কেহ,
    আজিকার প্রীতিসুখ রবে কি না-রবে
    আজিকার স্নেহ।
    যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে,
    অন্ধকারে ঢেকে যায় গেহ–
    আজ এসো নববর্ষদিনে
    যতটুকু আছে তাই দেহ।

    বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমা তার নাই,
    কত দেশ আছে!
    কোথা হতে কয় জনা হেথা এক ঠাঁই
    কেন মিলিয়াছে?
    করো সুখী, থাকো সুখে প্রীতিভরে হাসিমুখে
    পুষ্পগুচ্ছ যেন এক গাছে–
    তা যদি না পার চিরদিন,
    একদিন এসো তবু কাছে।

    সময় ফুরায়ে গেলে কখন আবার
    কে যাবে কোথায়,
    অনন্তের মাঝখানে পরস্পরে আর
    দেখা নাহি যায়।
    বড়ো সুখ বড়ো ব্যথা চিহ্ন না রাখিবে কোথা,
    মিলাইবে জলবিম্ব প্রায়–
    একদিন প্রিয়মুখ যত
    ভালো করে দেখে লই আয়!

    আপন সুখের লাগি সংসারের মাঝে
    তুলি হাহাকার!
    আত্ম-অভিমানে অন্ধ জীবনের কাজে
    আনি অবিচার!
    আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ
    এ জীবনে যা আছে আমার।
    তোমরা যা দিবে তাই লব,
    তার বেশি চাহিব না আর।

    লইব আপন করি নিত্যধৈর্যতরে
    দুঃখভার যত,
    চলিব কঠিন পথে অটল অন্তরে
    সাধি মহাব্রত।
    যদি ভেঙে যায় পণ, দুর্বল এ শ্রান্ত মন
    সবিনয়ে করি শির নত
    তুলি লব আপনার ‘পরে
    আপনার অপরাধ যত!

    যদি ব্যর্থ হয় প্রাণ, যদি দুঃখ ঘটে–
    ক’দিনের কথা!
    একদা মুছিয়া যাবে সংসারের পটে
    শূন্য নিষ্ফলতা।
    জগতে কি তুমি একা? চতুর্দিকে যায় দেখা
    সুদুর্ভর কত দুঃখব্যথা।
    তুমি শুধু ক্ষুদ্র একজন,
    এ সংসারে অনন্ত জনতা।

    যতক্ষণ আছ হেথা স্থিরদীপ্তি থাকো,
    তারার মতন।
    সুখ যদি নাহি পাও, শান্তি মনে রাখো
    করিয়া যতন।
    যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পার যদি,
    পরাভব করে আক্রমণ,
    কেমনে মরিতে হয় তবে
    শেখো তাই করি প্রাণপণ।

    জীবনের এই পথ, কে বলিতে পারে
    বাকি আছে কত?
    মাঝে কত বিঘ্নশোক, কত ক্ষুরধারে
    হৃদয়ের ক্ষত?
    পুনর্বার কালি হতে চলিব সে তপ্ত পথে,
    ক্ষমা করো আজিকার মতো–
    পুরাতন বরষের সাথে
    পুরাতন অপরাধ যত।

    ওই যায়, চলে যায় কালপরপারে
    মোর পুরাতন।
    এই বেলা, ওরে মন, বল্ অশ্রুধারে
    কৃতজ্ঞ বচন।
    বল্ তারে– দুঃখসুখ দিয়েছ ভরিয়া বুক,
    চিরকাল রহিবে স্মরণ,
    যাহা-কিছু লয়ে গেলে সাথে
    তোমারে করিনু সমর্পণ।

    ওই এল এ জীবনে নূতন প্রভাতে
    নূতন বরষ–
    মনে করি প্রীতিভরে বাঁধি হাতে হাতে,
    না পাই সাহস।
    নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু–
    এসো এসো নূতন দিবস!
    ভরিলাম পুণ্য অশ্রুজলে
    আজিকার মঙ্গলকলস।

     

    নববর্ষ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত আরও কয়েকটি কবিতা এখানে দেখুন

    Poem : Noboborsho

    By : Rabindranath Tagore

    Nishi oboshanpray, Oi puratan
    Borsho hoy goto
    Ami aji dhulitole e jirno jibon
    KOrilam Noto
    Bandhu how, Shatru ho, Jekhane je keho ro
    Khoma koro ajikar moto
    Puraton borosher sathe
    Puraton oporadh joto

    Aji badhiteche boshi shonkolpo natun
    Antore amar
    songsare firiya giya hoyto kokhon
    Bhulibo abar
    Takhan kothin ghate eno osru akhipate
    Odhomer koriyo bichar
    Aji nababorsho probhate
    Vikkha chahi marjona shobar

    Aaj chole gele kal ki hobe na hobe
    Nahi jane keho
    Ajikar priti shukh robe kina robe
    Aajikar sneho
    jatatuku alo aacha kal nibhe jay pache
    Ondhokare dheke jay geho
    Ajo esho Nababarsho dine
    Jatatuku aache tai deho

    Bistirno e bishwabhumi shima tar nai
    Koto desh aache
    Kotha hote koy jona hetha ek thai
    keno miliyache?
    Koro shukhi, Takho shukhe pritibhore hashimukhe
    Pushpo jeno ek gache
    Ta jodi na par chirodin
    Ekdin esho tabu kache

    Shomoy FUraye gele kokhon abar
    Ke jabe kuthay
    Ononter majhkhane prospore ar
    Dekha nahi jay
    Boro sukh boro byatha chinno na rakhibe kutha
    Milaibe jolobimbo pray
    Ekdin Priyomukh jata
    Bhalo kore dekhe loi aay

    Apon sukher lagi songsharer majhe
    Tuli hahakar
    Atmo-obhimane ondho jiboner kaje
    Ani obichar
    Aji kori pronopon korilam shomorpon
    E jibone ja aache amar
    Tomra ja dibe tai lobo
    Tar beshi chahibo na ar

    Loibo apon kori nityodhoirjotore
    Dukkhobhar joto
    Cholibo kothin pothe otol ontore
    sadhi mohabroto
    Jodi venge jay pon, durbol e shanto mon
    Shobinoye kori shiro noto
    Tuli lobo aponar pore
    Aponar oporadh jato

    Jodi bertho hoy pran, jodi dukkho ghote
    kodiner kotha
    Ekoda muchiya jabe shongsharer pote
    Shunno nishfolota
    Jogote ki tumi eka? choturdike dekha jay
    Shu durbhor koto dukkho byatha
    Tumi shudhu khudro ekjon
    E shongshare ononto janata

     

    See less
    • 0
  2. Hello, The quote “You Can’t Soar Like An Eagle When You Surround Yourself With Turkeys” basically means  "if you want to make something positive in your life, then spend your time with the best people you can". Equivalent to that saying I don't think there is any exact saying exist in Bengali. But aRead more

    Hello, The quote “You Can’t Soar Like An Eagle When You Surround Yourself With Turkeys” basically means  “if you want to make something positive in your life, then spend your time with the best people you can”. Equivalent to that saying I don’t think there is any exact saying exist in Bengali. But as far I know there is a proverb in Bengali, it says “সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ” which mean “A man is known by the company he keeps”. Another saying in Bengali, which says “কষ্ট না করলে কেষ্ট মেলে না”  Which means “No pains no gains or No sweat, no sweet”.

    But if I translate the saying it will be like this “জীবনে ইতিবাচক সাফল্য চাইলে তোমাকে নেতিবাচক মানুষের সঙ্গ পরিহার করতে হবে।

    See less
    • 0
  3. শীতকালে যেসব সবজি চাষ করা যায় সেগুল হলঃ ১। ফুলকপি (cauliflower) ২। বাধাকপি (cabbage) ৩। গাজর ( Carrots) ৪। ওলকপি (turnip) ৫। মটরশুঁটি (Peas) ৬। সিম (Bean) ৭। লাউ শাক (Pumpkin leaf) ৮। টমেটো (Tomato) ৯। বেগুন (Eggplant) ১০। আলু (Potato)  

    শীতকালে যেসব সবজি চাষ করা যায় সেগুল হলঃ

    ১। ফুলকপি (cauliflower)

    ২। বাধাকপি (cabbage)

    ৩। গাজর ( Carrots)

    ৪। ওলকপি (turnip)

    ৫। মটরশুঁটি (Peas)

    ৬। সিম (Bean)

    ৭। লাউ শাক (Pumpkin leaf)

    ৮। টমেটো (Tomato)

    ৯। বেগুন (Eggplant)

    ১০। আলু (Potato)

     

    See less
    • 0
  4. বর্ষাকালীন সবজিঃ ১। ঝিঙা ২। করলা ৩। কাঁকরোল ৪। বরবটি ৫। শসা ৬। ঢেঁড়শ ৭। পুঁইশাক ৮। পটল ৯। চাল কুমড়া ১০। পাটশাক  

    বর্ষাকালীন সবজিঃ

    ১। ঝিঙা

    ২। করলা

    ৩। কাঁকরোল

    ৪। বরবটি

    ৫। শসা

    ৬। ঢেঁড়শ

    ৭। পুঁইশাক

    ৮। পটল

    ৯। চাল কুমড়া

    ১০। পাটশাক

     

    See less
    • 0
  5. সারা বছর পাওয়া যায় এমন ফলের সংখ্যা প্রচুর যেমনঃ ১। পেঁপে ২। নারিকেল ৩। লেবু ৪। ডালিম ৫। কলা  

    সারা বছর পাওয়া যায় এমন ফলের সংখ্যা প্রচুর যেমনঃ

    ১। পেঁপে

    ২। নারিকেল

    ৩। লেবু

    ৪। ডালিম

    ৫। কলা

     

    See less
    • 0
  6. ৫ টি বর্ষাকালের ফলের নাম: 1. পেয়ারা (Guava) 2. জাম্বুরা (Pomelo) 3. আমলকি (Indian gooseberry) 4. ন্যাসপাতি (pear) 5. জাম (Java plum)    

    ৫ টি বর্ষাকালের ফলের নাম:

    1. পেয়ারা (Guava)

    2. জাম্বুরা (Pomelo)

    3. আমলকি (Indian gooseberry)

    4. ন্যাসপাতি (pear)

    5. জাম (Java plum)

     

     

    See less
    • 0
  7. নবী মোর পরশ মনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেইজন সেইতো দো-জাহানের ধনী ওই নামে সুর ধরিয়া.. পাখি যায় গান করিয়া.. সে নামে মজনু হইলো মাওলা আমার কাদের গনি সে নামে মধু মাখা সে নামে যাদু রাখা ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী। নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তারই নূরেরRead more

    নবী মোর পরশ মনি

    নবী মোর পরশ মনি
    নবী মোর সোনার খনি
    নবী নাম জপে যেইজন
    সেইতো দো-জাহানের ধনী

    ওই নামে সুর ধরিয়া..
    পাখি যায় গান করিয়া..
    সে নামে মজনু হইলো
    মাওলা আমার কাদের গনি
    সে নামে মধু মাখা
    সে নামে যাদু রাখা

    ওই নামে আকুল হয়ে ফুল
    ফোটে সোনার বরণী।

    নবী মোর নূরে খোদা
    তার তরে সকল পয়দা
    আদমের কলবেতে
    তারই নূরের রওশানী

    চাঁদ সুরুজ গ্রহ তারা
    তারই নুরের ইশারা

    নইলে যে অন্ধকারে
    ডুবিত এই ধরণী

    নিদানে আখেরাতে
    ত্বরাইতে ফুল ছিড়াতে

    কান্ডারি হইয়া নবী
    পার করিবে সেই ত্বরনি

    নবী মোর পরশ মনি
    নবী মোর সোনার খনি.
    নবী নাম জপে যেইজন
    সেইতো দো-জাহানের ধনী

    Lyrics: Nobi Mor Porosh Moni

    Nabi mor poroshmoni
    Nabi mor shonar khoni
    Nabi Naam jope jejon
    Shei to dujahaner dhoni

    Oi naame shur dhoriya
    Pakhi jay gaan koriya
    She naame maju hoilo
    Moula amar kader goni

    She naame madhu makha
    She naame jadu rakha
    Oi naame aakul hoye fool
    Fote sonar baroni

    Nabi mor nure khuda
    Tar tore shokol poyda
    Adomer kolbete
    taroi nurer roushoni

    Chad suruj groho tara
    Taroi nurer ishara
    Noile je ondhokare
    Dubito ei dhoroni

    Nidane akhirate
    toraite Ful chirate
    Kandari hoiya nabi
    Paar koribe shei tarani

     

     

    See less
    • 0
  8. সিলেটি - সিলেটি ভাষায় "আমি তোমাকে ভালবাসি" এই বাক্যটিকে এভাবে বলে " আমি তোমারে ভালাপাই" "তোমারে আমার ভালালাগে" আরও বলা যায় যেমন "তোমারে আমার মন ধরছে" "তুমি আমার জানর টুকরা" ইত্যাদি।

    সিলেটি

    – সিলেটি ভাষায় “আমি তোমাকে ভালবাসি” এই বাক্যটিকে এভাবে বলে ” আমি তোমারে ভালাপাই” “তোমারে আমার ভালালাগে” আরও বলা যায় যেমন “তোমারে আমার মন ধরছে” “তুমি আমার জানর টুকরা” ইত্যাদি।

    See less
    • 0
  9. সিলেটি - কেমন আছ? কে যদি সিলেটীতে বলা হয় তাইলে হবে "কিতা খবর?" বা "কিতা কররায়" অথবা "ভালা আছনি" - কিতা অর্থাৎ কি, কররায় অর্থাৎ করিতেছ, আবার আছনি অর্থ আছেন। - সুতরাং "ভালা আছনি" অর্থ হবে আপনি কি ভাল আছেন?

    সিলেটি

    – কেমন আছ? কে যদি সিলেটীতে বলা হয় তাইলে হবে “কিতা খবর?” বা “কিতা কররায়” অথবা “ভালা আছনি”

    – কিতা অর্থাৎ কি, কররায় অর্থাৎ করিতেছ, আবার আছনি অর্থ আছেন।

    – সুতরাং “ভালা আছনি” অর্থ হবে আপনি কি ভাল আছেন?

    See less
    • 0
  10. সিলেটি ভাষায় - সিলেটি ভাষায় পুরি মানে মেয়ে। সিলেটি ভাষায় ছেলেকে বলে পুয়া এবং মেয়েকে বলে পুড়ি। - সিলেটের আবার কোথাও কোথাও ছেলেকে ছুগরা এবং মেয়েকে ছুগরি বলা হয়। যা সাধারনত হিন্দুস্থানি ভাষা থেকেই আগত।  

    সিলেটি ভাষায়

    – সিলেটি ভাষায় পুরি মানে মেয়ে। সিলেটি ভাষায় ছেলেকে বলে পুয়া এবং মেয়েকে বলে পুড়ি।

    – সিলেটের আবার কোথাও কোথাও ছেলেকে ছুগরা এবং মেয়েকে ছুগরি বলা হয়। যা সাধারনত হিন্দুস্থানি ভাষা থেকেই আগত।

     

    See less
    • 0