1. lol বাংলা অর্থঃ - Lol এর full form বা পূর্ণরূপ হচ্ছে "Laugh out loud" - ইহার বাংলা অর্থ জোরে হাসা বা চিৎকার করিয়া হাসা। - ইহার ব্যবহার সামাজিক মাধ্যমে কথা বলার সময় বা chat/text করার সময় informal বা অনানুষ্ঠানিক ভাবে হয়ে থাকে।   উদাহরনঃ - lol, Anil was pranked so bad (হাঁ হাঁ হাঁ অনিল কে খুব বাজRead more

    lol বাংলা অর্থঃ

    – Lol এর full form বা পূর্ণরূপ হচ্ছে “Laugh out loud”

    – ইহার বাংলা অর্থ জোরে হাসা বা চিৎকার করিয়া হাসা।

    – ইহার ব্যবহার সামাজিক মাধ্যমে কথা বলার সময় বা chat/text করার সময় informal বা অনানুষ্ঠানিক ভাবে

    হয়ে থাকে।

     

    উদাহরনঃ

    – lol, Anil was pranked so bad (হাঁ হাঁ হাঁ অনিল কে খুব বাজে ভাবে তামাশা বানানো হল)

    – Lol, last night I dreamt of becoming millionaire.(গতকাল রাতে আমি কোটিপতি হওয়ার সপ্ন দেখলাম হাঁ হাঁ হাঁ )

    See less
    • 0
  2. tbh বাংলা অর্থ: - Tbh এর full form বা পূর্ণরূপ হচ্ছে "To be Honest" - ইহার অর্থ হচ্ছে "সত্যি বলতে" বা "সত্যি বলতে গেলে" - ইহার ব্যবহার সামাজিক মাধ্যমে কথা বলার সময় বা chat/text করার সময় হয়ে থাকে।   উদাহরণঃ - tbh it was a fantastic match. (সত্যি বলতে গেলে ইহা একটি অসাধারন ম্যাচ ছিল) - tbh he isRead more

    tbh বাংলা অর্থ:

    – Tbh এর full form বা পূর্ণরূপ হচ্ছে “To be Honest”

    – ইহার অর্থ হচ্ছে “সত্যি বলতে” বা “সত্যি বলতে গেলে”

    – ইহার ব্যবহার সামাজিক মাধ্যমে কথা বলার সময় বা chat/text করার সময় হয়ে থাকে।

     

    উদাহরণঃ

    – tbh it was a fantastic match. (সত্যি বলতে গেলে ইহা একটি অসাধারন ম্যাচ ছিল)

    – tbh he is quite a gentleman despite all odds. (সত্যি বলতে গেলে সবকিছুর পরেও তিনি নিতান্ত এক  ভদ্রলোক)

    See less
    • 0
  3. আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলো তুলে আনো, বাগানে বসাও আমাদের দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজ টুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে…. তাই বলি, গাছ তুলে আনোRead more

    আমি দেখি

    শক্তি চট্টোপাধ্যায়

    গাছগুলো তুলে আনো, বাগানে বসাও
    আমাদের দরকার শুধু গাছ দেখা
    গাছ দেখে যাওয়া
    গাছের সবুজ টুকু শরীরে দরকার
    আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার

    বহুদিন জঙ্গলে কাটেনি দিন
    বহুদিন জঙ্গলে যায়নি
    বহুদিন শহরেই আছি
    শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়
    সবুজের অনটন ঘটে….

    তাই বলি, গাছ তুলে আনো
    বাগানে বসাও আমি দেখি
    চোখ তো সবুজ চায়!
    দেহ চায় সবুজ বাগান
    গাছ আনো , বাগানে বসাও।
    আমি দেখি ।।

    Ami Dekhi Poem by Shakti Chattopadhyay

    Gachgulo tule ano, bagane boshao
    Amader dorkar sudhu gach dekha
    Gach dekhe jawa
    Gacher sabuj tuku sorire dorkar
    Aroyogyer jonno oi sabujer vishon dorkar

    Bahudin jangole kateni din
    Bahudin jangole jayni
    Bahudin sohorei aachi
    Sohorei osukh ha kore kebol sabuj khay
    Sabujer onoton ghote

    Tai boli, gach tule ano
    Bagane boshao ami dekhi
    Chokh to sabuj chay
    Deho chay sabuj bagan
    gach ano, bagane boshao
    Ami dekhi

    See less
    • 0
  4. এক পুরনো মসজিদে ছায়াছবি - জুলফিকার গায়ক - নচিকেতা চক্রবর্তী কথা ও সুর - অনুপম রায় পরিচালক - সৃজিত মূখোপাধ্যায়   এক পুরনো মসজিদে, গান ধরেছে মুর্শিদে কলের পুতুল কলের গান, জমলো শুধু অভিমান রাজার হলো খুব অসুখ, জ্বললো বাড়ি ভাঙলো বুক রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পরবে আজ। এক পুরনো মসজিদে, গান ধরRead more

    এক পুরনো মসজিদে

    ছায়াছবি – জুলফিকার
    গায়ক – নচিকেতা চক্রবর্তী
    কথা ও সুর – অনুপম রায়
    পরিচালক – সৃজিত মূখোপাধ্যায়

     

    এক পুরনো মসজিদে,
    গান ধরেছে মুর্শিদে
    কলের পুতুল কলের গান,
    জমলো শুধু অভিমান
    রাজার হলো খুব অসুখ,
    জ্বললো বাড়ি ভাঙলো বুক
    রাজার মুকুট রাজার সাজ,
    অন্য কেউ তা পরবে আজ।
    এক পুরনো মসজিদে,
    গান ধরেছে মুর্শিদে।

    একে একে খসলো সবই,
    হাসল শুধু সিংহাসন
    হিংসা যাকে বাসল ভালো,
    মানবে কেন সেই বারন
    এক নিমেষে বন্ধু যাকে,
    ভাবলে তারও রঙ বদল
    যার হাসিতে পড়লে ধরা,
    খেলা শেষে সেও নকল
    এরই মধ্যে হাঁটছি দেখো,
    সূর্য ডোবার দিনগুলো
    এরই মধ্যে বাঁচতে শেখায়,
    ফাঁকা রাস্তার এই ধুলো।

    এক পুরনো মসজিদে,
    গান ধরেছে মুর্শিদে।
    কলের পুতুল কলের গান,
    জমলো শুধু অভিমান
    রাজার হলো খুব অসুখ,
    জ্বললো বাড়ি ভাঙলো বুক।

    এক হাতে এই জখম ঢেকে,
    বলছি হেসে সুক্রিয়া
    অন্য হাতে রাখছি ধরে,
    যুদ্ধ জেতার হাতিয়ার
    একটা হিসেব মিলল না তাই,
    রক্তে লেখা একটা রঙ
    কে খোদা কে পৌঁছে দেবে,
    কোন ঠিকানায় লিখব খাম
    এরই মধ্যে হাঁটছি দেখো,
    সূর্য ডোবার দিনগুলো
    এরই মধ্যে বাঁচতে শেখায়,
    ফাঁকা রাস্তার এই ধুলো

    এক পুরনো মসজিদে,
    গান ধরেছে মুর্শিদে।
    কলের পুতুল কলের গান,
    জমলো শুধু অভিমান
    রাজার হলো খুব অসুখ,
    জ্বললো বাড়ি ভাঙলো বুক
    রাজার মুকুট রাজার সাজ,
    অন্য কেউ তা পরবে আজ।
    এক পুরনো মসজিদে,
    গান ধরেছে মুর্শিদে ।

    Ek Purono Masjide Lyrics in English :

    Ek Purono Masjide
    Gaan dhoreche murshide
    Koler putul koler gan
    Jomlo sudhu obhiman
    Rajar holo khub osukh
    Jallo Bari, Bhanglo buk
    Rajar mukut rajar saaj
    Onnyo keu ta porbe aaj

    Ek Purono Masjide
    Gaan dhoreche murshide

    Eke eke khoshlo shobe
    Hashlo sudhu singhashan
    Hingsha jake bashlo Valo,
    Manbe keno sei baron
    Ek nimishe bandhu Jake
    Vable taro rong bodol
    Jar hashite porle dhora
    Khela seshe se o nakol
    Er e moddhe hatci dekho
    Surjo dubar dingulo,
    Er-e moddhe bachte shikhay,
    Faka rastar ei dhulo,

    Ek hate ei jakham dheke
    Bolchi heshe sukriya
    Onno hate rakhchi dhore
    Juddho jetar hatiyar
    Ekta hisheb mil-lo na tai,
    Rokte lekha ekta rong
    Ke khuda ke pouche debe
    Kun thikanay likhbo kham,

    Er-e moddhe hatci dekho
    Surjo dobar dingulo,
    Ere moddhe bachte shikhay,
    Faka rastar ei dhulo,

     

    See less
    • 0
  5. রানার সুকান্ত ভট্টাচার্য রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে, রানার ! রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার । দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার- কাজ নিয়েছে সে নতুন খবর আনার । রানার ! রানার ! জানা-অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছেRead more

    রানার

    সুকান্ত ভট্টাচার্য

    রানার ছুটেছে তাই ঝুম্‌ঝুম্ ঘন্টা বাজছে রাতে
    রানার চলেছে খবরের বোঝা হাতে,
    রানার চলেছে, রানার !
    রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার ।
    দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার-
    কাজ নিয়েছে সে নতুন খবর আনার ।

    রানার ! রানার !
    জানা-অজানার
    বোঝা আজ তার কাঁধে,
    বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে;
    রানার চলেছে, বুঝি ভোর হয় হয়,
    আরো জোরে, আরো জোরে হে রানার দু্র্বার দুর্জয় ।
    তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন,
    আরো পথ, আরো পথ – বুঝি লাল হয় ও – পূর্ব কোণ ।
    অবাক রাতের তারারা, আকাশে মিট্‌মিট্ করে চায়;
    কেমন ক’রে এ রানার সবেগে হরিণের মতো যায় !
    কত গ্রাম, কত পথ যায় স’রে স’রে –
    শহরে রানার যাবেই পৌঁছে ভোরে;
    হাতে লন্ঠন করে ঠন্‌ঠন্, জোনাকিরা দেয় আলো
    মাভৈঃ রানার ! এখনো রাতের কালো ।

    এমনি ক’রেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,
    পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে’ ।
    ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
    জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে ।
    অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে,
    ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে ।

    রানার ! রানার !
    এ বোঝা টানার দিন কবে শেষ হবে ?

    রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ?
    ঘরেতে অভাব; পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,
    পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,
    রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,
    দস্যুর ভয়, তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে ।
    কত চিঠি লেখে লোকে –
    কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে ।
    এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও,
    এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ,
    এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে,
    এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে ।
    দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি, –
    এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি –
    রানার ! রানার ! কি হবে এ বোঝা ব’য়ে ?
    কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে ?
    রানার ! রানার ! ভোর তো হয়েছে – আকাশ হয়েছে লাল
    আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল ?

    রানার ! গ্রামের রানার !
    সময় হয়েছে নতুন খবর আনার;
    শপথের চিঠি নিয়ে চলো আজ
    ভীরুতা পিছনে ফেলে –
    পৌঁছে দাও এ নতুন খবর,
    অগ্রগতির ‘মেলে’,
    দেখা দেবে বুঝি প্রভাত এখুনি –
    নেই, দেরি নেই আর,
    ছুটে চলো, ছুটে চলো আরো বেগে
    দুর্দম, হে রানার ॥

    Runner Chuteche Lyrics in Bengali

    Poem- Runner

    Poet- Sukanta Bhattacharya

    Ranar chuṭeche ta’i jhumjhum ghanṭa bajche rate
    Ranar choleche khoborer boja hate,
    Ranar choleche, Ranar!
    Ratrir pathe pathe chole kono nisedh jane na manar.
    Diganta theke digante choṭe ranar-
    Kaj niyeche se natun khobor anar.

    Ranar! Ranar!
    Jana-Ajanar
    Boja aj tar kadhe,
    Bojha’i jahaj ranar choleche chiti ar sangbade;
    Ranar choleche, bujhi bhor hoy hoy,
    Aro jore, aro jore he ranar durbar durjay.
    Tar jibaner shopner moto piche sore jay ban,
    Aro path, aro path – bujhi lal hoy o– pūrba koṇ.
    Obak rater tarara, akashe mitmit kare chay;
    Kemon kore-e ranar sobege hariṇer moto jay!
    Koto gram, koto path jay sa’re sa’re –
    Sahore ranar jabe’i pauche bhore;
    Hate lanṭhan kore ṭhanṭhan, jonakira dey alo
    Mabhaiḥ ranar! Ekhano rater kalo.

    Emani kore’i jibaner bahu bacharke pichu fele,
    Pr̥ithibir boja khudhita ranar pauche diyeche ‘mele’.
    Klantashash chuyeche akash, maṭi bhije geche ghame
    Jibaner sab ratrike ora kineche olpo dame.
    Onek duḥkhe, bahu bedonay, abhimane, onurage,
    Ghore tara priya eka sajjay binidra rat jage.

    Ranar! Ranar!
    E boja ṭanar din kobe sesh hobe?

    Rata sesh hoye sūrja uṭhbe kobe?
    Ghorete obhab; pr̥ithibiṭa ta’i mone hoy kalo dhowa,
    Piṭhete ṭakar boja, tabu e’i ṭakake jabe na chowa,
    Rata nirjan, pathe kata bhoy, tabu’o ranar choṭe,
    Dasyur bhoy, taro cheẏe bhoy kokhan surya oṭhe.
    Koto ciṭhi lekhe loke –
    koto sukhe, preme, abege, smr̥itite, koto duḥkhe o sukhe.
    Er duḥkher ciṭhi paṛbe na jani ke’u kono din’o,
    Er jiboner dukko kebol janbe pother tr̥iṇa,
    Er dukker kotha janbe na ke’u Sahare o grame,
    Er kotha ḍhaka poṛe thakabe’i kalo ratrir khame.
    Darade tarar chokh kape miṭimiṭi, –
    E-ke je bhorer akash paṭhabe sohanubhutir ciṭhi –
    Ranar! Ranar! Ki hobe e boja boye?
    Ki hobe khudhar klantite khaye khaye?
    Ranar! Ranara! Bhor to hoẏeche – akash hoyeche lal
    Alor sparshe kobe keṭe jabe e’i duḥkher kal?

    Ranar! Gramer ranar!
    Samay hoyeche natun khabar anar;
    Sapather ciṭhi niye cholo aj
    Bhiruta pichone fele –
    Pauche da’o e natun khobar,
    Agragatir ‘mele’,
    Dekha debe bujhi prabhat ekhuni –
    Ne’i, deri ne’i ar,
    Chuṭe cholo, chuṭe cholo aro bege
    Durdam, he ranar.

    See less
    • 0
  6. আসলে কেউ বড়ো হয় না শক্তি চট্টোপাধ্যায় আসলে কেউ বড়ো হয় না, বড়োর মত দেখায়, নকলে আর আসলে তাকে বড়োর মত দেখায় গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোটো, সোনার তাল তাংড়ে ধরে পেয়েছো ধূলিমুঠো। ভালবাসার দীঘিতে কত করেছো অবগাহন পেয়েছ সুখ দু:খ আর ছলে ভোলানো দাহ পুড়েছো বনে মালার মতো, যাওনি তবু ছেড়ে যতক্ষণ স্মৃতি আড়াRead more

    আসলে কেউ বড়ো হয় না

    শক্তি চট্টোপাধ্যায়

    আসলে কেউ বড়ো হয় না, বড়োর মত দেখায়,
    নকলে আর আসলে তাকে বড়োর মত দেখায়
    গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোটো,
    সোনার তাল তাংড়ে ধরে পেয়েছো ধূলিমুঠো।

    ভালবাসার দীঘিতে কত করেছো অবগাহন
    পেয়েছ সুখ দু:খ আর ছলে ভোলানো দাহ
    পুড়েছো বনে মালার মতো, যাওনি তবু ছেড়ে
    যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে।

    আসলে তুমি ক্ষুদ্র ছোটো, ফুলের মতো বাগানে ফোটো
    বিরহে যদি দাঁড়িয়ে ওঠো, ভূতের মতো দেখায়!
    গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোটো।

     

    Asole Keu Boro Hoy Na

    Shakti Chattopadhyay

    Asole keu boro hoy na, boror moto dekhay
    Nakale ar asole take boror moto dekhay
    Gacher kache giye darao, dekhbe koto choto
    Sonar tal tangre dhore peyecho dhulimutho

    Valobashar dighite koto korcho abogahon
    Peyecho shukh dukh ar chole bhulano daho
    Purecho bone malar moto, jaoni tabu chere
    Jatakkhon sriti aral niyecho take kere

    Asole tumi khudra chuto, Fuler moto bagane futo
    Birohe jadi dariye utho, bhuter moto dekhay
    Gacher kache giye darao, dekhbe koto choto

     

     

    See less
    • 0
  7. গান -ঘুম ঘুম ক্লাসরুম গায়ক - উপল সেনগুপ্ত ও পরমা ব্যান্ড -চন্দ্রবিন্দু লিরিক্স - অনিন্দ চট্টোপাধ্যায়   চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টিএলোমেলো আড্ডা, চায়ের গেলাসঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলাডাকছে আমাকে, তোমার আকাশঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলাডাকছে আমাকে, তোমার আকাশনীল নির্বাসন, নীল নির্বাসRead more

    গান -ঘুম ঘুম ক্লাসরুম

    গায়ক – উপল সেনগুপ্ত ও পরমা

    ব্যান্ড -চন্দ্রবিন্দু

    লিরিক্স – অনিন্দ চট্টোপাধ্যায়

     

    চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি
    এলোমেলো আড্ডা, চায়ের গেলাস
    ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
    ডাকছে আমাকে, তোমার আকাশ
    ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
    ডাকছে আমাকে, তোমার আকাশ
    নীল নির্বাসন, নীল নির্বাসন
    নীল নির্বাসন, নীল নির্বাসন

    এমনও সকাল হয় অবিরত অপচয়
    ছাইদানী ভরা থাকে মরা আগুনে
    যাও মেঘ বলে দাও আমি ভালো নেই।

    জেগে থাকে কথা ক্যান্টিন কোণ
    ভোরে বেজে ওঠে যে টেলিফোন
    ফুলে ঢাকা পথ হোক নির্জন
    একা পথ পড়ে আছে নির্ঝুম
    ফাঁকা ক্লাসরুম, পাশে খোলা জানলা
    ডাকছে আমাকে, তোমার আকাশ
    ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানালা
    ডাকছে আমাকে, তোমার আকাশ

    নীল নির্বাসন, নীল নির্বাসন
    নীল নির্বাসন, নীল নির্বাসন

    এমনও বিকেল আসে,
    তুমি যাও বাইপাসে
    অচেনা লোকাল বাসে সন্ধ্যে কাবার
    যাও পথ খুঁজে নাও পথ পালাবার।

    মনে পড়ে যায় গত জন্মের পাপ
    শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ
    তুমি নতমুখে মেনে নিলে অভিশাপ
    সাদা হিমঘর জুড়ে শীত ঘুম
    ফাঁকা ক্লাসরুম, পাশে খোলা জানালা
    ডাকছে আমাকে, তোমার আকাশ
    ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানালা
    ডাকছে আমাকে, তোমার আকাশ

    চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি
    এলোমেলো আড্ডা, চায়ের গেলাস
    ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
    ডাকছে আমাকে, তোমার আকাশ
    ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা
    ডাকছে আমাকে, তোমার আকাশ
    নীল নির্বাসন, নীল নির্বাসন
    নীল নির্বাসন, নীল নির্বাসন

     

    Singer – Upal Sengupta And Poroma
    Song: Ghum Ghum Classroom 
    Band Name – Chandrabindoo
    Lyrics – Anindya Chattopadhyay

     

    Chena mukh chuye thaka drishti
    Elomelo adda chayer glass
    Ghum ghum classroom Pashe khula janla
    Dakche aamake tomar aakash
    Neel nirbashon, Neel nirbason (*2)

    Emono shokal hoy obiroto opochoy
    Chai-dani bhora thake mora aagune
    Jao megh bole dao ami bhalo nei

    Jege thake kotha canteen kon
    Bhure beje uthe je telephone
    Fule dhaka poth hok nirjon
    Eka poth pore ache nijhum

    Emono bikal aashe,
    Tumi jao baipase
    Ochena local bus e shondhe kabar
    jao poth khuje nao poth palabar

    Mone pore jay gata janmer pap
    Shorire royeche chena shorirer chap
    Tumi noto mukhe mene nile ovishap
    Shada himghar jure shit ghum
    Faka classroom, pashe khula janala
    Dakche amake, Tumar aakash
    Ghum ghum classroom Pashe khula janla
    Dakche aamake tomar aakash

     

    See less
    • 0
  8. idgaf বাংলা অর্থ - ইহা ইন্টারনেটের দুনিয়ায় বহুল প্রচলিত একটি শব্দ যা এসেছে idgaf (I don't give a f**k) থেকে। - ইহার অর্থ "আমি কোন পরোয়া করি না"  - ইহা যখন কেউ আপনাকে এমন কোনও বিষয় সম্পর্কে বিরক্ত করছে এবং আপনি সেই বিষয়ে মোটেই পরোয়া করেন না বা  কোন মুল্য দেন না তখন বলা হয়।   উদাহরনঃ First perRead more

    idgaf বাংলা অর্থ

    – ইহা ইন্টারনেটের দুনিয়ায় বহুল প্রচলিত একটি শব্দ যা এসেছে idgaf (I don’t give a f**k) থেকে।

    – ইহার অর্থ “আমি কোন পরোয়া করি না” 

    – ইহা যখন কেউ আপনাকে এমন কোনও বিষয় সম্পর্কে বিরক্ত করছে এবং আপনি সেই বিষয়ে মোটেই পরোয়া করেন না বা  কোন মুল্য দেন না তখন বলা হয়।

     

    উদাহরনঃ

    First person – Hi, do you know what Sam has done in party?

    Second person- Idgaf about that.

    See less
    • 0
  9. Rofl বাংলা অর্থ -ইহা ইন্টারনেটের দুনিয়ায় বহুল প্রচলিত একটি শব্দ যা এসেছে rofl (Rolling On Floor Laughing) থেকে। -ইহা যখন কার কাছে কোনও কিছু অত্যধিক হাস্যকর মনে হয় তখন ব্যবহার হয়। -ইহা বিশেষ করে chat করার সময় বা সামাজিক মধ্যমে (facebook, instagram, whatsapp) ইত্যাদিতে সচরাচর ব্যাবহার করা হয় । -যে কোনRead more

    Rofl বাংলা অর্থ

    -ইহা ইন্টারনেটের দুনিয়ায় বহুল প্রচলিত একটি শব্দ যা এসেছে rofl (Rolling On Floor Laughing) থেকে।

    -ইহা যখন কার কাছে কোনও কিছু অত্যধিক হাস্যকর মনে হয় তখন ব্যবহার হয়।

    -ইহা বিশেষ করে chat করার সময় বা সামাজিক মধ্যমে (facebook, instagram, whatsapp) ইত্যাদিতে সচরাচর ব্যাবহার করা হয় ।

    -যে কোন “formal” কথা বার্তায় বা লেখা লেখির ক্ষেত্রে ইহা ব্যাবহার করা বাঞ্ছনীয়।

     

    See less
    • 0
  10. সমাজসেবা ও ছাত্রসমাজ অথবা জনসেবা ও ছাত্রসমাজ   ভূমিকা : মানুষ একপ্রকার সামাজিক প্রাণী। সমাজের সদস্য হিসাবে তাকে সমাজের জন্য নির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। আর এই সামাজিক প্রাণী হয়ে উঠার আসল প্রশিক্ষণ শুরু একটি মানুষের ছাত্রজীবন থেকে। তাই যুগ যুগ ধরে ছাত্রসমাজ সুস্থ সমাজ গঠনে এবRead more

    সমাজসেবা ও ছাত্রসমাজ

    অথবা

    জনসেবা ও ছাত্রসমাজ

     

    ভূমিকা : মানুষ একপ্রকার সামাজিক প্রাণী। সমাজের সদস্য হিসাবে তাকে সমাজের জন্য নির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। আর এই সামাজিক প্রাণী হয়ে উঠার আসল প্রশিক্ষণ শুরু একটি মানুষের ছাত্রজীবন থেকে। তাই যুগ যুগ ধরে ছাত্রসমাজ সুস্থ সমাজ গঠনে এবং জনকল্যাণে এক অগ্রণী ভুমিকা পালন করেছে এবং অত্যাচার, অন্যায়, অবিচার ও শােষণের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়িয়েছে।

    সমাজ ও সমাজসেবা : একটি সমাজ সর্বস্থরের মানুষ দ্বারা গঠিত হয় । সেখানে প্রত্যেক মানুষ একে অন্যের উপর নির্ভরশীল হয় এবং এই ক্ষেত্রে ছাত্ররাও ভিন্ন নয়। আমরা সমাজে বাস করছি, সামাজিক সমস্যা সম্পর্কে আমরা অবগত।আমরা জানি যে নগরে আগুন লাগলে দেবালয় তা থেকে রক্ষা পায় না । সুতরাং দেবালয়কে বাঁচাতে হলে আমাদের আগুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা যদি নিতে হয়, তা হলে ছাত্র হলেও কিছু সামাজিক দায়িত্ব কাধে তুলে নিতেই হবে।

    ছাত্র জীবনে কর্তব্য : ছাত্র জীবন থেকেই পূর্ণাঙ্গ সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠবার চেষ্টা করতে হয়। অধ্যয়ন ছাত্রদের তপস্যা বটে, কিন্তু একমাত্র কর্তব্য নয়। তাছাড়া কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজকের ছাত্রজীবনের আদর্শও পরিবর্তিত হয়েছে। ছাত্র যে সমাজের অধিবাসী তার সমস্যা ও দুঃখ কষ্টের সঙ্গে পরিচিত হলে উত্তর জীবনে সহিষ্ণুতা ও সংগ্রামশীলতা অর্জিত হতে পারে। সমাজ সেবায় অংশ গ্রহণ করলে ছাত্রদের সামনে অভিজ্ঞতার বিচিত্র জগৎ খুলে যায়। তাই শুধু সমাজের কল্যাণে নয় ছাত্রদের নিজেদের স্বার্থেও সমাজ সেবায় ব্রতী হওয়া উচিত।

    পরিস্কার-পরিচ্ছন্নতা : কেবল ভাল ছাত্র নয়, একজন সুনাগরিক হতে হলে বিশেষ কয়টি সামাজিক দায়িত্ব এই ছাত্র অবস্থা থেকেই পালন করা অবশ্যই দরকার। এই দায়িত্ব গুলির মধ্যে প্রথম ও প্রধান হল পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা। বিদ্যালয়ের পরিবেশকে পরিচ্ছন্ন রাখা আমাদের খুবই জরুরি। পল্লী গ্রামের স্কুল থাকে প্রায়ই জঙ্গলে ভরা। স্কুলের মাঠ ও ঘর-বাড়ির আনাচ-কানাচ থাকে নানা ধরনের নােংরা জিনিসে ভর্তি। ছাত্রেরা যদি কারাের হাতের দিকে না তাকিয়ে, নিজেরা এই নােংরা পরিষ্কারের দায়িত্ব তুলে নেয়, তাহলে স্কুল প্রাঙ্গন পরিষ্কার হয়।

    সেবাধর্ম : মানব সেবার আদর্শ থেকেই সমাজ সেবার চিন্তার উদয় হয়েছে। মনীষী মহাপুরুষগণ বলে গেছেন, “যত্র জীব তত্র শিব” অর্থাৎ জন সেবাই প্রকৃত ঈশ্বরের পূজা। স্বামী বিবেকানন্দের বহুল প্রচারিত বাণীতে মানব সেবার আদর্শ অক্ষয় হয়ে আছে –
    “বহুরূপে সম্মুখে তােমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর ?
    জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।”
    সুতরাং স্বতন্ত্র ভাবে ঈশ্বরের উপাসনার দরকার নেই। পৃথিবীর সকল ধর্মেই দুঃখীজনের দুঃখ মােচনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ক্ষমার অবতার যীশু মানুষকে ভালােবাসতে পরামর্শ দিয়েছেন। গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্য দেব, শ্ৰীমন্ত শঙ্কর দেব প্রভৃতি যুগাবতারগণ মানবপ্রেমকেই শ্রেষ্ঠ ধর্ম বলে প্রচার করে গেছেন।

    ভবিষ্যৎ নাগরিক হওয়ার প্রশিক্ষন : ছাত্র-ছাত্রীদের একটি গুরুত্ব পূর্ণ সামাজিক দায়িত্ব হলাে মা-বাবার প্রতি আনুগত্য এবং পারিবারিক কাজে সহায়তা করা। জীবিকা অর্জনের ব্যস্ত পিতার সাংসারিক কাজে সাহায্য করা। এগুলি বিষয়ে সচেতন হওয়া দরকার তা হলাে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভবিষ্যতে নিজেকে গড়ে তােলা। ছাত্ররা পাঠ্য গ্রন্থে বহুতর অনুসরণীয় আদর্শের কথা ও মনীষী মহাপুরুষদের জীবনকথা, তাদের ত্যাগ ও কর্তব্য নিষ্ঠার কথা জানতে পারে। এসব আদর্শ নিজেদের জীবনে রূপায়িত করার দায়িত্ব কিন্তু ছাত্রদেরই। এমনকী সংবাদ পত্রাদি পাঠ করে দেশ বিদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্মন্ধে অবহিত হতে পারে। এভাবেই একজন ছাত্র ভবিষ্যতের একজন পূর্ণাঙ্গ সামাজিক মানুষ হয়ে উঠতে পারবে।

    উপযুক্ত কর্মসুচির প্রয়ােজনীয়তা : ছাত্র সমাজকে যদি গঠন মুলক কাজে উৎসাহ দিয়ে লাগানাে যায় তা হলে ছাত্র সমাজকে উসৃঙ্খলতা ও বিপথগামিতা থেকে রক্ষা করা সম্ভব হবে। ছাত্র সমাজের অপ্রতিরুদ্ধ গতি যদি সেবামূলক কাজে নিয়ােজিত হয় তাহলে অনেক কাজের সমালােচিত ছাত্রসমাজ নিন্দার হাত থেকেও মুক্তি পাবে। পরিকল্পিত ব্যবস্থাকে নিয়মনীতি দিয়ে নিয়ন্ত্রিত করা গেলেও সার্থক করা যায় না। কর্তব্যের আবরণের মধ্যে ভালবাসা বা প্রীতিকে সংযুক্ত করা গেলে তবেই ছাত্রদের উদ্বুদ্ধ করতে সক্ষম হবে গৃহীত কর্মসূচি, নতুবা সেগুলি হবে ব্যর্থতার নামান্তর মাত্র।

    উপসংহার : জনসেবার মহৎ আদর্শ ছাত্র সমাজকে শুধুমাত্র যে বৃহত্তর জীবনের মুখােমুখী দাঁড় করায় তা-ই নয়, তার মানসিক সম্প্রসারণশীলতারও সঞ্চার করে। উপরন্তু ছাত্রজীবন বৃহত্তর জীবনের কর্ম-ধ্যান ও সেবার মহান ব্রত পরবর্তী জীবনের বৃহত্তর সমাজকল্যাণমূলক সমাজসেবার পটভূমি, পরার্থ পরতার জন্মভূমি। এটাই তাকে আলােকবর্তিকার মতাে পথ দেখাতে সাহায্য করবে।

     

    See less
    • 1