আনন্দ-ভৈরবী শক্তি চট্টোপাধ্যায় আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি এমন ছিলো না আষাঢ়-শেষের বেলা উদ্যানে ছিলো বরষা-পীরিত ফুল আনন্দ-ভৈরবী আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে কাঁদে না মোহনবাঁশিতে বটের মূল এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ-রেখা মেলে সে কি জানিত না এমনি দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি সে কি জRead more
আনন্দ-ভৈরবী
শক্তি চট্টোপাধ্যায়
আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
এমন ছিলো না আষাঢ়-শেষের বেলা
উদ্যানে ছিলো বরষা-পীরিত ফুল
আনন্দ-ভৈরবী
আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে
কাঁদে না মোহনবাঁশিতে বটের মূল
এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে
বিদ্যুৎ-রেখা মেলে
সে কি জানিত না এমনি দুঃসময়
লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি
সে কি জানিত না হৃদয়ের অপচয়
কৃপণের বামমুঠি
সে কি জানিত না যত বড়ো রাজধানী
তত বিখ্যাত নয় এ-হৃদয়পুর
সে কি জানিত না আমি তারে যত জানি
আনন্দ সমুদ্দুর
আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
অমন ছিলো না আষাঢ়-শেষের বেলা
উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল
আনন্দ-ভৈরবী |
Ananda Bhairavi
Shakti Chattopadhyay
Aj sei ghare elaye poreche chobi
Emon chilo na ashar-sesher bela
Udyane chilo borsha-pirit phul
Ananda-Bhairavi
Aj sei gothe ashe na rakhal chele
kade na mohanbashite boter mul
Ekhono borsha kodale megher fake
bidyut-rekha mele
Se ki janito na emni dushomoy
laf mere dhore muroger lal jhuti
Se ki janito na hridoyer opochoy
Kriponer bammuthi
Se ki janito na jata boro rajdhani
Tata bikhyato noy e-hridoypur
Se ki janito na ami tare joto jani
Anando smuddur
Aj sei ghare elaye poreche chobi
omon chilo na ashar-sesher bela
Udyane chilo borsha-pirit phul
Ananda-Bhairavi
Hridoy
করোনা মহামারির পেক্ষাপটে কবি সায়ন দাসের লেখা যথেষ্ট সুন্দর একটি কবিতা। যদিও কবি এই কবিতার কোন নামকরন করেননি কিন্তু অনেক জায়গায় শঙ্কচিল নামে প্রকাশিত হয়েছে। * উল্লেখ্য যে এই কবিতাটি যখন জনগনের কাছে উম্মুক্ত হয় তখন কবির নাম নিয়ে রীতিমত মতভেদ দেখা দেয়।কেউ কেউ জীবনানন্দ দাশ আবার কেউ কেউ পার্থ মুখার্জি এRead more
করোনা মহামারির পেক্ষাপটে কবি সায়ন দাসের লেখা যথেষ্ট সুন্দর একটি কবিতা। যদিও কবি এই কবিতার কোন নামকরন করেননি কিন্তু অনেক জায়গায় শঙ্কচিল নামে প্রকাশিত হয়েছে।
* উল্লেখ্য যে এই কবিতাটি যখন জনগনের কাছে উম্মুক্ত হয় তখন কবির নাম নিয়ে রীতিমত মতভেদ দেখা দেয়।কেউ কেউ জীবনানন্দ দাশ আবার কেউ কেউ পার্থ মুখার্জি এই কবিতাটি লিখেছেন বলে দাবি করেন। পরে কবি সায়ন দাস নিজে ফেইসবুক লাইভ এ এসে কবিতাটি নিয়ে খুলাসা করেন।
কবি- সায়ন দাস
আমাদের দেখা হোক মহামারী শেষে,
আমাদের দেখা হোক জিতে ফিরে এসে।
আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে,
আমাদের দেখা হোক সবুজ সকালে।
আমাদের দেখা হোক কান্নার ওপারে,
আমাদের দেখা হোক সুখের শহরে।
আমাদের দেখা হোক হাতের তালুতে,
আমাদের দেখা হোক ভোরের আলোতে।
আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে,
আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে।
আমাদের দেখা হোক আগের মত করে।
আমাদের দেখা হোক সুস্থ শহরে.
Amader dekha hok mohamari seshe poem lyrics:
Poet – Sayan Das
Amader dekha hok mohamari seshe
Amader dekha hok jite fire eshe.
Amader dekha hok jibanu ghumale,
Amader dekha hok sabuj shokale
Amader dekha hok kannar opare
Amader dekha hok sukher sohore
Amader dekha hok hater talute
Amader dekha hok bhorer alote.
Amader dekha hok bigyan jitle,
Amader dekha hok mrityu here gele
Amader dekha hok ager moto kore
Amader dekha hok susto sohore.