1. মেঘ দিয়ে বাক্য রচনাঃ মেঘ - আজ আকাশ মেঘলা, বৃষ্টি হবে। মেঘ - বর্ষার সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে। মেঘ - মেঘে মেঘে আকাশ কাল হয়ে গেছে। মেঘ - মেঘ দেখলে আমার ভয় হয়।

    মেঘ দিয়ে বাক্য রচনাঃ

    মেঘ – আজ আকাশ মেঘলা, বৃষ্টি হবে।

    মেঘ – বর্ষার সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে।

    মেঘ – মেঘে মেঘে আকাশ কাল হয়ে গেছে।

    মেঘ – মেঘ দেখলে আমার ভয় হয়।

    See less
    • 0
  2. ফুল দিয়ে বাক্য রচনা: ফুল - সবাই ফুল ভালবাসে। ফুল - ফুল দিয়ে আমরা ঘর বাড়ি সাঁজাই। ফুল - ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। ফুল - ফুল পৃথিবীর সকল দেশে পাওয়া যায়। ফুল - গোলাপ আমার প্রিয় ফুল।

    ফুল দিয়ে বাক্য রচনা:

    ফুল – সবাই ফুল ভালবাসে।

    ফুল – ফুল দিয়ে আমরা ঘর বাড়ি সাঁজাই।

    ফুল – ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে।

    ফুল – ফুল পৃথিবীর সকল দেশে পাওয়া যায়।

    ফুল – গোলাপ আমার প্রিয় ফুল।

    See less
    • 0
  3. উত্তরঃ অদ্ভুত আতিথেয়তা গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের "আখ্যানমঞ্জরী" গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

    উত্তরঃ

    অদ্ভুত আতিথেয়তা গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের “আখ্যানমঞ্জরী” গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

    See less
    • 0
  4. উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখিত 'অদ্ভুত আতিথেয়তা’ গল্পে আরবসেনাপতি ও মুরসেনাপতির প্রসঙ্গ রয়েছে।

    উত্তরঃ

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখিত ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে আরবসেনাপতি ও মুরসেনাপতির প্রসঙ্গ রয়েছে।

    See less
    • 0
  5. উত্তরঃ সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের পত্রিকা বিচিত্রা’তে প্রথম প্রকাশিত হয় পথের পাঁচালী।

    উত্তরঃ

    সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের পত্রিকা বিচিত্রা’তে প্রথম প্রকাশিত হয় পথের পাঁচালী।

    See less
    • 0
  6. উত্তরঃ মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র অপুর বড়াে ভালাে লাগে কারণ বিপন্ন নায়ক কর্ণের উপর তার বড়াে মায়া হয়। কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করলে, সেই অবস্থায় নিরস্ত্র অসহায় কর্ণকে অর্জুন তীর ছুঁড়ে হত্যা করেন। কর্ণের যন্ত্রনায় সমব্যথী হয়ে অপু তাকে বড়াে ভালােবাসে।

    উত্তরঃ

    মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র অপুর বড়াে ভালাে লাগে কারণ বিপন্ন নায়ক কর্ণের উপর তার বড়াে মায়া হয়। কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করলে, সেই অবস্থায় নিরস্ত্র অসহায় কর্ণকে অর্জুন তীর ছুঁড়ে হত্যা করেন। কর্ণের যন্ত্রনায় সমব্যথী হয়ে অপু তাকে বড়াে ভালােবাসে।

    See less
    • 0
  7. রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের তালিকা: This is the list of Rabindranath Tagore Drama from A to Z 1. রুদ্রচণ্ড - Rudrachanda (১৮৮১) 2. প্রকৃতির প্রতিশোধ - Prakritir Pratishodh (১৮৮৪) 3. নলিনী - Nalini (১৮৮৪) 4. রাজা ও রাণী - Raja o Rani (১৮৮৯) 5. তপতী - Tapashi (১৯২৯) 6. বিসর্জন - Bisharjan (১৮৯০) 7. মালRead more

    রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের তালিকা:

    This is the list of Rabindranath Tagore Drama from A to Z

    1. রুদ্রচণ্ড – Rudrachanda (১৮৮১)

    2. প্রকৃতির প্রতিশোধ – Prakritir Pratishodh (১৮৮৪)

    3. নলিনী – Nalini (১৮৮৪)

    4. রাজা ও রাণী – Raja o Rani (১৮৮৯)

    5. তপতী – Tapashi (১৯২৯)

    6. বিসর্জন – Bisharjan (১৮৯০)

    7. মালিনী – Malini (১৮৯৬)

    8. লক্ষ্মীর পরীক্ষা – Laxmir Parkkha (১৮৯৯)

    9  শারদোৎসব – Sharoduthsob (১৯০৮)

    10. মুকুট – Mukut (১৯০৮)

    11. প্রায়শ্চিত্ত – Prayashchitta (১৯০৯)

    12. রাজা – Raja (১৯১০)

    13. ডাকঘর – Daakghar (১৯১২)

    14. অচলায়তন – Achalayatan (১৯১২)

    15. ফাল্গুনী – Falguni (১৯১৬)

    16. গুরু – Guru (১৯১৮)

    17. অরূপরতন – Arupartan (১৯২০)

    18. ঋণশোধ – Rinshudh (১৯২১)

    19. মুক্তধারা – Muktadhara (১৯২২)

    20. গৃহপ্রবেশ – Grihoprobesh (১৯২৫)

    21. চিরকুমার সভা – Chirakumar shova (১৯২৬)

    22. শোধবোধ – Shodhbodh (১৯২৬)

    23. নটীর পূজা – Natir Puja (১৯২৬)

    24. রক্তকরবী – Raktakarabi (১৯২৬)

    25. পরিত্রাণ – Paritran (১৯২৯)

    26. কালের যাত্রা – Kaler Jatra (১৯৩২)

    27. চণ্ডালিকা – Chandalika (১৯৩৩)

    28. তাসের দেশ – Tasher Desh (১৯৩৩)

    29. বাঁশরী – Bashari (১৯৩৩)

     

     

    See less
    • -1
  8. Paparazzi Paparazzi/পাপারাজ্জি ইতালিয় শব্দ paparazzo থেকে আগত যার অভিধানগত অর্থ হল ভোঁ ভোঁ করে ঘুরে বেড়ানো পতঙ্গ। পাপারাজ্জি হলো এক ধরনের ফটোগ্রাফার যারা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন নেতা, অভিনেতা না অভিনেত্রীদের নানা রকম ব্যক্তিগত ফটো তুলে কৌতুহলী জনগণের কাছে প্রচার করে থাকেন। তাদের কাজ হল অভিনেতা না অভRead more

    Paparazzi

    Paparazzi/পাপারাজ্জি ইতালিয় শব্দ paparazzo থেকে আগত যার অভিধানগত অর্থ হল ভোঁ ভোঁ করে ঘুরে বেড়ানো পতঙ্গ।

    পাপারাজ্জি হলো এক ধরনের ফটোগ্রাফার যারা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন নেতা, অভিনেতা না অভিনেত্রীদের নানা রকম ব্যক্তিগত ফটো তুলে কৌতুহলী জনগণের কাছে প্রচার করে থাকেন। তাদের কাজ হল অভিনেতা না অভিনেত্রীদের চাঞ্চল্যকর সব খবর উৎসুক জনতার কাছে পৌঁছানো। তাঁরা অনেক সময় অভিনেতা বা অভিনেত্রীদের বিনা অনুমতিতে তাদের বিভিন্ন ব্যক্তিগত কাজের মুহূর্তগুলি ক্যামেরায় ধারন করে চাঞ্চল্যকর সব খবর তৈরি করেন।

    See less
    • 0
  9. ট্রল শব্দের অর্থ: আমরা বর্তমানে যারা অনলাইনে থাকি বা ইন্টারনেটের সাথে পরিচিত প্রায় শুনতে নাই যে কেউ না কেউ আজকে (troll) ট্রল হয়েছেন। সেই ট্রল হওয়া মানে কি? ট্রল হওয়া মানে একধরনের অপমানিত হওয়া, হাস্য পাত্র হওয়া বা খিল্লির পাত্র হওয়া বা ঘৃণার শিকার হওয়া ইত্যাদি। অর্থাৎ অনলাইনে যেমন facebook বা twitterRead more

    ট্রল শব্দের অর্থ:

    আমরা বর্তমানে যারা অনলাইনে থাকি বা ইন্টারনেটের সাথে পরিচিত প্রায় শুনতে নাই যে কেউ না কেউ আজকে (troll) ট্রল হয়েছেন। সেই ট্রল হওয়া মানে কি?

    ট্রল হওয়া মানে একধরনের অপমানিত হওয়া, হাস্য পাত্র হওয়া বা খিল্লির পাত্র হওয়া বা ঘৃণার শিকার হওয়া ইত্যাদি। অর্থাৎ অনলাইনে যেমন facebook বা twitter ইত্যাদিতে অন্য ব্যবহারকারীদের অপমানের শিকার হওয়াকেই ট্রল হওয়া বলা হয়।

    Dictionary অনুযায়ী ট্রল হলঃ to harass, criticize, or antagonize (someone) especially by provocatively disparaging or mocking public statements, postings, or acts।

    অর্থাৎ কাউকে উস্কানিমূলক পোস্ট বা মন্তব্য বা কোন কার্যকলাপের মাধ্যমে হয়রান বা সমালোচনা করা তাঁর বিরোধিতা করাই ট্রল।

     

     

    See less
    • 0
  10. বিকর্ণ আর্য তীর্থ যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিলো যার গর্জে ওঠার! নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন ঊরু. ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার, নিজের দলের নির্যাতনে, সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা,Read more

    বিকর্ণ

    আর্য তীর্থ

    যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন,
    দায় ছিলো যার গর্জে ওঠার! নিচু মাথায় সে পাঁচজন।
    দুর্যোধনের নগ্ন ঊরু. ইঙ্গিতে তার ধর্ষকাম,
    হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম।
    অন্ধরাজা সিংহাসনে, আর্ত চেঁচান বৌমা তার,
    নিজের দলের নির্যাতনে, সব রাজা হন নির্বিকার।
    কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে
    শর্তবিহীন সমর্থনেই , তাবত আরামসুখ বসে।
    ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারী লোক হাজার হোক
    রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক।
    খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়,
    ঘরের মাটি লাল হয়ে যাক, দেশবিভাগের যন্ত্রণায়।
    সুশীল সভায় ঘটছে যখন, রাজঅপরাধ জঘন্য,
    ঠিক তখনই তার বিরোধে, চেঁচিয়ে ওঠেন বিকর্ণ।

    বিকর্ণ নন কেউকেটা লোক, একশো ভাইয়ের একজনা
    তেমন করে এর আগে কেউ, তার কথাটাই জানতো না।
    জতুগৃহে কাড়েননি রা, অন্তত তা নেই লেখা,
    ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তাঁর নেই দেখা।
    কিন্তু যখন প্রকাশ্যতেই কাড়ছে নারীর আব্রু কেউ,
    স্তব্ধ জিভের চুপসাগরে, বিকর্ণ হন একলা ঢেউ।
    চেঁচিয়ে ওঠেন রাজার কুমার, যুবরাজের বিরুদ্ধেই,
    মহাবলী পান্ডবেরও, তখন গলায় সে সুর নেই।
    রাজাও যখন নীরব থেকে, সায় দিয়ে যায় ধর্ষণে,
    ঠিক তখনই সমস্ত যুগ, বিকর্ণদের স্বর শোনে।

    আমরা যারা কিচ্ছুটি নই ,একটি মোটে ভোট কেবল,
    অত্যাচারের সামনে এলে, সঙ্গী শুধু চোখের জল
    পোষ্যভাবে জাবনা চেবাই, অন্ধ এবং নি-কর্ণ,
    প্রার্থনা থাক আমরা যেন, একবার হই বিকর্ণ।
    মরার আগে হতেই হবে, রাজার সভায় বিকর্ণ।

    Poem: Bikarna

    Poet: Arya tirtha

    Jaggoshenir khulche shari, Tanche dhore Dushashan
    Day chilo jar garje uthar, Nichu mathay she pachjon
    Duryadhoner nagna uru Ingite tar dharshakaam,
    Hastinapur dekhche boshe,Dhasta hote tar shunam
    Andharaja Shinghashone, Arta chechan bouma tar
    NIjer doler nirjatane, Shab raja hon nirbikaar
    karna boshe ha ha, Rajar doler lok to shey
    Sarta bihin samarthonei, Tabot aramshukh boshe
    Bhiso Drono Kripo nirob, Sarkari lok hajar houk
    Rajar kothai tomar kotha, Tumi jakhan rajar lok
    Khal sokuni dekhche sobi, Bastuto shey dhangsho chay
    Gharer mati lal hoye jak, Deshbhibager jantranay
    Sushil shobhay ghatce jakhan,Rajoporadh jaganno
    Thik takhani tar birodhe, Chechiye uthen Bikarna

    Bikarna nan keuketa lok, Eksho bhaiyer Ekjona
    Temon kore er aage keu, Tar kothatai jantona
    Jatugrihe Karenni ra Ontata ta nai lekha,
    Bhimke jakhan bish khawalo, takhani tar nei dekha
    Kintu Jakhan prokashotei karche narir abru keu,
    Stabda jiber chupshagore, Bikarna holo ekla dheu
    Chechiye uthen rajar kumar, jubarajer biruddhei
    Mohaboli pandobero, takhan golay shey shur nei
    Rajao jakhan nirob theke, Shay diye dharshone
    Thik Takhani samasta jug, Bikarnader shur shune

    See less
    • 0