1. গগন শব্দ দিয়ে বাক্য রচনাঃ গগন - গগনে গরজে মেঘ ঘন বরষা। গগন - কলকাতায় অনেক গগনচুম্বী অট্টালিকা রয়েছে। গগন - গগনের অন্য একটি সমার্থক শব্দ হল আকাশ।

    গগন শব্দ দিয়ে বাক্য রচনাঃ

    গগন – গগনে গরজে মেঘ ঘন বরষা।

    গগন – কলকাতায় অনেক গগনচুম্বী অট্টালিকা রয়েছে।

    গগন – গগনের অন্য একটি সমার্থক শব্দ হল আকাশ।

    See less
    • 0
  2. গৌরব দিয়ে বাক্য রচনাঃ গৌরব - আমার দেশ আমার গৌরব। গৌরব - আমার বাবা আমাকে নিয়ে অনেক গৌরব করেন। গৌরব - দেশসেবা গৌরবের কাজ।

    গৌরব দিয়ে বাক্য রচনাঃ

    গৌরব – আমার দেশ আমার গৌরব।

    গৌরব – আমার বাবা আমাকে নিয়ে অনেক গৌরব করেন।

    গৌরব – দেশসেবা গৌরবের কাজ।

    See less
    • 0
  3. ঘর দিয়ে বাক্য রচনাঃ ঘর - আমার ঘর শহর থেকে ৫০ কিঃ মিঃ দূরে অবস্থিত। ঘর - আমার ঘরে আমরা দশ জন লোক বাস করি। ঘর - আমার ঘরটি খুব সুন্দর।

    ঘর দিয়ে বাক্য রচনাঃ

    ঘর – আমার ঘর শহর থেকে ৫০ কিঃ মিঃ দূরে অবস্থিত।

    ঘর – আমার ঘরে আমরা দশ জন লোক বাস করি।

    ঘর – আমার ঘরটি খুব সুন্দর।

    See less
    • 0
  4. কম্পন শব্দ দিয়ে বাক্য রচনাঃ কম্পন - জ্বর আসায় আমার শরীরে কম্পন আরম্ব হইল। কম্পন - ভুমিকম্পের তীব্র কম্পনে ঘর বাড়ী ভেঙ্গে পড়ল। কম্পন - সকাল আটআয় কলকাতা সহ বেশ কিছু এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।

    কম্পন শব্দ দিয়ে বাক্য রচনাঃ

    কম্পন – জ্বর আসায় আমার শরীরে কম্পন আরম্ব হইল।

    কম্পন – ভুমিকম্পের তীব্র কম্পনে ঘর বাড়ী ভেঙ্গে পড়ল।

    কম্পন – সকাল আটআয় কলকাতা সহ বেশ কিছু এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।

    See less
    • 0
  5. অসম্ভব দিয়ে বাক্য রচনাঃ অসম্ভব - ইচ্ছা থাকলে পৃথিবীতে কোন কিছুই অসম্ভব নয়। অসম্ভব - অসম্ভবের বিপরীত শব্দ হল সম্ভব। অসম্ভব - কারোর ক্ষতি সাধন করা আমার পক্ষে অসম্ভব।

    অসম্ভব দিয়ে বাক্য রচনাঃ

    অসম্ভব – ইচ্ছা থাকলে পৃথিবীতে কোন কিছুই অসম্ভব নয়।

    অসম্ভব – অসম্ভবের বিপরীত শব্দ হল সম্ভব।

    অসম্ভব – কারোর ক্ষতি সাধন করা আমার পক্ষে অসম্ভব।

    See less
    • 0
  6. অলস দিয়ে বাক্য রচনাঃ অলস - অলস অবোধ যারা কিছুই পারে না তাঁরা। অলস - অলসতা একটি খারাপ অভ্যাস। অলস - যারা অলস তাঁরা কখন সফল হতে পারে না।

    অলস দিয়ে বাক্য রচনাঃ

    অলস – অলস অবোধ যারা কিছুই পারে না তাঁরা।

    অলস – অলসতা একটি খারাপ অভ্যাস।

    অলস – যারা অলস তাঁরা কখন সফল হতে পারে না।

    See less
    • 0
  7. রাজা দিয়ে বাক্য রচনাঃ রাজা - একদা দশরত নামে এক রাজা ছিলেন। রাজা - রাজার কাজ হল প্রজাদের সুখ দুঃখের খোজ নেয়া। রাজা - ফলের রাজা আম।

    রাজা দিয়ে বাক্য রচনাঃ

    রাজা – একদা দশরত নামে এক রাজা ছিলেন।

    রাজা – রাজার কাজ হল প্রজাদের সুখ দুঃখের খোজ নেয়া।

    রাজা – ফলের রাজা আম।

    See less
    • 0
  8. দেশ দিয়ে বাক্য রচনাঃ দেশ - আমি আমার দেশকে খুব ভালবাসি। দেশ - আমাদের দেশের নাম ভারতবর্ষ। দেশ - পৃথিবীতে দুইশো র ও বেশী দেশ আছে।

    দেশ দিয়ে বাক্য রচনাঃ

    দেশ – আমি আমার দেশকে খুব ভালবাসি।

    দেশ – আমাদের দেশের নাম ভারতবর্ষ।

    দেশ – পৃথিবীতে দুইশো র ও বেশী দেশ আছে।

    See less
    • 0
  9. আদর্শ দিয়ে বাক্য রচনাঃ আদর্শ - আমি মা বাবার আদর্শ মেনে চলি। আদর্শ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন আদর্শ ব্যক্তি ছিলেন। আদর্শ - আমাদের বিদ্যালয়ের নাম আদর্শ বিদ্যাপীঠ।

    আদর্শ দিয়ে বাক্য রচনাঃ

    আদর্শ – আমি মা বাবার আদর্শ মেনে চলি।

    আদর্শ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন আদর্শ ব্যক্তি ছিলেন।

    আদর্শ – আমাদের বিদ্যালয়ের নাম আদর্শ বিদ্যাপীঠ।

    See less
    • 0
  10. চমৎকার দিয়ে বাক্য রচনাঃ চমৎকার - নিশিতা খুবই চমৎকার কবিতা আবৃত্তি করে। চমৎকার - শ্রেয়া ঘোষাল চমৎকার গান গায়। চমৎকার - আমার দাদা এইবার পরিক্ষায় চমৎকার রেজাল্ট করেছে।

    চমৎকার দিয়ে বাক্য রচনাঃ

    চমৎকার – নিশিতা খুবই চমৎকার কবিতা আবৃত্তি করে।

    চমৎকার – শ্রেয়া ঘোষাল চমৎকার গান গায়।

    চমৎকার – আমার দাদা এইবার পরিক্ষায় চমৎকার রেজাল্ট করেছে।

    See less
    • 0