1. মহান শব্দ দিয়ে বাক্য রচনাঃ মহান - পৃথিবীতে যা কিছু মহান সবই ঈশ্বরের সৃষ্টি। মহান - রামমোহন রায় একজন মহান ব্যক্তি ছিলেন। মহান - আমি ধর্মে ও কর্মে মহান হতে চাই।

    মহান শব্দ দিয়ে বাক্য রচনাঃ

    মহান – পৃথিবীতে যা কিছু মহান সবই ঈশ্বরের সৃষ্টি।

    মহান – রামমোহন রায় একজন মহান ব্যক্তি ছিলেন।

    মহান – আমি ধর্মে ও কর্মে মহান হতে চাই।

    See less
    • 0
  2. মুক্তি দিয়ে বাক্য রচনা: মুক্তি - ঈশ্বর আমাকে সকল যন্ত্রণা থেকে মুক্তি দাও। মুক্তি - আমি পাপ থেকে মুক্তি চাই। মুক্তি - আসামী জামিনে মুক্তি পেলেন।

    মুক্তি দিয়ে বাক্য রচনা:

    মুক্তি – ঈশ্বর আমাকে সকল যন্ত্রণা থেকে মুক্তি দাও।

    মুক্তি – আমি পাপ থেকে মুক্তি চাই।

    মুক্তি – আসামী জামিনে মুক্তি পেলেন।

    See less
    • 0
  3. গৃহ দিয়ে বাক্য রচনাঃ গৃহ - অমলের বাসগৃহটি খুবই সুন্দর। গৃহ - আমাদের গৃহে পাঁচটি কক্ষ আছে। গৃহ - আমাদের গৃহে বিভিন্ন রকম আসবাবপত্র আছে।

    গৃহ দিয়ে বাক্য রচনাঃ

    গৃহ – অমলের বাসগৃহটি খুবই সুন্দর।

    গৃহ – আমাদের গৃহে পাঁচটি কক্ষ আছে।

    গৃহ – আমাদের গৃহে বিভিন্ন রকম আসবাবপত্র আছে।

    See less
    • 0
  4. ক্ষুদ্র দিয়ে বাক্য রচনাঃ ক্ষুদ্র - ঈশ্বর আমাকে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও। ক্ষুদ্র - পিপীলিকা একটি ক্ষুদ্র প্রাণী। ক্ষুদ্র - কিছু জীবাণু এতই ক্ষুদ্র হয় যে খালি চোখে দেখা যায় না।

    ক্ষুদ্র দিয়ে বাক্য রচনাঃ

    ক্ষুদ্র – ঈশ্বর আমাকে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও।

    ক্ষুদ্র – পিপীলিকা একটি ক্ষুদ্র প্রাণী।

    ক্ষুদ্র – কিছু জীবাণু এতই ক্ষুদ্র হয় যে খালি চোখে দেখা যায় না।

    See less
    • 0
  5. কাতর দিয়ে বাক্য রচনাঃ কাতর - প্রবাসীরা দেশে ফেরার জন্য কাতর। কাতর - দরিদ্র মানুষটি ক্ষুধায় বেশ কাতর মনে হচ্ছে। কাতর - বাবা তাঁর পুত্রের মৃত্যু শোকে কাতর।

    কাতর দিয়ে বাক্য রচনাঃ

    কাতর – প্রবাসীরা দেশে ফেরার জন্য কাতর।

    কাতর – দরিদ্র মানুষটি ক্ষুধায় বেশ কাতর মনে হচ্ছে।

    কাতর – বাবা তাঁর পুত্রের মৃত্যু শোকে কাতর।

    See less
    • 0
  6. খরবায়ু বয় বেগে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যায়: বিচিত্রা রাগ: ইমন তাল: কাহারবা রচনাকাল: ১৮ অক্টোবর, ১৯২৭   খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে, ওগো নেয়ে, নাওখানি বাইয়ো। তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল-- হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥ শৃঙ্খলে বারবার ঝন্‌ঝন্‌ ঝঙ্কার, নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার-- বন্ধনRead more

    খরবায়ু বয় বেগে

    রবীন্দ্রনাথ ঠাকুর
    পর্যায়: বিচিত্রা
    রাগ: ইমন
    তাল: কাহারবা
    রচনাকাল: ১৮ অক্টোবর, ১৯২৭

     

    খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে,
    ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
    তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল–
    হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
    শৃঙ্খলে বারবার ঝন্‌ঝন্‌ ঝঙ্কার,
    নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার–
    বন্ধন দুর্বার সহ্য না হয় আর,
    টলমল করে আজ তাই ও।
    হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
    গণি গণি দিন খন চঞ্চল করি মন
    বোলো না, ‘যাই কি নাহি যাই রে’।
    সংশয়পারাবার অন্তরে হবে পার,
    উদ্‌বেগে তাকায়ো না বাইরে।
    যদি মাতে মহাকাল,
    উদ্দাম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল,
    হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল–
    জয়-জয় জয়গান গাইয়ো।
    হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥

    Khara Bayu Boy Bege Lyrics

    Rabindranath Tagore
    Parjaay: Bichitro
    Taal: Kaharwa
    Raag: Iman

    Khara bayu boy bege,charidik chay meghe,
    Ogo neye, naokhani baiyo.
    Tumi koshe dhoro hal,aami tule badhi paal –
    Hai maaro maaro tan haiyyo.
    Shrinkhole barbar jhanjhan jhonkar,
    Noy e to toronir krondono shankar –
    Bandhono durbar sojjo na hoy aar,
    Talomaolo kare aaj tai o.
    Hai maro maro tan haiyo.
    Goni goni din khon chanchalo kori mon
    Bolo na, Jai ki nai jai re’.
    Sangshoy parabar ontare hobe par,
    Udbege takayo na baire.
    Jodi mate mahakal,
    uddam jatajal joare hoy luntthito dheu uthe uttal,
    Hoyo nako kunthito, tale tar diyo taal
    joy joy joygan gaiyo.
    Hai maro maro tan haiyo.

    See less
    • 0
  7. এই লভিনু সঙ্গ তব রবীন্দ্রনাথ ঠাকুর পর্যায়: পুজা রাগ: দেশ তাল: ঝম্পক রচনাকাল : ১৪ মে, ১৯১৪ এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর ! পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর॥ আলোকে মোর চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ্‌গগনে পবন হল সৌরভেতে মন্থর সুন্দর হে সুন্দর॥ এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত,Read more

    এই লভিনু সঙ্গ তব

    রবীন্দ্রনাথ ঠাকুর
    পর্যায়: পুজা
    রাগ: দেশ
    তাল: ঝম্পক
    রচনাকাল : ১৪ মে, ১৯১৪

    এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর !
    পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর॥
    আলোকে মোর চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি,
    হৃদ্‌গগনে পবন হল সৌরভেতে মন্থর সুন্দর হে সুন্দর॥
    এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত,
    এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্চিত।
    তোমার মাঝে এমনি ক’রে নবীন করি লও যে মোরে
    এই জনমে ঘটালে মোর জন্ম-জনমান্তর সুন্দর হে সুন্দর॥

    Ei lobhinu Songo Tobo Lyrics

    Rabindranath Tagore
    Parjaay: Puja
    Taal: Jhampak
    Raag: Desh

    Ei lobhinu songo tobo,
    sundoro he sundoro !
    Punya holo ongo momo,
    dhanyo holo antoro
    sundoro hey sundoro.
    Aloke mor chokkhuduti
    mugdho hoye uthlo futi,
    Hridgogone pabano holo
    sourobhete monthoro
    sundoro hey sundoro.
    Ei tomari poroshorage
    chitto holo ronjito,
    Ei tomari milonosudha
    roilo praane sonchito.
    Tomar majhe emni kore
    nobin kore lo je more
    Ei jonome ghotale mor
    janmo janomantoro
    Sundaro hey sundaro.

    See less
    • 1
  8. গর্জন দিয়ে বাক্য রচনাঃ গর্জন - গম্ভীর চিৎকার বা আওয়াজের নাম গর্জন। গর্জন - সিংহ গর্জনে অন্য সব বন্য প্রাণী থরথর কাঁপিতে লাগিল। গর্জন - বাঘের গর্জন অনেক দূর থেকে শুনা যায়।

    গর্জন দিয়ে বাক্য রচনাঃ

    গর্জন – গম্ভীর চিৎকার বা আওয়াজের নাম গর্জন।

    গর্জন – সিংহ গর্জনে অন্য সব বন্য প্রাণী থরথর কাঁপিতে লাগিল।

    গর্জন – বাঘের গর্জন অনেক দূর থেকে শুনা যায়।

    See less
    • 0
  9. হাজির দিয়ে বাক্য রচনাঃ হাজির - হাজির শব্দের অর্থ উপস্থিত। হাজির - অজয় আজ ক্লাসে হাজির হয়নি। হাজির - বিচারপতি সেই ব্যক্তিকে আদালতে হাজির হইতে আদেশ দিয়াছেন।  

    হাজির দিয়ে বাক্য রচনাঃ

    হাজির – হাজির শব্দের অর্থ উপস্থিত।

    হাজির – অজয় আজ ক্লাসে হাজির হয়নি।

    হাজির – বিচারপতি সেই ব্যক্তিকে আদালতে হাজির হইতে আদেশ দিয়াছেন।

     

    See less
    • 0
  10. জীবন দিয়ে বাক্য রচনা: জীবন - জলের ওপর নাম জীবন। জীবন - মানুষের জীবন ক্ষনস্থায়ী। জীবন - আমি আমার জীবন শান্তিতে কাটাতে চাই।

    জীবন দিয়ে বাক্য রচনা:

    জীবন – জলের ওপর নাম জীবন।

    জীবন – মানুষের জীবন ক্ষনস্থায়ী।

    জীবন – আমি আমার জীবন শান্তিতে কাটাতে চাই।

    See less
    • 0