খুকি তোমার কিচ্ছু বোঝে না মা,
খুকি তোমার ভারি ছেলেমানুষ।
ও ভেবেছে তারা উঠছে বুঝি
আমরা যখন উড়েয়েছিলেম ফানুস।
আমি যখন খাওয়া-খাওয়া খেলি
খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি,
ও ভাবে বা সত্যি খেতে হবে
মুঠো ক’রে মুখে দেয় মা, পুরি।
সামনেতে ওর শিশুশিক্ষা খুলে
যদি বলি, “খুকি, পড়া করো’
দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে —
তোমার খুকির পড়া কেমনতরো।
আমি যদি মুখে কাপড় দিয়ে
আস্তে আস্তে আসি গুড়িগুড়ি
তোমার খুকি অম্নি কেঁদে ওঠে,
ও ভাবে বা এল জুজুবুড়ি।
আমি যদি রাগ ক’রে কখনো
মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি–
তোমার খুকি খিল্খিলিয়ে হাসে।
খেলা করছি মনে করে ও কি।
সবাই জানে বাবা বিদেশ গেছে
তবু যদি বলি “আসছে বাবা’
তাড়াতাড়ি চার দিকেতে চায়–
তোমার খুকি এম্নি বোকা হাবা।
ধোবা এলে পড়াই যখন আমি
টেনে নিয়ে তাদের বাচ্ছা গাধা,
আমি বলি “আমি গুরুমশাই’,
ও আমাকে চেঁচিয়ে ডাকে “দাদা’।
তোমার খুকি চাঁদ ধরতে চায়,
গণেশকে ও বলে যে মা গানুশ।
তোমার খুকি কিচ্ছু বোঝে না মা,
তোমার খুকি ভারি ছেলেমানুষ।
Biggo
Rabindranath Tagore
Khuki tomar kicchu bujhe na maa
Khiki Tomar bhari chelemanush
O bhebeche tara uthche buji
Amra jakhan uriyechiam fanush
Ami jakhan khawa- khawa kheli
Khelar thale sajiye niye nuri
O bhabe ba sotti khete hobe
Muth kore mukhe jey ma, puri
Shamnete or shishushikkha khule
Jadi boli, Khuki pora koro
Du hath diye pata chirte boshe
Tomar khukir pora kemontoro
Ami jodi mukhe kapor diye
Aste aste ashi guriguri
Tomar khuki omni kede uthe
O bhabe ba elo jujuburi
Ami jodi raag kore kokhono
Matha nere chokh rangiye boki
Tomar khuki khilkhiliye hashe
Khela korchi mone kore o ki
Shobai jane baba bideshe geche
Tabu jodi boli aashche baba
Taratari char dikete chay
Tomar khhuki emni buka haba
Dhoba ele porai jakhan ami
Tene niye tader baccha ghada
Tomar khuki chad dhorte chay
Ganashke o bole je ma ganush
Khuki tomar kicchu bujhe na maa
Khiki Tomar bhari chelemanush
Hridoy
বিজ্ঞ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থঃ শিশু
খুকি তোমার কিচ্ছু বোঝে না মা,
খুকি তোমার ভারি ছেলেমানুষ।
ও ভেবেছে তারা উঠছে বুঝি
আমরা যখন উড়েয়েছিলেম ফানুস।
আমি যখন খাওয়া-খাওয়া খেলি
খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি,
ও ভাবে বা সত্যি খেতে হবে
মুঠো ক’রে মুখে দেয় মা, পুরি।
সামনেতে ওর শিশুশিক্ষা খুলে
যদি বলি, “খুকি, পড়া করো’
দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে —
তোমার খুকির পড়া কেমনতরো।
আমি যদি মুখে কাপড় দিয়ে
আস্তে আস্তে আসি গুড়িগুড়ি
তোমার খুকি অম্নি কেঁদে ওঠে,
ও ভাবে বা এল জুজুবুড়ি।
আমি যদি রাগ ক’রে কখনো
মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি–
তোমার খুকি খিল্খিলিয়ে হাসে।
খেলা করছি মনে করে ও কি।
সবাই জানে বাবা বিদেশ গেছে
তবু যদি বলি “আসছে বাবা’
তাড়াতাড়ি চার দিকেতে চায়–
তোমার খুকি এম্নি বোকা হাবা।
ধোবা এলে পড়াই যখন আমি
টেনে নিয়ে তাদের বাচ্ছা গাধা,
আমি বলি “আমি গুরুমশাই’,
ও আমাকে চেঁচিয়ে ডাকে “দাদা’।
তোমার খুকি চাঁদ ধরতে চায়,
গণেশকে ও বলে যে মা গানুশ।
তোমার খুকি কিচ্ছু বোঝে না মা,
তোমার খুকি ভারি ছেলেমানুষ।
Biggo
Rabindranath Tagore
Khuki tomar kicchu bujhe na maa
Khiki Tomar bhari chelemanush
O bhebeche tara uthche buji
Amra jakhan uriyechiam fanush
Ami jakhan khawa- khawa kheli
Khelar thale sajiye niye nuri
O bhabe ba sotti khete hobe
Muth kore mukhe jey ma, puri
Shamnete or shishushikkha khule
Jadi boli, Khuki pora koro
Du hath diye pata chirte boshe
Tomar khukir pora kemontoro
Ami jodi mukhe kapor diye
Aste aste ashi guriguri
Tomar khuki omni kede uthe
O bhabe ba elo jujuburi
Ami jodi raag kore kokhono
Matha nere chokh rangiye boki
Tomar khuki khilkhiliye hashe
Khela korchi mone kore o ki
Shobai jane baba bideshe geche
Tabu jodi boli aashche baba
Taratari char dikete chay
Tomar khhuki emni buka haba
Dhoba ele porai jakhan ami
Tene niye tader baccha ghada
Tomar khuki chad dhorte chay
Ganashke o bole je ma ganush
Khuki tomar kicchu bujhe na maa
Khiki Tomar bhari chelemanush