বসেছে আজ রথের তলায়
স্নানযাত্রার মেলা–
সকাল থেকে বাদল হল,
ফুরিয়ে এল বেলা।
আজকে দিনের মেলামেশা
যত খুশি যতই নেশা
সবার চেয়ে আনন্দময়
ওই মেয়েটির হাসি–
এক পয়সায় কিনিছে ও
তালপাতার এক বাঁশি।
বাজে বাঁশি, পাতার বাঁশি
আনন্দস্বরে।
হাজার লোকের হর্ষধ্বনি
সবার উপরে।
ঠাকুরবাড়ি ঠেলাঠেলি
লোকের নাহি শেষ,
অবিশ্রান্ত বৃষ্টিধারায়
ভেসে যায় রে দেশ।
আজকে দিনের দুঃখ যত
নাই রে দুঃখ উহার মতো,
ওই-যে ছেলে কাতর চোখে
দোকান-পানে চাহি
একটা রাঙা লাঠি কিনবে
একটি পয়সা নাহি।
চেয়ে আছে নিমেষহারা,
নয়ন অরুণ–
হাজার লোকের মেলাটিরে
করেছে করুণ।
Sukh dukkho
Rabindranath Tagore
Boseche aaj rather tolay
Snanjatrar mela
Shokal theke badol holo,
Furiye elo bela
Aajke diner melamesha
Jata khushi jatai nesha
Shobar cheye anandomoy
Oi meyetir hashi
Ek poyshay kineche o
Tal patar ek bashi
Hridoy
সুখ দুঃখ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ক্ষণিকা
বসেছে আজ রথের তলায়
স্নানযাত্রার মেলা–
সকাল থেকে বাদল হল,
ফুরিয়ে এল বেলা।
আজকে দিনের মেলামেশা
যত খুশি যতই নেশা
সবার চেয়ে আনন্দময়
ওই মেয়েটির হাসি–
এক পয়সায় কিনিছে ও
তালপাতার এক বাঁশি।
বাজে বাঁশি, পাতার বাঁশি
আনন্দস্বরে।
হাজার লোকের হর্ষধ্বনি
সবার উপরে।
ঠাকুরবাড়ি ঠেলাঠেলি
লোকের নাহি শেষ,
অবিশ্রান্ত বৃষ্টিধারায়
ভেসে যায় রে দেশ।
আজকে দিনের দুঃখ যত
নাই রে দুঃখ উহার মতো,
ওই-যে ছেলে কাতর চোখে
দোকান-পানে চাহি
একটা রাঙা লাঠি কিনবে
একটি পয়সা নাহি।
চেয়ে আছে নিমেষহারা,
নয়ন অরুণ–
হাজার লোকের মেলাটিরে
করেছে করুণ।
Sukh dukkho
Rabindranath Tagore
Boseche aaj rather tolay
Snanjatrar mela
Shokal theke badol holo,
Furiye elo bela
Aajke diner melamesha
Jata khushi jatai nesha
Shobar cheye anandomoy
Oi meyetir hashi
Ek poyshay kineche o
Tal patar ek bashi