ছোট্ট আমার মেয়ে
সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে
সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে
অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে।
হাতে ছিল প্রদীপখানি,
আঁচল দিয়ে আড়াল ক’রে চলছিল সাবধানী।
আমি ছিলাম ছাতে
তারায় ভরা চৈত্রমাসের রাতে।
হঠাৎ মেয়ের কান্না শুনে, উঠে
দেখতে গেলেম ছুটে।
সিঁড়ির মধ্যে যেতে যেতে
প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে।
শুধাই তারে, “কী হয়েছে, বামী।”
সে কেঁদে কয় নিচে থেকে, “হারিয়ে গেছি আমি।”
তারায় ভরা চৈত্রমাসের রাতে
ফিরে গিয়ে ছাতে
মনে হল আকাশপানে চেয়ে
আমার বামীর মতোই যেন অমনি কে এক মেয়ে
নীলাম্বরের আঁচল্খানি ঘিরে
দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে।
নিবত যদি আলো, যদি হঠাৎ যেত থামি
আকাশ ভরে উঠত কেঁদে, “হারিয়ে গেছি আমি।”
Hariye Jaoa Poem by Rabindranath Tagore Lyrics
Rabindranath Tagore
Chotto amar meye
Sanginider daak shunte peye
Siri diye nicher tolay jacchilo shey neme
Ondhokare bhoye bhoye, theme theme
Hathe chilo prodipkhani
Aachol diye aral kore cholechilo shabdhani
Ami chiam chate
taray bhora choitramasher raate
Hotath meyer kanna shune, uthe
Dekhte gelam chute
Sirir moddhe jete jete
Prodipta tar nibhe geche batasheta
Sudhai tare, Ki hoyeche bami?
She kede koy niche theke, hariye gechi aami!
Hridoy
হারিয়ে-যাওয়া
রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : পলাতকা
ছোট্ট আমার মেয়ে
সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে
সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে
অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে।
হাতে ছিল প্রদীপখানি,
আঁচল দিয়ে আড়াল ক’রে চলছিল সাবধানী।
আমি ছিলাম ছাতে
তারায় ভরা চৈত্রমাসের রাতে।
হঠাৎ মেয়ের কান্না শুনে, উঠে
দেখতে গেলেম ছুটে।
সিঁড়ির মধ্যে যেতে যেতে
প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে।
শুধাই তারে, “কী হয়েছে, বামী।”
সে কেঁদে কয় নিচে থেকে, “হারিয়ে গেছি আমি।”
তারায় ভরা চৈত্রমাসের রাতে
ফিরে গিয়ে ছাতে
মনে হল আকাশপানে চেয়ে
আমার বামীর মতোই যেন অমনি কে এক মেয়ে
নীলাম্বরের আঁচল্খানি ঘিরে
দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে।
নিবত যদি আলো, যদি হঠাৎ যেত থামি
আকাশ ভরে উঠত কেঁদে, “হারিয়ে গেছি আমি।”
Hariye Jaoa Poem by Rabindranath Tagore Lyrics
Rabindranath Tagore
Chotto amar meye
Sanginider daak shunte peye
Siri diye nicher tolay jacchilo shey neme
Ondhokare bhoye bhoye, theme theme
Hathe chilo prodipkhani
Aachol diye aral kore cholechilo shabdhani
Ami chiam chate
taray bhora choitramasher raate
Hotath meyer kanna shune, uthe
Dekhte gelam chute
Sirir moddhe jete jete
Prodipta tar nibhe geche batasheta
Sudhai tare, Ki hoyeche bami?
She kede koy niche theke, hariye gechi aami!
Taray bhora choitramasher raate
Fire gechi chate
MOne holo akash paane cheye
Amar bamir motoi jeno omni ke ek meye
Nilamborer aacholkhani ghire
Deepshikati bachiye eka chilche dhire dhire
Nibot jodi aalo, jodi hotath jeto thami
Akash bhore uthto kede, Hariye gechi ami!