যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য ,
চুলে মুখে রং মাখতে হয়,
গায়ে সুগন্ধী ছিটোতে হয়,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,
শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,
যদি তলপেটের মেদ,
যদি গলার বা চোখের কিনারের ভাঁজ
কায়দা করে লুকোতে হয়,
তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।
প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,
যা কিছু খুঁত,যা কিছুই ভুলভাল অসুন্দর থাক,
সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!
এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক
তো দেখি না!
Poem- Prem
Taslima Nasrin
Jodi amake kajol porte hoy tomar jonno,
Chule mukhe rong makhte hoy,
Gaye sugandhi chitote hoy,
Sobcheye valo sarita jodi porte hoy,
Sudhu tumi dekhbe bole malata churita pore sajte hoy,
Jodi talpeter med,
Jodi golar ba chokher kinarer vaj kayda kore lukate hoy,
Tobe tomar songe onnokichu, prem amar noy.
Prem hole amar ja kichu elomelo
Ja kichu khut, ja ja kichu vulbal, osundoroi thak,
Samne darabo, tumi valobashbe
Ke boleche prem khub sahaj, chailei hoy
Eto je purush charidike, koi,
Premik to dekhina
Hridoy
প্রেম
তসলিমা নাসরিন
যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য ,
চুলে মুখে রং মাখতে হয়,
গায়ে সুগন্ধী ছিটোতে হয়,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,
শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,
যদি তলপেটের মেদ,
যদি গলার বা চোখের কিনারের ভাঁজ
কায়দা করে লুকোতে হয়,
তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।
প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,
যা কিছু খুঁত,যা কিছুই ভুলভাল অসুন্দর থাক,
সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!
এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক
তো দেখি না!
Poem- Prem
Taslima Nasrin
Jodi amake kajol porte hoy tomar jonno,
Chule mukhe rong makhte hoy,
Gaye sugandhi chitote hoy,
Sobcheye valo sarita jodi porte hoy,
Sudhu tumi dekhbe bole malata churita pore sajte hoy,
Jodi talpeter med,
Jodi golar ba chokher kinarer vaj kayda kore lukate hoy,
Tobe tomar songe onnokichu, prem amar noy.
Prem hole amar ja kichu elomelo
Ja kichu khut, ja ja kichu vulbal, osundoroi thak,
Samne darabo, tumi valobashbe
Ke boleche prem khub sahaj, chailei hoy
Eto je purush charidike, koi,
Premik to dekhina