করোনা মহামারির পেক্ষাপটে কবি সায়ন দাসের লেখা যথেষ্ট সুন্দর একটি কবিতা। যদিও কবি এই কবিতার কোন নামকরন করেননি কিন্তু অনেক জায়গায় শঙ্কচিল নামে প্রকাশিত হয়েছে।
* উল্লেখ্য যে এই কবিতাটি যখন জনগনের কাছে উম্মুক্ত হয় তখন কবির নাম নিয়ে রীতিমত মতভেদ দেখা দেয়।কেউ কেউ জীবনানন্দ দাশ আবার কেউ কেউ পার্থ মুখার্জি এই কবিতাটি লিখেছেন বলে দাবি করেন। পরে কবি সায়ন দাস নিজে ফেইসবুক লাইভ এ এসে কবিতাটি নিয়ে খুলাসা করেন।
কবি- সায়ন দাস
আমাদের দেখা হোক মহামারী শেষে,
আমাদের দেখা হোক জিতে ফিরে এসে।
আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে,
আমাদের দেখা হোক সবুজ সকালে।
আমাদের দেখা হোক কান্নার ওপারে,
আমাদের দেখা হোক সুখের শহরে।
আমাদের দেখা হোক হাতের তালুতে,
আমাদের দেখা হোক ভোরের আলোতে।
আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে,
আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে।
আমাদের দেখা হোক আগের মত করে।
আমাদের দেখা হোক সুস্থ শহরে.
Hridoy
করোনা মহামারির পেক্ষাপটে কবি সায়ন দাসের লেখা যথেষ্ট সুন্দর একটি কবিতা। যদিও কবি এই কবিতার কোন নামকরন করেননি কিন্তু অনেক জায়গায় শঙ্কচিল নামে প্রকাশিত হয়েছে।
* উল্লেখ্য যে এই কবিতাটি যখন জনগনের কাছে উম্মুক্ত হয় তখন কবির নাম নিয়ে রীতিমত মতভেদ দেখা দেয়।কেউ কেউ জীবনানন্দ দাশ আবার কেউ কেউ পার্থ মুখার্জি এই কবিতাটি লিখেছেন বলে দাবি করেন। পরে কবি সায়ন দাস নিজে ফেইসবুক লাইভ এ এসে কবিতাটি নিয়ে খুলাসা করেন।
কবি- সায়ন দাস
আমাদের দেখা হোক মহামারী শেষে,
আমাদের দেখা হোক জিতে ফিরে এসে।
আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে,
আমাদের দেখা হোক সবুজ সকালে।
আমাদের দেখা হোক কান্নার ওপারে,
আমাদের দেখা হোক সুখের শহরে।
আমাদের দেখা হোক হাতের তালুতে,
আমাদের দেখা হোক ভোরের আলোতে।
আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে,
আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে।
আমাদের দেখা হোক আগের মত করে।
আমাদের দেখা হোক সুস্থ শহরে.
মহামারি নিয়ে আরও কবিতা :
এ যাত্রায় বেঁচে গেলে – সহস্র সুমন
করোনা নামের মহামারি তুমি যাও – নচিকেতা
Amader dekha hok mohamari seshe poem lyrics:
Poet – Sayan Das
Amader dekha hok mohamari seshe
Amader dekha hok jite fire eshe.
Amader dekha hok jibanu ghumale,
Amader dekha hok sabuj shokale
Amader dekha hok kannar opare
Amader dekha hok sukher sohore
Amader dekha hok hater talute
Amader dekha hok bhorer alote.
Amader dekha hok bigyan jitle,
Amader dekha hok mrityu here gele
Amader dekha hok ager moto kore
Amader dekha hok susto sohore.