ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
ইংলিশে ও ‘রাইমস’ বলে
‘ডিবেট’ করে, পড়াও চলে
আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ।
কী লাভ বলুন বাংলা প’ড়ে?
বিমান ছেড়ে ঠেলায় চড়ে?
বেঙ্গলি ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ তাই, তেমন ভালোবাসে না
জানে দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
বাংলা আবার ভাষা নাকি, নেই কোনও ‘চার্ম’ বেঙ্গলিতে
সহজ-সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে?
ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক
হিন্দি সুইট সায়েন্টিফিক
বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর ‘প্লেস’ এদের পাশে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
বাংলা যেন কেমন-কেমন, খুউব দুর্বল প্যানপ্যানে
শুনলে বেশি গা জ্ব’লে যায়, একঘেয়ে আর ঘ্যানঘ্যানে।
কীসের গরব? কীসের আশা?
আর চলে না বাংলা ভাষা
কবে যেন হয় ‘বেঙ্গলি ডে’, ফেব্রুয়ারি মাসে না?
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা
বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা।
এই ভাষাতে দিবানিশি
হয় শুধু ভাই ‘পি.এন.পি.সি’
এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
বাংলা ভাষা নিয়েই নাকি এংলা-প্যাংলা সবাই মুগ্ধ
বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ
মায়ের দুধের বড়ই অভাব
কৌটোর দুধ খাওয়াই স্বভাব
ওই দুধে তেজ-তাকত হয় না, বাংলাও তাই হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
বিদেশে কী বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা
বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা।
আজ ইংলিশ বিশ্বভাষা
বাংলা ফিনিশ, নিঃস্ব আশা
বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
শেক্সপীয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলী বা কীটস বা বায়রন
ভাষা ওদের কী বলিষ্ঠ, শক্ত-সবল যেন আয়রন
কাজী নজরুল- রবীন্দ্রনাথ
ওদের কাছে তুচ্ছ নেহাত
মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে-উচছ্বাসে না
জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা।
English Transliteration:
Poem- Banglaṭa ṭhik asena
Bhabani Prasad Majumdar
Chele amar khub ‘serious’ kothay-kothay hase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
English o ‘rhymes’ bole
‘Debate’ kore, poṛa’o chole
Amar chele khub ‘positive’ alik shopne bhase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
‘English’ or gule khawa, oṭa’i ‘first’ language
Hindi second, satti bolchi, hindite or daruṇ tej.
Ki labh boluna bangla poṛe?
Biman cheṛe ṭhelay chore?
Bengali ‘third language’ ta’i, teman bhalobase na
Jane dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Bangla abar bhaṣa naki, ne’i kuno ‘charm’ bengalite
Sahaj-saral e’i kothaṭa lajja kiser mene nite?
English very fantastic
Hindi sweet scientific
Bengali is glamor less, or ‘place’ eder pashe na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Bangla jeno kemon-kemon, khub-e durbal panpane
Shunle besi ga jole jay, ekgheye ar gangane.
Kiser garob? Kiser asa?
Ar chole na bangla bhaṣa
kobe jeno hoya ‘bengali ḍay’, February mase na?
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
English besh bombastic shobde ṭhasa daruṇ bhaṣa
Bengali is disgusting, disgusting sarbanasa.
E’i bhaṣate dibanisi
Hoy sudhu bha’i ‘Pi.Ean.Pi.Si’
E’i bhaṣa ta’i holeo dishi, saba’i bhalobase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Bideshe ki bangla chole? Ke’u bojhe na bangla kotha
bangla niye borai korar cheye’o bhalo nirabata.
Aj English bishobhaṣa
bangla finish, nisḥwa asha
bangla niye ajakal ke’u sukher shorge bhase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Shakespeare, Wordsworth, Shelley ba Keats ba Byron
bhaṣa oder ki boliṣṭha, sakta-sabal jeno iron
Kazi Nazrul- Rabindranath
Oder kache tuccho nehat
Michel here Banglay phere, abege-ucchashe na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Hridoy
বাংলাটা ঠিক আসে না!
ভবানীপ্রসাদ মজুমদার
ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
ইংলিশে ও ‘রাইমস’ বলে
‘ডিবেট’ করে, পড়াও চলে
আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ।
কী লাভ বলুন বাংলা প’ড়ে?
বিমান ছেড়ে ঠেলায় চড়ে?
বেঙ্গলি ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ তাই, তেমন ভালোবাসে না
জানে দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
বাংলা আবার ভাষা নাকি, নেই কোনও ‘চার্ম’ বেঙ্গলিতে
সহজ-সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে?
ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক
হিন্দি সুইট সায়েন্টিফিক
বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর ‘প্লেস’ এদের পাশে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
বাংলা যেন কেমন-কেমন, খুউব দুর্বল প্যানপ্যানে
শুনলে বেশি গা জ্ব’লে যায়, একঘেয়ে আর ঘ্যানঘ্যানে।
কীসের গরব? কীসের আশা?
আর চলে না বাংলা ভাষা
কবে যেন হয় ‘বেঙ্গলি ডে’, ফেব্রুয়ারি মাসে না?
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা
বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা।
এই ভাষাতে দিবানিশি
হয় শুধু ভাই ‘পি.এন.পি.সি’
এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
বাংলা ভাষা নিয়েই নাকি এংলা-প্যাংলা সবাই মুগ্ধ
বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ
মায়ের দুধের বড়ই অভাব
কৌটোর দুধ খাওয়াই স্বভাব
ওই দুধে তেজ-তাকত হয় না, বাংলাও তাই হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
বিদেশে কী বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা
বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা।
আজ ইংলিশ বিশ্বভাষা
বাংলা ফিনিশ, নিঃস্ব আশা
বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
শেক্সপীয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলী বা কীটস বা বায়রন
ভাষা ওদের কী বলিষ্ঠ, শক্ত-সবল যেন আয়রন
কাজী নজরুল- রবীন্দ্রনাথ
ওদের কাছে তুচ্ছ নেহাত
মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে-উচছ্বাসে না
জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা।
English Transliteration:
Poem- Banglaṭa ṭhik asena
Bhabani Prasad Majumdar
Chele amar khub ‘serious’ kothay-kothay hase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
English o ‘rhymes’ bole
‘Debate’ kore, poṛa’o chole
Amar chele khub ‘positive’ alik shopne bhase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
‘English’ or gule khawa, oṭa’i ‘first’ language
Hindi second, satti bolchi, hindite or daruṇ tej.
Ki labh boluna bangla poṛe?
Biman cheṛe ṭhelay chore?
Bengali ‘third language’ ta’i, teman bhalobase na
Jane dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Bangla abar bhaṣa naki, ne’i kuno ‘charm’ bengalite
Sahaj-saral e’i kothaṭa lajja kiser mene nite?
English very fantastic
Hindi sweet scientific
Bengali is glamor less, or ‘place’ eder pashe na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Bangla jeno kemon-kemon, khub-e durbal panpane
Shunle besi ga jole jay, ekgheye ar gangane.
Kiser garob? Kiser asa?
Ar chole na bangla bhaṣa
kobe jeno hoya ‘bengali ḍay’, February mase na?
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
English besh bombastic shobde ṭhasa daruṇ bhaṣa
Bengali is disgusting, disgusting sarbanasa.
E’i bhaṣate dibanisi
Hoy sudhu bha’i ‘Pi.Ean.Pi.Si’
E’i bhaṣa ta’i holeo dishi, saba’i bhalobase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Bangla bhaṣa niye’ naki engla-pangla shobai mugdha
Bangla jader matr̥ibhaṣa, bangla jader matr̥idugdha
Mayer dudher boroi obhab
Kauṭor dudh khawa’i sbobhab
O’i dudhe tej-takat hoy na, Bangla’o ta’i hashe na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Bideshe ki bangla chole? Ke’u bojhe na bangla kotha
bangla niye borai korar cheye’o bhalo nirabata.
Aj English bishobhaṣa
bangla finish, nisḥwa asha
bangla niye ajakal ke’u sukher shorge bhase na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Shakespeare, Wordsworth, Shelley ba Keats ba Byron
bhaṣa oder ki boliṣṭha, sakta-sabal jeno iron
Kazi Nazrul- Rabindranath
Oder kache tuccho nehat
Michel here Banglay phere, abege-ucchashe na
Janen dada, amar cheler, banglaṭa ṭhik asena.
Dibyajyoti Datta Official
কতো সালে এটি লেখা হয়েছিল?