এখনো তো বড়ো হই নি আমি,
ছোটো আছি ছেলেমানুষ ব’লে।
দাদার চেয়ে অনেক মস্ত হব
বড়ো হয়ে বাবার মতো হলে।
দাদা তখন পড়তে যদি না চায়,
পাখির ছানা পোষে কেবল খাঁচায়,
তখন তারে এমনি বকে দেব!
বলব, “তুমি চুপটি ক’রে পড়ো।’
বলব, “তুমি ভারি দুষ্টু ছেলে’ —
যখন হব বাবার মতো বড়ো।
তখন নিয়ে দাদার খাঁচাখানা
ভালো ভালো পুষব পাখির ছানা।
সাড়ে দশটা যখন যাবে বেজে
নাবার জন্যে করব না তো তাড়া।
ছাতা একটা ঘাড়ে ক’রে নিয়ে
চটি পায়ে বেড়িয়ে আসব পাড়া।
গুরুমশায় দাওয়ায় এলে পরে
চৌকি এনে দিতে বলব ঘরে,
তিনি যদি বলেন “সেলেট কোথা?
দেরি হচ্ছে, বসে পড়া করো’
আমি বলব, “খোকা তো আর নেই,
হয়েছি যে বাবার মতো বড়ো।’
গুরুমশায় শুনে তখন কবে,
“বাবুমশায়, আসি এখন তবে।’
খেলা করতে নিয়ে যেতে মাঠে
ভুলু যখন আসবে বিকেল বেলা,
আমি তাকে ধমক দিয়ে কব,
“কাজ করছি, গোল কোরো না মেলা।’
রথের দিনে খুব যদি ভিড় হয়
একলা যাব, করব না তো ভয় —
মামা যদি বলেন ছুটে এসে
“হারিয়ে যাবে, আমার কোলে চড়ো’
বলব আমি, “দেখছ না কি মামা,
হয়েছি যে বাবার মতো বড়ো।’
দেখে দেখে মামা বলবে, “তাই তো,
খোকা আমার সে খোকা আর নাই তো।’
আমি যেদিন প্রথম বড়ো হব
মা সেদিনে গঙ্গাস্নানের পরে
আসবে যখন খিড়কি-দুয়োর দিয়ে
ভাববে “কেন গোল শুনি নে ঘরে।’
তখন আমি চাবি খুলতে শিখে
যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে,
মা দেখে তাই বলবে তাড়াতাড়ি,
“খোকা, তোমার খেলা কেমনতরো।’
আমি বলব, “মাইনে দিচ্ছি আমি,
হয়েছি যে বাবার মতো বড়ো।
ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার,
যত চাই মা, এনে দেব আবার।’
আশ্বিনেতে পুজোর ছুটি হবে,
মেলা বসবে গাজনতলার হাটে,
বাবার নৌকো কত দূরের থেকে
লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে।
বাবা মনে ভাববে সোজাসুজি,
খোকা তেমনি খোকাই আছে বুঝি,
ছোটো ছোটো রঙিন জামা জুতো
কিনে এনে বলবে আমায় “পরো’।
আমি বলব, “দাদা পরুক এসে,
আমি এখন তোমার মতো বড়ো।
দেখছ না কি যে ছোটো মাপ জামার–
পরতে গেলে আঁট হবে যে আমার।’
Ekhono to boro hoini ami
Choto aachi chelemanush bolo.
Dadar cheye onek mosto hobo
Boro hoye babar moto hole.
Dada takhan jodi porte na chay
Pakhir chana poshe kebol khachay,
Takhan tare emni boke debo!
Bolbo, “Tumi chupti kore poro”
Bolbo, “tumi bhari dusto chele”
Jakhan hobo babar moto boro
Takhan niye dadar khachakhana
Valo valo pushbo pakhir chana
Share dashta jakhan jabe beje
Nabar jonno korbo na to tara.
Chata ekta ghare kore niye
Choti paye beriye aashbo para
Gurumoshay daway ele pore
chouki ene dite bolobo ghore,
Tini jadi bolen “selet kutha”?
Deri hocche, “boshe pora koro.
Amo bolbo, “khoka to ar nei,
hoyechi je babar moto boro”
Gurumoshay shune takhan kobe,
“babumoshay, aashi ekhon tobe.
Khela korte niye jete mathe
Bhulu jakhan aashbe bikelbela,
Ami take dhamak diye kobo,
“kaj korchi, gol koro na mela”
rather din khub bhir hoy
Ekla jabo korbo na to bhoy
Mama jadi bolen chute eshe
“hariye jabe, amar kole choro”
Bolbo ami, “Dekhcho na ki mama,
Hoyechi je babar moto boro”
dekhe dekhe mama bolbe, “tai to,
Khoka amar she khoka aar nai to”
Ami jedin prothom boro hobo
Maa shedine gongasnaner pore
Aashbe jakhan Khirki-duwar diye
Bhabbe “Keno gol shuni ne ghore”
takhan ami chabi khulte shikhe
joto icche taka dicchi jhike,
Maa dekhe tai bolbe taratari,
“khoka, tomar khela kemontoro”
Ami bolbo, maine dicchi ami,
Hoyechi je babar moto boro
Furoy jadi taka, furoy khabar,
Jata chai maa, ene debo abar
Aashinete pujor chuti hobe,
Mela boshbe gajantalar hate,
Babar nouko koto durer theke
Lagbe eshe babuganjer ghate.
Baba mone bhabbe shujashuji,
Khoka temni khoka i aache bujhi,
Choto choto rangin jama juto
Kine ene bolbe amay “porp”
Ami bolbo, “dada paruk eshe,
Ami ekhon tumar moto boro.
Dekhcho na ki je choto map jamar-
porte gele aat hobe je amar.
এখনো তো বড় হইনি আমি,
ছোট আছি, ছেলেমানুষ বলে,
দাদার মতো অনেক মস্ত হবো,
বড় হয়ে বাবার মতো হলে।
দাদা তখন পড়তে যদি না চায়,
পাখির ছানা পোষে কেবল খাঁচায়,
তখন তাকে এমনি বকে দেবো,
বলবো তুমি ভারি দুষ্টু ছেলে,
বলবো তুমি চুপটি করে পড়ো,
যখন হবো বাবার মতো বড়।
তখন নিয়ে দাদার খাঁচা খানা,
ভালো ভালো পুষবো পাখির ছানা,
সাড়ে দশটা যখন যাবে বেজে,
নাবার জন্য করবো না তো তাড়া,
ছাতা একটা ঘাড়ে করে নিয়ে,
চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া।
বুড়োমশায় দাওয়ায় এলে পরে,
চৌকি এনে দিতে বলবো ঘরে,
তিনি যদি বলেন, “খোকা দেরি হচ্ছে,
সেলেট কোথা? বসে পড়া করো”
আমি বলবো, খোকা তো আর নেই,
হয়েছি যে বাবার মতো বড়।
বুড়োমশায় শুনে তখন কবে,
বাবুমশায়, আসি এখন তবে।
খেলা করতে নিয়ে যেতে মাঠে,
বুলু যখন আসবে বিকেল বেলা,
আমি তাকে ধমক দিয়ে কবো,
কাজ করছি, গোল কোরো না মেলা।
রথের দিনে খুব যদি ভীড় হয়,
একলা যাবো, করবো না তো ভয়,
মামা যদি বলে ছুটে এসে,
খোকা, হারিয়ে যাবে, কোলে চড়ো,
আমি বলবো, দেখছো না কি মামা,
হয়েছি যে বাবার মতো বড়।
দেখে দেখে মামা বলবে,
তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো..
মা, আমি যেদিন প্রথম বড় হবো,
সেদিন গঙ্গাস্নানের পরে আসবে যখন খিড়কী দুয়োর দিয়ে,
ভাববে কেন গোল শুনিনে ঘরে!
আমি তখন চাবি খুলতে শিখে,
যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝি কে,
তুমি দেখে বলবে তাড়াতাড়ি,
খোকা, তোমার খেলা কেমনতর,
আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়,
ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার,
যত চাই মা, এনে দেবো আবার।
আশ্বিনে তে পূজার ছুটি হবে,
মেলা বসবে গাঁজনতলার মাঠে,
বাবার নৌকো কতোদূরের থেকে,
লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে,
বাবা মনে ভাববে সোজাসুজি,
খোকা তেমনি খোকাই আছে বুঝি,
ছোট ছোট রঙিন জামাজুতো কিনে এনে, বলবে আমায়, পরো,
আমি বলবো, দাদা পরুক এসে,
আমি এখন তোমার মতো বড়,
দেখছো না কি! যে ছোট মাপ জামার,
পরতে গেলে আঁট হবে যে আমার।
Hridoy
ছোটোবড়ো- রবীন্দ্রনাথ ঠাকুর
এখনো তো বড়ো হই নি আমি,
ছোটো আছি ছেলেমানুষ ব’লে।
দাদার চেয়ে অনেক মস্ত হব
বড়ো হয়ে বাবার মতো হলে।
দাদা তখন পড়তে যদি না চায়,
পাখির ছানা পোষে কেবল খাঁচায়,
তখন তারে এমনি বকে দেব!
বলব, “তুমি চুপটি ক’রে পড়ো।’
বলব, “তুমি ভারি দুষ্টু ছেলে’ —
যখন হব বাবার মতো বড়ো।
তখন নিয়ে দাদার খাঁচাখানা
ভালো ভালো পুষব পাখির ছানা।
সাড়ে দশটা যখন যাবে বেজে
নাবার জন্যে করব না তো তাড়া।
ছাতা একটা ঘাড়ে ক’রে নিয়ে
চটি পায়ে বেড়িয়ে আসব পাড়া।
গুরুমশায় দাওয়ায় এলে পরে
চৌকি এনে দিতে বলব ঘরে,
তিনি যদি বলেন “সেলেট কোথা?
দেরি হচ্ছে, বসে পড়া করো’
আমি বলব, “খোকা তো আর নেই,
হয়েছি যে বাবার মতো বড়ো।’
গুরুমশায় শুনে তখন কবে,
“বাবুমশায়, আসি এখন তবে।’
খেলা করতে নিয়ে যেতে মাঠে
ভুলু যখন আসবে বিকেল বেলা,
আমি তাকে ধমক দিয়ে কব,
“কাজ করছি, গোল কোরো না মেলা।’
রথের দিনে খুব যদি ভিড় হয়
একলা যাব, করব না তো ভয় —
মামা যদি বলেন ছুটে এসে
“হারিয়ে যাবে, আমার কোলে চড়ো’
বলব আমি, “দেখছ না কি মামা,
হয়েছি যে বাবার মতো বড়ো।’
দেখে দেখে মামা বলবে, “তাই তো,
খোকা আমার সে খোকা আর নাই তো।’
আমি যেদিন প্রথম বড়ো হব
মা সেদিনে গঙ্গাস্নানের পরে
আসবে যখন খিড়কি-দুয়োর দিয়ে
ভাববে “কেন গোল শুনি নে ঘরে।’
তখন আমি চাবি খুলতে শিখে
যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে,
মা দেখে তাই বলবে তাড়াতাড়ি,
“খোকা, তোমার খেলা কেমনতরো।’
আমি বলব, “মাইনে দিচ্ছি আমি,
হয়েছি যে বাবার মতো বড়ো।
ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার,
যত চাই মা, এনে দেব আবার।’
আশ্বিনেতে পুজোর ছুটি হবে,
মেলা বসবে গাজনতলার হাটে,
বাবার নৌকো কত দূরের থেকে
লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে।
বাবা মনে ভাববে সোজাসুজি,
খোকা তেমনি খোকাই আছে বুঝি,
ছোটো ছোটো রঙিন জামা জুতো
কিনে এনে বলবে আমায় “পরো’।
আমি বলব, “দাদা পরুক এসে,
আমি এখন তোমার মতো বড়ো।
দেখছ না কি যে ছোটো মাপ জামার–
পরতে গেলে আঁট হবে যে আমার।’
আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতাসমূহ
In English font:
Chotoboro
Rabindranath Tagore
Ekhono to boro hoini ami
Choto aachi chelemanush bolo.
Dadar cheye onek mosto hobo
Boro hoye babar moto hole.
Dada takhan jodi porte na chay
Pakhir chana poshe kebol khachay,
Takhan tare emni boke debo!
Bolbo, “Tumi chupti kore poro”
Bolbo, “tumi bhari dusto chele”
Jakhan hobo babar moto boro
Takhan niye dadar khachakhana
Valo valo pushbo pakhir chana
Share dashta jakhan jabe beje
Nabar jonno korbo na to tara.
Chata ekta ghare kore niye
Choti paye beriye aashbo para
Gurumoshay daway ele pore
chouki ene dite bolobo ghore,
Tini jadi bolen “selet kutha”?
Deri hocche, “boshe pora koro.
Amo bolbo, “khoka to ar nei,
hoyechi je babar moto boro”
Gurumoshay shune takhan kobe,
“babumoshay, aashi ekhon tobe.
Khela korte niye jete mathe
Bhulu jakhan aashbe bikelbela,
Ami take dhamak diye kobo,
“kaj korchi, gol koro na mela”
rather din khub bhir hoy
Ekla jabo korbo na to bhoy
Mama jadi bolen chute eshe
“hariye jabe, amar kole choro”
Bolbo ami, “Dekhcho na ki mama,
Hoyechi je babar moto boro”
dekhe dekhe mama bolbe, “tai to,
Khoka amar she khoka aar nai to”
Ami jedin prothom boro hobo
Maa shedine gongasnaner pore
Aashbe jakhan Khirki-duwar diye
Bhabbe “Keno gol shuni ne ghore”
takhan ami chabi khulte shikhe
joto icche taka dicchi jhike,
Maa dekhe tai bolbe taratari,
“khoka, tomar khela kemontoro”
Ami bolbo, maine dicchi ami,
Hoyechi je babar moto boro
Furoy jadi taka, furoy khabar,
Jata chai maa, ene debo abar
Aashinete pujor chuti hobe,
Mela boshbe gajantalar hate,
Babar nouko koto durer theke
Lagbe eshe babuganjer ghate.
Baba mone bhabbe shujashuji,
Khoka temni khoka i aache bujhi,
Choto choto rangin jama juto
Kine ene bolbe amay “porp”
Ami bolbo, “dada paruk eshe,
Ami ekhon tumar moto boro.
Dekhcho na ki je choto map jamar-
porte gele aat hobe je amar.
Dhruba Chakraborty
এখনো তো বড় হইনি আমি,
ছোট আছি, ছেলেমানুষ বলে,
দাদার মতো অনেক মস্ত হবো,
বড় হয়ে বাবার মতো হলে।
দাদা তখন পড়তে যদি না চায়,
পাখির ছানা পোষে কেবল খাঁচায়,
তখন তাকে এমনি বকে দেবো,
বলবো তুমি ভারি দুষ্টু ছেলে,
বলবো তুমি চুপটি করে পড়ো,
যখন হবো বাবার মতো বড়।
তখন নিয়ে দাদার খাঁচা খানা,
ভালো ভালো পুষবো পাখির ছানা,
সাড়ে দশটা যখন যাবে বেজে,
নাবার জন্য করবো না তো তাড়া,
ছাতা একটা ঘাড়ে করে নিয়ে,
চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া।
বুড়োমশায় দাওয়ায় এলে পরে,
চৌকি এনে দিতে বলবো ঘরে,
তিনি যদি বলেন, “খোকা দেরি হচ্ছে,
সেলেট কোথা? বসে পড়া করো”
আমি বলবো, খোকা তো আর নেই,
হয়েছি যে বাবার মতো বড়।
বুড়োমশায় শুনে তখন কবে,
বাবুমশায়, আসি এখন তবে।
খেলা করতে নিয়ে যেতে মাঠে,
বুলু যখন আসবে বিকেল বেলা,
আমি তাকে ধমক দিয়ে কবো,
কাজ করছি, গোল কোরো না মেলা।
রথের দিনে খুব যদি ভীড় হয়,
একলা যাবো, করবো না তো ভয়,
মামা যদি বলে ছুটে এসে,
খোকা, হারিয়ে যাবে, কোলে চড়ো,
আমি বলবো, দেখছো না কি মামা,
হয়েছি যে বাবার মতো বড়।
দেখে দেখে মামা বলবে,
তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো..
মা, আমি যেদিন প্রথম বড় হবো,
সেদিন গঙ্গাস্নানের পরে আসবে যখন খিড়কী দুয়োর দিয়ে,
ভাববে কেন গোল শুনিনে ঘরে!
আমি তখন চাবি খুলতে শিখে,
যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝি কে,
তুমি দেখে বলবে তাড়াতাড়ি,
খোকা, তোমার খেলা কেমনতর,
আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়,
ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার,
যত চাই মা, এনে দেবো আবার।
আশ্বিনে তে পূজার ছুটি হবে,
মেলা বসবে গাঁজনতলার মাঠে,
বাবার নৌকো কতোদূরের থেকে,
লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে,
বাবা মনে ভাববে সোজাসুজি,
খোকা তেমনি খোকাই আছে বুঝি,
ছোট ছোট রঙিন জামাজুতো কিনে এনে, বলবে আমায়, পরো,
আমি বলবো, দাদা পরুক এসে,
আমি এখন তোমার মতো বড়,
দেখছো না কি! যে ছোট মাপ জামার,
পরতে গেলে আঁট হবে যে আমার।