লুকোচুরি (রবীন্দ্রনাথ ঠাকুর) Poem Lukochuri Rabindranath Tagore Bengali Script?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
জিজ্ঞেস করুন আপনার যে কোনো প্রশ্ন আর যুক্ত থাকুন সবসময়
Create A New Account
Nibedita Paul
লুকোচুরি
আমি যদি দুষ্টুমি ক’রে
চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,
ভোরের বেলা মা গো, ডালের ‘পরে
কচি পাতায় করি লুটোপুটি,
তবে তুমি আমার কাছে হারো,
তখন কি মা চিনতে আমায় পারো।
তুমি ডাক, “খোকা কোথায় ওরে।’
আমি শুধু হাসি চুপটি করে।
যখন তুমি থাকবে যে কাজ নিয়ে
সবই আমি দেখব নয়ন মেলে।
স্নানটি করে চাঁপার তলা দিয়ে
আসবে তুমি পিঠেতে চুল ফেলে;
এখান দিয়ে পুজোর ঘরে যাবে,
দূরের থেকে ফুলের গন্ধ পাবে —
তখন তুমি বুঝতে পারবে না সে
তোমার খোকার গায়ের গন্ধ আসে।
দুপুর বেলা মহাভারত-হাতে
বসবে তুমি সবার খাওয়া হলে,
গাছের ছায়া ঘরের জানালাতে
পড়বে এসে তোমার পিঠে কোলে,
আমি আমার ছোট্ট ছায়াখানি
দোলাব তোর বইয়ের ‘পরে আনি —
তখন তুমি বুঝতে পারবে না সে
তোমার চোখে খোকার ছায়া ভাসে।
সন্ধেবেলায় প্রদীপখানি জ্বেলে
যখন তুমি যাবে গোয়ালঘরে
তখন আমি ফুলের খেলা খেলে
টুপ্ করে মা, পড়ব ভুঁয়ে ঝরে।
আবার আমি তোমার খোকা হব,
“গল্প বলো’ তোমায় গিয়ে কব।
তুমি বলবে, “দুষ্টু, ছিলি কোথা।’
আমি বলব, “বলব না সে কথা ।
In English Script:
Lukkochuri
Rabindranath Tagore
Ami jodi dushtomi kore
Chapar gache chapa hoye futi
Bhorer bela ma go, daler pore
Kochi patay kori lotoputi,
Tobe tumi amar kache haro,
Takhan ki maa chinte amay paro
Tumi dako, ‘kokha kothay ore.’
Ami shudhu hashi chupti kore.
Jakhan tumi thakbe je kaj niye
Shoboi ami dekhbo nayan mele
snanti kore chapar tola diye
Ashbe tumi pithe te chul fele
Ekhan diye pujar ghore jabe
Durer theke fuler gando pabe
Takhan tumi bujte parbe na she
Tumar khukar gayer gandha aashe .
Dupur bela mohabharat hate
Boshbe tumi shobar khawa hole,
Gacher chaya ghorer janalate
Porbe eshe tumar pithe kule,
Ami amar chutto chayaklhani
Dolabo tor boiyer “pore ani-
Takhan tumi bujhte parbe na she
Tumar khukar gayer gandha aashe.
Shondhabelay prodikhani jele
Jakhan tumi jabe guwalghore
Takhan ami fuler khela khele
Tup kore maa, porbo bhuye jhore
Abar ami tumar khokha hobo,
‘Golpo bolo’ Tumay giye kobo.
Tumi bolbe, ‘Dustu chele kotha.’
Ami bolbo, ‘bolbo na she kotha.’