আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,
আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে॥
এই পুরাতন হৃদয় আমার আজি
পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি
নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে॥
রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে
নব তৃণদলে বাদলের ছায়া পড়ে।
‘এসেছে এসেছে’ এই কথা বলে প্রাণ,
‘এসেছে এসেছে’ উঠিতেছে এই গান–
নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে॥
আবার এসেছে আষাঢ়
Hridoy
আবার এসেছে আষাঢ়
রবীন্দ্রনাথ ঠাকুর
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,
আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে॥
এই পুরাতন হৃদয় আমার আজি
পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি
নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে॥
রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে
নব তৃণদলে বাদলের ছায়া পড়ে।
‘এসেছে এসেছে’ এই কথা বলে প্রাণ,
‘এসেছে এসেছে’ উঠিতেছে এই গান–
নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে॥
আবার এসেছে আষাঢ়
In English Font:
Abar Eseche Ashar
-Rabindranath tagore
Abar esheche Ashar akash cheye
aashe bristir subash batash beye.
ei puraton hridoy amar aaji
Puloke duliya uthiche abar baji
Natun megher ghonimar pane cheye
Rahiya rahiya bipul mather pore
Naba trinodole badoler chaya pore
Eseche eseche ei kotha bole pran
Eseche eseche uthiteche ei gaan
Nayane eseche, Hridoye eseche dheye.