মেয়ে: তুমি কি চাও আমার ভালবাসা ?
ছেলে: হ্যাঁ, চাই !
মেয়ে: গায়ে কিন্তু তার কাদা মাখা !
ছেলে: যেমন তেমনিভাবেই চাই ।
মেয়ে: আমার আখেরে কী হবে বলা হোক ।
ছেলে: বেশ!
মেয়ে: আর আমি জিগ্যেস করতে চাই ।
ছেলে: করো ।
মেয়ে: ধরো’ আমি কড়া নাড়লাম ।
ছেলে: আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব !
মেয়ে: ধরো’ তোমাকে তলব করলাম ।
ছেলে: আমি হুজুরে হাজির হব ।
মেয়ে: তাতে যদি বিপদ ঘটে ?
ছেলে: আমি সে বিপদে ঝাঁপ দেব ।
মেয়ে: যদি তোমার সঙ্গে প্রতারণা করি?
ছেলে: আমি ক্ষমা করে দেব ।
মেয়ে: তোমাকে তর্জনী তুলে বলব, গান গাও ।
ছেলে: আমি গাইব ।
মেয়ে: বলব,কোনো বন্ধু এলে তার মুখের ওপর দরজা বন্ধ করে দাও।
ছেলে: বন্ধ করে দেব ।
মেয়ে: তোমাকে বলব, প্রাণ নাও ।
ছেলে: আমি নেব ।
মেয়ে: বলব, প্রাণ দাও ।
ছেলে: দেব ।
মেয়ে: যদি তলিয়ে যাই ?
ছেলে: আমি টেনে তুলবো ।
মেয়ে: তাতে যদি ব্যথা লাগে ?
ছেলে: সহ্য করব ।
মেয়ে: আর যদি থাকে বাধার দেয়াল ?
ছেলে: ভেঙ্গে ফেলব ।
মেয়ে: যদি থাকে একশো গিঠঁ ?
ছেলে: তাহলেও ।
মেয়ে: তুমি চাও আমার ভালবাসা ?
ছেলে: হ্যাঁ, তোমার ভালবাসা ।
মেয়ে: তুমি কখনোই পাবে না ।
ছেলে: কিন্তু কেন ?
মেয়ে: কারণ, যারা ত্রীতদাস আমি তাদের কখনই ভালবাসি না ।
In English Font:
Ekti Songlap
Subhash Mukopadhay
Meye- Tumi ki chao amar valobasha
Chele- Ha, chai!
Meye- Gaye kintu tar kada makha
Chele- Jemon temnibhabei chai.
Meye- Amar aakher ki hobe bola houk.
Chele- Besh!
Meye- Aar ami jiggesh korte chai.
Chele- koro
Meye- Dhoro ami kora narlam.
Chele- Ami hath dhore vitore niye jabo
Meye- Dhoro tumake talab korlam.
Chele- Ami huzure hajir hobo.
Meye- Tate jadi bipod ghote?
Chele-Ami she bipode jhap debo
Meye- Jadi tumar shange protarona kori?
Chele- Ami gaibo
Meye- Bolobo, Kuno bandhu eletar mukher upar darja bandha kore dao.,
Chele- bandha kore debo.
Meye- Tumake balbo pran nao.
Chele- Ami nebo.
Meye- Balbo pran dao.
Chele- Debo.
Meye- Jadi taliye jai?
Chele- Ami tene tulbo
Meye- Tate jadi betha lage?
Chele- shojyo karbo
Meye- Ar jadi thake badhar deyal?
Chele- Venge felbo
Meye- Jadi thake eksho gith?
Chele- taholeo.
Meye- tumi chao amar valobasha?
Chele- ha, Tumar valobasha
Meye- Tumi khakhonoi pabe na.
chele- kintu keno?
Meye- Karon, Jara tritidash ami tader kakhanoi valobashi na.
Hridoy
একটি সংলাপ – সুভাষ মুখোপাধ্যায়
মেয়ে: তুমি কি চাও আমার ভালবাসা ?
ছেলে: হ্যাঁ, চাই !
মেয়ে: গায়ে কিন্তু তার কাদা মাখা !
ছেলে: যেমন তেমনিভাবেই চাই ।
মেয়ে: আমার আখেরে কী হবে বলা হোক ।
ছেলে: বেশ!
মেয়ে: আর আমি জিগ্যেস করতে চাই ।
ছেলে: করো ।
মেয়ে: ধরো’ আমি কড়া নাড়লাম ।
ছেলে: আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব !
মেয়ে: ধরো’ তোমাকে তলব করলাম ।
ছেলে: আমি হুজুরে হাজির হব ।
মেয়ে: তাতে যদি বিপদ ঘটে ?
ছেলে: আমি সে বিপদে ঝাঁপ দেব ।
মেয়ে: যদি তোমার সঙ্গে প্রতারণা করি?
ছেলে: আমি ক্ষমা করে দেব ।
মেয়ে: তোমাকে তর্জনী তুলে বলব, গান গাও ।
ছেলে: আমি গাইব ।
মেয়ে: বলব,কোনো বন্ধু এলে তার মুখের ওপর দরজা বন্ধ করে দাও।
ছেলে: বন্ধ করে দেব ।
মেয়ে: তোমাকে বলব, প্রাণ নাও ।
ছেলে: আমি নেব ।
মেয়ে: বলব, প্রাণ দাও ।
ছেলে: দেব ।
মেয়ে: যদি তলিয়ে যাই ?
ছেলে: আমি টেনে তুলবো ।
মেয়ে: তাতে যদি ব্যথা লাগে ?
ছেলে: সহ্য করব ।
মেয়ে: আর যদি থাকে বাধার দেয়াল ?
ছেলে: ভেঙ্গে ফেলব ।
মেয়ে: যদি থাকে একশো গিঠঁ ?
ছেলে: তাহলেও ।
মেয়ে: তুমি চাও আমার ভালবাসা ?
ছেলে: হ্যাঁ, তোমার ভালবাসা ।
মেয়ে: তুমি কখনোই পাবে না ।
ছেলে: কিন্তু কেন ?
মেয়ে: কারণ, যারা ত্রীতদাস আমি তাদের কখনই ভালবাসি না ।
In English Font:
Ekti Songlap
Subhash Mukopadhay
Meye- Tumi ki chao amar valobasha
Chele- Ha, chai!
Meye- Gaye kintu tar kada makha
Chele- Jemon temnibhabei chai.
Meye- Amar aakher ki hobe bola houk.
Chele- Besh!
Meye- Aar ami jiggesh korte chai.
Chele- koro
Meye- Dhoro ami kora narlam.
Chele- Ami hath dhore vitore niye jabo
Meye- Dhoro tumake talab korlam.
Chele- Ami huzure hajir hobo.
Meye- Tate jadi bipod ghote?
Chele-Ami she bipode jhap debo
Meye- Jadi tumar shange protarona kori?
Chele- Ami gaibo
Meye- Bolobo, Kuno bandhu eletar mukher upar darja bandha kore dao.,
Chele- bandha kore debo.
Meye- Tumake balbo pran nao.
Chele- Ami nebo.
Meye- Balbo pran dao.
Chele- Debo.
Meye- Jadi taliye jai?
Chele- Ami tene tulbo
Meye- Tate jadi betha lage?
Chele- shojyo karbo
Meye- Ar jadi thake badhar deyal?
Chele- Venge felbo
Meye- Jadi thake eksho gith?
Chele- taholeo.
Meye- tumi chao amar valobasha?
Chele- ha, Tumar valobasha
Meye- Tumi khakhonoi pabe na.
chele- kintu keno?
Meye- Karon, Jara tritidash ami tader kakhanoi valobashi na.