মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে
আমরা বাঙালী বাস করি সেই তীর্থে- বরদ বঙ্গে,
বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুর-মালা,
ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট, কিরণে ভূবন আলো,
কোল ভরা যার কনক ধান্য, বুকভরা যার স্নেহ,
চরণ পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ,
সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে,
আমরা বাঙালী বাস করি সেই বাঞ্চিত ভূমি বঙ্গে।
বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি,
আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরি মাথায় নাচি।
আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে,
দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে।
আমাদের ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়া জয়
সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়।
একহাতে মোরা মগের রুখেছি, মোগলের আর হাতে,
চাঁদ-প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লীনাথে।
জ্ঞানের নিধান আদিবিদ্বান কপিল সাঙ্খ্যকার
এই বাঙ্গলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক-হার।
বাঙালী অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর,
জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালী দীপঙ্কর।
কিশোর বয়সে পক্ষধরের পক্ষশাতন করি,
বাঙালীর ছেলে ফিরে এল দেশে যশোর মুকুট পরি।
বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে
করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন-কোকনদে।
স্থপতি মোদের স্থাপনা করেছে ‘বরভূদরের’ ভিত্তি,
শ্যাম কাম্বোজে ‘ওস্কার-ধাম’, -মোদেরি প্রাচীন কীর্তি।
ধেয়ানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর
বিট পাল আর ধীমান,- যাদের নাম অবিনশ্বর।
আমাদেরি কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায়
আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়।
কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি
মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি।
তপের প্রভাবে বাঙালী সাধক জড়ের পেয়েছে সাড়া,
আমাদের এই নবীন সাধনা শব-সাধনার বাড়া।
বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালী দিয়েছে বিয়া,
মোদের নব্য রসায়ন শুধু গরমিলে মিলাইয়া।
বাঙালীর কবি গাহিছে জগতে মহামিলনের গান,
বিফল নহে এ বাঙালী জনম, বিফল নহে এ প্রাণ।
ভবিষ্যতের পানে মোরা চাই আশাভরা আহ্বাদে,
বিধাতার কাজ সাধিবে বাঙালী ধাতার আশির্বাদে।
বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে,
জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে,
বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়া পণ,
সত্যে প্রণমি থেমেছে মনের অকারণ স্পন্দন।
সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগত-প্রাণের হাটে,
সাগরের হাওয়া নিয়ে নিশ্বাসে গম্ভীরা নিশি কাটে,
শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটী,
তাহারি ছায়ায় আমরা মিলাব জগতের শত কোটী।
মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে,
ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরি করতলে,
অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে,
বিধাতার বরে ভরিবে ভূবন বাঙালীর গৌরবে।
প্রতিভার তপে সে ঘটনা হবে, লাগিবে না দ্বেষাদ্বেষি,
মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে—
মুক্ত হইব দেব-ঋণে মোরা মুক্তবেণীর তীরে।
In English Font:
Amra
Satyendranath Dutta
Muktobenir gonga jethay mukti bitore ronge
Amra bangali bash kori sei tirthe-borod bonge,
Bam hate jar komolar fol, dahine madhur mala,
bhale kanchon sringe mukut, kirone bhubon alo
Kol bhora jar konok dhannyo, bukbhora jar sneho
Choron podmo, Otoshi oporajitay bhushito deho,
Shagor jahar bonfdona roche shoto taranga vonge,
Amra bangali bash kori sei bonchito bhumi bonge
Bager shonge juddho koriya amra bachiya aachi,
Amra helay nagere khelay, nageri mathay nachi.
Amader sena juddho koreche shojjito chaturonge,
Doshanonjoyi ramchandrer propitamoher songe.
Amader chele bijoysinghho Lanka koria joy
Singhol nam rekhe geche nij shourjer porichoy
Ekhathe mora moger rukechi, Mogholer ar hathe,
Chand-protaper hukume hotite hoyeche dillinathe
Moni atulon chilo je gopon srijoner shotodole
Bhobishoter omar she bij amader e korotole,
Otite jahar hoyeche suchona se ghotona hobe hobe
Bidhatar bore bhoribe bhubon Bangalir gourobe.
Protibhar tope se ghotona hobe, lagibe na deshadeshi,
Miloner mohamontre manobe dikkito kori dhire-
mukto hoibo debo-rine mora muktobenir tire.
Hridoy
আমরা
সত্যেন্দ্রনাথ দত্ত
মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে
আমরা বাঙালী বাস করি সেই তীর্থে- বরদ বঙ্গে,
বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুর-মালা,
ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট, কিরণে ভূবন আলো,
কোল ভরা যার কনক ধান্য, বুকভরা যার স্নেহ,
চরণ পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ,
সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে,
আমরা বাঙালী বাস করি সেই বাঞ্চিত ভূমি বঙ্গে।
বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি,
আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরি মাথায় নাচি।
আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে,
দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে।
আমাদের ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়া জয়
সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়।
একহাতে মোরা মগের রুখেছি, মোগলের আর হাতে,
চাঁদ-প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লীনাথে।
জ্ঞানের নিধান আদিবিদ্বান কপিল সাঙ্খ্যকার
এই বাঙ্গলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক-হার।
বাঙালী অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর,
জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালী দীপঙ্কর।
কিশোর বয়সে পক্ষধরের পক্ষশাতন করি,
বাঙালীর ছেলে ফিরে এল দেশে যশোর মুকুট পরি।
বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে
করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন-কোকনদে।
স্থপতি মোদের স্থাপনা করেছে ‘বরভূদরের’ ভিত্তি,
শ্যাম কাম্বোজে ‘ওস্কার-ধাম’, -মোদেরি প্রাচীন কীর্তি।
ধেয়ানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর
বিট পাল আর ধীমান,- যাদের নাম অবিনশ্বর।
আমাদেরি কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায়
আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়।
কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি
মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি।
মন্বন্তরে মরি নি আমরা মারী নিয়ে ঘর করি,
বাঁচিয়া গিয়েছি বিধির আশীষে অমৃতের টিকা পরি।
দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি,
আমাদেরি এই কুটীরে দেখেছি মানুষের ঠাকুরালি,
ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া,
বাঙালীর হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া।
বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছটেছে জগৎময়,
বাঙালীর ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়।
তপের প্রভাবে বাঙালী সাধক জড়ের পেয়েছে সাড়া,
আমাদের এই নবীন সাধনা শব-সাধনার বাড়া।
বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালী দিয়েছে বিয়া,
মোদের নব্য রসায়ন শুধু গরমিলে মিলাইয়া।
বাঙালীর কবি গাহিছে জগতে মহামিলনের গান,
বিফল নহে এ বাঙালী জনম, বিফল নহে এ প্রাণ।
ভবিষ্যতের পানে মোরা চাই আশাভরা আহ্বাদে,
বিধাতার কাজ সাধিবে বাঙালী ধাতার আশির্বাদে।
বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে,
জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে,
বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়া পণ,
সত্যে প্রণমি থেমেছে মনের অকারণ স্পন্দন।
সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগত-প্রাণের হাটে,
সাগরের হাওয়া নিয়ে নিশ্বাসে গম্ভীরা নিশি কাটে,
শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটী,
তাহারি ছায়ায় আমরা মিলাব জগতের শত কোটী।
মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে,
ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরি করতলে,
অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে,
বিধাতার বরে ভরিবে ভূবন বাঙালীর গৌরবে।
প্রতিভার তপে সে ঘটনা হবে, লাগিবে না দ্বেষাদ্বেষি,
মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে—
মুক্ত হইব দেব-ঋণে মোরা মুক্তবেণীর তীরে।
In English Font:
Amra
Satyendranath Dutta
Muktobenir gonga jethay mukti bitore ronge
Amra bangali bash kori sei tirthe-borod bonge,
Bam hate jar komolar fol, dahine madhur mala,
bhale kanchon sringe mukut, kirone bhubon alo
Kol bhora jar konok dhannyo, bukbhora jar sneho
Choron podmo, Otoshi oporajitay bhushito deho,
Shagor jahar bonfdona roche shoto taranga vonge,
Amra bangali bash kori sei bonchito bhumi bonge
Bager shonge juddho koriya amra bachiya aachi,
Amra helay nagere khelay, nageri mathay nachi.
Amader sena juddho koreche shojjito chaturonge,
Doshanonjoyi ramchandrer propitamoher songe.
Amader chele bijoysinghho Lanka koria joy
Singhol nam rekhe geche nij shourjer porichoy
Ekhathe mora moger rukechi, Mogholer ar hathe,
Chand-protaper hukume hotite hoyeche dillinathe
Gyaner nidhan Adibidyan kopil sangkhokar
Ei Banglar matite gathilo sutre hirok-har.
Bangali otisho longilo giri tushare voyonkor.
Jalilo gyaner dip tibbote Bangali dipongkor
Kishor bohoshe pokkodhorer pokkoshashon kori,
Bangalir chele fire elo deshe joshur mukut pori.
Banglar robi joydeb kobikanto komol pode
Koreche shurovi Sanskriter kanchon-kokonde
Stopoti moder stapona koreche “borbhuder” Bhitti,
Shyam kamboje ‘oskar-dhaam’ -moderi prachin kirti
Dheyaner dhone murti diyeche amader vaskor
Bit paul ar Dhiman,- jader nam obinosshor.
Amader e kono supathu potuwa lilayito tulikay
Amader pot okhoy kore rekeche ojontay.
Kirtone ar bauler gaane amra diyechi khuli
Moner gupone nibrito bhubone daar chilo jatoguli
Monmontore mori ni amra mari ni niyte ghor kori,
Bachiya giyachi bidhir ashishe omriter tika pori.
Debotare mura aatiyo jani, akashe prodip jali,
Amader ei kuthire dekechi manusher thakurali,
Ghorer cheler chokkhe dekechi bishobhuper chaya
Bangalir hiya omiyo mothiya nimai dhoreche kaya.
Bir shonnashi bibeker bani choteche jagatmoy,
bangalir chele byagr brishobhbe ghotabe shomonnoy.
Toper probhabe Bangali shadhok jorer peyeche shara
Amader ei nabin shadhona Shob-shadhonar bara.
Bishom dhatur milon ghotaye Bangali diyeche biya,
Moder nobbo roshayan sudhu gormile milaiya .
bangalir kobi gahiche jagate mohamiloner gaan,
Bifol nohe e Bangali janam, Bifol nohe e pran.
Bhobishoter pane mora chaiashabhora aalade
Bidhatar kaj shadhibe Bangali dhatar aashirbade.
Betaler mukhe proshno je chiloamra niyechi kere.
Jobab diyechi jagater aage bhabona o bhoy chere,
Bachiya giyechi sotter lagi shorbo koria pon,
Shotte pronomi themeche moner okaron spondon.
Shadhona foleche, pran pawa geche jagat praner haate
Shagorer hawa niye nishashe gombhira nishi kate,
shoshaner buke amra rupon korechi ponchoboti,
tahari chayay amara milabo jagater shoto kuti.
Moni atulon chilo je gopon srijoner shotodole
Bhobishoter omar she bij amader e korotole,
Otite jahar hoyeche suchona se ghotona hobe hobe
Bidhatar bore bhoribe bhubon Bangalir gourobe.
Protibhar tope se ghotona hobe, lagibe na deshadeshi,
Miloner mohamontre manobe dikkito kori dhire-
mukto hoibo debo-rine mora muktobenir tire.