কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী একটি গান। গানটি হারানো শৈশবের সেই সোনালী দিনগুলি মনে করিয়ে দেয় ।
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি।
আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।
আহা, হাহা, হা ॥
কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্ বনে যাই,
কোন্ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি।
আহা, হাহা, হা ॥
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে–
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি।
আহা, হাহা, হা ॥
In English Font:
Rabindranath Tagore
Book- Prokriti
Megher kole rod heseche badal geche toti
Aha Haha ha
Aaj amader chuti O bhai aaj amader chuti
Aha Haha ha
Ki kori aaj bhebe na pai, poth hariye kun bone jai
Kun mathe je chute berai sokol chele juti
Aha Haha ha
Keya patar nouka gore sajiye debo fule
Taal digite bhashiye debo cholbe dule dule
Rakhal cheler songe dhenu chorabo aaj bajiye benu
Makhbo gaye fuler renu chapar bone luti
Aha Haha ha
Hridoy
মেঘের কোলে রোদ হেসেছে
রবীন্দ্রনাথ ঠাকুর
গ্রন্থ – প্রকৃতি
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী একটি গান। গানটি হারানো শৈশবের সেই সোনালী দিনগুলি মনে করিয়ে দেয় ।
মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি।
আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।
আহা, হাহা, হা ॥
কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্ বনে যাই,
কোন্ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি।
আহা, হাহা, হা ॥
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে–
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি।
আহা, হাহা, হা ॥
In English Font:
Rabindranath Tagore
Book- Prokriti
Megher kole rod heseche badal geche toti
Aha Haha ha
Aaj amader chuti O bhai aaj amader chuti
Aha Haha ha
Ki kori aaj bhebe na pai, poth hariye kun bone jai
Kun mathe je chute berai sokol chele juti
Aha Haha ha
Keya patar nouka gore sajiye debo fule
Taal digite bhashiye debo cholbe dule dule
Rakhal cheler songe dhenu chorabo aaj bajiye benu
Makhbo gaye fuler renu chapar bone luti
Aha Haha ha