ও ভাই কর্মকার
আমাদের পুড়িয়ে পিটানাে ছাড়া কি নাহিক কর্ম আর ?
কোন ভােরে সেই ধরেছ হাতুরি,রাত্রি গভীর হল,
ঝিল্লিমুখর স্তব্ধ পল্লী, তােল গাে যন্ত্র তােল
ঠকা ঠাই ঠাই কাদিছে নেহাই, আগুন ঢলছে ঘুমে
শ্রান্ত সাঁড়াশি ক্লান্ত ওষ্ঠে আল গােছে ছেনি চুমে।
দেখােগাে হেথায় হাপর হাঁপায়, হাতুড়ি মাগিছে ছুটি;
রাত্রি দুপুরে মনে নাহি পড়ে কি ছিলাম আমি ভােরে,
ভাঙ্গিলে গড়িলে সিধা বাঁকা গােল লম্বা চৌকা করে;
কভু আতপ্ত, কভু লাল, কভু উজ্জ্বল রবিসম
কভু বা সলিলে করিলে শীতল অসহ্য দাহ মম।
অজানা দুজনে গাঁয়ে আগুনে জুড়িয়া মিটালে সাধ,
ধড় হতে কভু বাহুল্য বােধে মাথাকে কেটে দিলে বাদ।
ঘন ঘন ঘন পরিবর্তনে আপনা চিনিতে নারি,
স্থির হয়ে যাই ভাবিবারে চাই,পড়ে হাতুড়ির বাড়ি।
আগুনের তাপে সাঁড়াশির চাপে আমি চির নিরুপায়,
তবু সগর্বে ভুলিনি ফিরাতে প্রতি হাতুড়ির ঘায় |
যাহা অন্যায়, হোক না পবল, করিয়াছি প্রতিবাদ;
আমার বুকের কোমল অংশ, কে বলিল তারে খাদ?
তোমার হস্তে ইস্পাত হয়ে সহি শান, পান, পোড়
রামের শত্রু শ্যামে কাটি যদি, তাহে কিবা সুখ মাের ?
তোমার হাতের যন্ত্র যাহারা দিন রাত মরে খেটে,
না বুঝে চাতুরি নেহাই হাতুড়ির ভাই হয়ে ভাই-এর পেটে !
ও ভাই কর্মকার!
রাত্রি সাক্ষী, তােমার উপরে দিলাম ধর্মভার ।
কহ গাে বন্ধু কহ গাে কানে কানে,আপনার প্রানে বুঝি,
আমি না থাকিলে মারা যেত কিনা তােমার দিনের রুজি?
তুমি না থাকিলে আমার বন্ধু কিবা হত তাহে ক্ষতি?
কৃতজ্ঞতা কি পাঠাইয়াছ তাই হাতুড়ির মারফতি।
কি কহিছ ভাই, আমি হব তুমি এই প্রেম সহি যদি?
পিটনের গুনে লােহা কবে হায় পায় কামারের গদি!
In English Font:
Lohar Batha
Jatindranath Sengupta
O bhai kormokar
Amader puriye pithano chara ki nahi kormo ar?
Kon bhore dorche harturi, Ratri ghovir holo,
Jhillimukhor stabdo polli, Tal go jantra tul
Thoka thai thai kadiche nehai, aagun dolche ghume
Sranto sarashi klanto Osthe aal gosche ceni chume.
Dekhogo hethay hapor hapay, haturi magiche chuti;
Ratri dupure mone nahi pore ki chilam ami bhore
Vangile gorile sidha baka gol lomba choka kore;
Kabhu ba aatopto, kabhu lal, kabhu ujjol robishomo
Kabhu ba sholile korile shitol ashojjyo daho momo.
Ojana dujone gaye aagun juriya mitale sadh
Dhor hote kabhu bahullo bodhe mathake kete dile bad.
Ghana ghana ghana poribortone apna chinite nari,
Stir hoye jai bhabibare chai, pore haturir bari.
Aaguner tape sarashir chape ami chiro nirupay
Tabu sogorbe bhulini firate proti haturir ghay.
jaha onnay, hok na pobol, koriyachi protibaad;
Amar buker komol ongsho, Ke bolilo tare khad?
Tumar hoste ispat hoye sohi shan, pan, por
ramer shatru Shyame kati jodi, Tahe kiba shuk mor?
Tumar hather jantra jahara din raat more khete,
na bujhe chaturi nehai haturir bhai hoye bhai-er pete
O bhai kormokar
ratri shakkhi, Tumar upore dilam dharmobhar.
Koho go bondhu koho kane kane, apnar prane bujhi,
Ami na thakile mara jeto kina tumar diner ruji?
Tumi na thakile amar bandhu kiba hoto tahe khoti?
Kritoggota ki pataiyacho tai haturir marfoti.
Ki kohicho bhai, Ami hobo tumi ei prem shohi jadi?
Pitoner gune loha kobe hay pay kamarer godi!
ও ভাই কর্মকার–
আমাকে পুড়িয়ে পিটানাে ছাড়া কি নাইকো কর্ম আর?
কোন্ ভােরে সেই ধরেছ হাতুড়ি, রাত্রি গভীর হ’লো,
ঝিল্লীমুখর স্তব্ধ পল্লী, তােলো গাে যন্ত্র তােলো।
ঠকা ঠাঁই ঠাঁই কাঁদিছে নেহাই, আগুন ঢুলিছে ঘুমে,
শ্রান্ত সাঁড়াশি ক্লান্ত ওষ্ঠে আলগােছে ছেনি চুমে,
দেখাে গাে হোথায় হাপর হাঁপায়, হাতুড়ি মাগিছে ছুটি;
ক্লান্ত নিখিল করো গো শিথিল তোমার বজ্রমুঠি।
রাত্রি দু’পরে মনে নাহি পড়ে কি ছিলাম আমি ভােরে,
ভাঙিলে গড়িলে সিধা বাঁকা গােল লম্বা চৌকা করে;
কভু আতপ্ত, কভু লাল, কভু উজ্জ্বল রবিসম,
কভু বা সলিলে করিলে শীতল অসহ্য দাহ মম।
অজানা দুজনে গলায়ে আগুনে জুড়িয়া মিটালে সাধ,
ধড় হতে কভু বাহুল্যবােধে মাথা কেটে দিলে বাদ।
ঘন ঘন ঘন পরিবর্তনে আপনা চিনিতে নারি,
স্থির হয়ে যাই ভাবিবারে চাই,পড়ে হাতুড়ির বাড়ি।
আগুনের তাপে সাঁড়াশির চাপে আমি চির নিরুপায়,
তবু সগর্বে ভুলি নি ফিরাতে প্রতি হাতুড়ির ঘায়।
যাহা অন্যায়, হোক না প্রবল, করিয়াছি প্রতিবাদ,
আমার বুকের কোমল অংশ কে বলিল তারে খাদ;
তোমার হস্তে ইস্পাত হয়ে সহি শান, পান, পোড়;
রামের শত্রু শ্যামে কাটি যদি তাতে কিবা সুখ মাের;
তোমার হাতের যন্ত্র যাহারা দিনরাত মরে খেটে,
না বুঝে চাতুরী, নেহাই হাতুড়ি ভাই হয়ে ভায়ে পেটে!
ও ভাই কর্মকার!
রাত্রি সাক্ষী, তােমার উপরে দিলাম ধর্মভার–
কহো গাে বন্ধু কহো কানে কানে, আপনার প্রাণে বুঝি,
আমি না থাকিলে, মারা যেত কিনা তােমার দিনের রুজি?
তুমি না থাকিলে আমার বন্ধু কিবা হত তাহে ক্ষতি?
কৃতজ্ঞতা কি পাঠাইছ তাই হাতুড়ির মারফতি!
কি কহিছ ভাই, আমি হব ‘তুমি’ এই প্রেম সহি যদি
পিটনের গুণে লােহা কবে হায় পায় কামারের গদি!
Hridoy
লোহার ব্যাথা
-যতীন্দ্রনাথ সেনগুপ্ত
ও ভাই কর্মকার
আমাদের পুড়িয়ে পিটানাে ছাড়া কি নাহিক কর্ম আর ?
কোন ভােরে সেই ধরেছ হাতুরি,রাত্রি গভীর হল,
ঝিল্লিমুখর স্তব্ধ পল্লী, তােল গাে যন্ত্র তােল
ঠকা ঠাই ঠাই কাদিছে নেহাই, আগুন ঢলছে ঘুমে
শ্রান্ত সাঁড়াশি ক্লান্ত ওষ্ঠে আল গােছে ছেনি চুমে।
দেখােগাে হেথায় হাপর হাঁপায়, হাতুড়ি মাগিছে ছুটি;
রাত্রি দুপুরে মনে নাহি পড়ে কি ছিলাম আমি ভােরে,
ভাঙ্গিলে গড়িলে সিধা বাঁকা গােল লম্বা চৌকা করে;
কভু আতপ্ত, কভু লাল, কভু উজ্জ্বল রবিসম
কভু বা সলিলে করিলে শীতল অসহ্য দাহ মম।
অজানা দুজনে গাঁয়ে আগুনে জুড়িয়া মিটালে সাধ,
ধড় হতে কভু বাহুল্য বােধে মাথাকে কেটে দিলে বাদ।
ঘন ঘন ঘন পরিবর্তনে আপনা চিনিতে নারি,
স্থির হয়ে যাই ভাবিবারে চাই,পড়ে হাতুড়ির বাড়ি।
আগুনের তাপে সাঁড়াশির চাপে আমি চির নিরুপায়,
তবু সগর্বে ভুলিনি ফিরাতে প্রতি হাতুড়ির ঘায় |
যাহা অন্যায়, হোক না পবল, করিয়াছি প্রতিবাদ;
আমার বুকের কোমল অংশ, কে বলিল তারে খাদ?
তোমার হস্তে ইস্পাত হয়ে সহি শান, পান, পোড়
রামের শত্রু শ্যামে কাটি যদি, তাহে কিবা সুখ মাের ?
তোমার হাতের যন্ত্র যাহারা দিন রাত মরে খেটে,
না বুঝে চাতুরি নেহাই হাতুড়ির ভাই হয়ে ভাই-এর পেটে !
ও ভাই কর্মকার!
রাত্রি সাক্ষী, তােমার উপরে দিলাম ধর্মভার ।
কহ গাে বন্ধু কহ গাে কানে কানে,আপনার প্রানে বুঝি,
আমি না থাকিলে মারা যেত কিনা তােমার দিনের রুজি?
তুমি না থাকিলে আমার বন্ধু কিবা হত তাহে ক্ষতি?
কৃতজ্ঞতা কি পাঠাইয়াছ তাই হাতুড়ির মারফতি।
কি কহিছ ভাই, আমি হব তুমি এই প্রেম সহি যদি?
পিটনের গুনে লােহা কবে হায় পায় কামারের গদি!
In English Font:
Lohar Batha
Jatindranath Sengupta
O bhai kormokar
Amader puriye pithano chara ki nahi kormo ar?
Kon bhore dorche harturi, Ratri ghovir holo,
Jhillimukhor stabdo polli, Tal go jantra tul
Thoka thai thai kadiche nehai, aagun dolche ghume
Sranto sarashi klanto Osthe aal gosche ceni chume.
Dekhogo hethay hapor hapay, haturi magiche chuti;
Ratri dupure mone nahi pore ki chilam ami bhore
Vangile gorile sidha baka gol lomba choka kore;
Kabhu ba aatopto, kabhu lal, kabhu ujjol robishomo
Kabhu ba sholile korile shitol ashojjyo daho momo.
Ojana dujone gaye aagun juriya mitale sadh
Dhor hote kabhu bahullo bodhe mathake kete dile bad.
Ghana ghana ghana poribortone apna chinite nari,
Stir hoye jai bhabibare chai, pore haturir bari.
Aaguner tape sarashir chape ami chiro nirupay
Tabu sogorbe bhulini firate proti haturir ghay.
jaha onnay, hok na pobol, koriyachi protibaad;
Amar buker komol ongsho, Ke bolilo tare khad?
Tumar hoste ispat hoye sohi shan, pan, por
ramer shatru Shyame kati jodi, Tahe kiba shuk mor?
Tumar hather jantra jahara din raat more khete,
na bujhe chaturi nehai haturir bhai hoye bhai-er pete
O bhai kormokar
ratri shakkhi, Tumar upore dilam dharmobhar.
Koho go bondhu koho kane kane, apnar prane bujhi,
Ami na thakile mara jeto kina tumar diner ruji?
Tumi na thakile amar bandhu kiba hoto tahe khoti?
Kritoggota ki pataiyacho tai haturir marfoti.
Ki kohicho bhai, Ami hobo tumi ei prem shohi jadi?
Pitoner gune loha kobe hay pay kamarer godi!
SagarD
লোহার ব্যাথা
যতীন্দ্রনাথ সেনগুপ্ত
ও ভাই কর্মকার–
আমাকে পুড়িয়ে পিটানাে ছাড়া কি নাইকো কর্ম আর?
কোন্ ভােরে সেই ধরেছ হাতুড়ি, রাত্রি গভীর হ’লো,
ঝিল্লীমুখর স্তব্ধ পল্লী, তােলো গাে যন্ত্র তােলো।
ঠকা ঠাঁই ঠাঁই কাঁদিছে নেহাই, আগুন ঢুলিছে ঘুমে,
শ্রান্ত সাঁড়াশি ক্লান্ত ওষ্ঠে আলগােছে ছেনি চুমে,
দেখাে গাে হোথায় হাপর হাঁপায়, হাতুড়ি মাগিছে ছুটি;
ক্লান্ত নিখিল করো গো শিথিল তোমার বজ্রমুঠি।
রাত্রি দু’পরে মনে নাহি পড়ে কি ছিলাম আমি ভােরে,
ভাঙিলে গড়িলে সিধা বাঁকা গােল লম্বা চৌকা করে;
কভু আতপ্ত, কভু লাল, কভু উজ্জ্বল রবিসম,
কভু বা সলিলে করিলে শীতল অসহ্য দাহ মম।
অজানা দুজনে গলায়ে আগুনে জুড়িয়া মিটালে সাধ,
ধড় হতে কভু বাহুল্যবােধে মাথা কেটে দিলে বাদ।
ঘন ঘন ঘন পরিবর্তনে আপনা চিনিতে নারি,
স্থির হয়ে যাই ভাবিবারে চাই,পড়ে হাতুড়ির বাড়ি।
আগুনের তাপে সাঁড়াশির চাপে আমি চির নিরুপায়,
তবু সগর্বে ভুলি নি ফিরাতে প্রতি হাতুড়ির ঘায়।
যাহা অন্যায়, হোক না প্রবল, করিয়াছি প্রতিবাদ,
আমার বুকের কোমল অংশ কে বলিল তারে খাদ;
তোমার হস্তে ইস্পাত হয়ে সহি শান, পান, পোড়;
রামের শত্রু শ্যামে কাটি যদি তাতে কিবা সুখ মাের;
তোমার হাতের যন্ত্র যাহারা দিনরাত মরে খেটে,
না বুঝে চাতুরী, নেহাই হাতুড়ি ভাই হয়ে ভায়ে পেটে!
ও ভাই কর্মকার!
রাত্রি সাক্ষী, তােমার উপরে দিলাম ধর্মভার–
কহো গাে বন্ধু কহো কানে কানে, আপনার প্রাণে বুঝি,
আমি না থাকিলে, মারা যেত কিনা তােমার দিনের রুজি?
তুমি না থাকিলে আমার বন্ধু কিবা হত তাহে ক্ষতি?
কৃতজ্ঞতা কি পাঠাইছ তাই হাতুড়ির মারফতি!
কি কহিছ ভাই, আমি হব ‘তুমি’ এই প্রেম সহি যদি
পিটনের গুণে লােহা কবে হায় পায় কামারের গদি!
Sanjit Roy
“দেখোগো হেথায় হাপর হাঁপায়, হাতুড়ি মাগিছে ছুটি”-এর পরের লাইন বাদ গেছে। পরের লাইন খুব সম্ভবত – ক্লান্ত নিখিল করোগো শিথিল তোয়ার বজ্র মুঠি।
অপর একটি লাইনে হবে -অজানা দুজনে গলায়ে আগুনে জুড়িয়া মিটালে সাধ