জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কয়টি ও কি কি? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কয়টি ও কি কি? 1 Answer Hridoy 16 Questions 418 Answers 14 Best Answers 2,117 Points View Profile Hridoy 2022-01-23T00:49:05+05:30Added an answer on January 23, 2022 at 12:49 am জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ সমূহ হলঃ ১। ‘ঝরা পালক’ (১৩৩৪), পুণমুদ্রণ (১৩৭৯) ২। ‘ধূসর পাণ্ডুলিপি’ (১৩৪৩), দ্বিতীয় সংস্করণ (১৩৬৩) ৩। ‘বনলতা সেন (১৩৪৯), কবিতা ভবন সংস্করণ ; দ্বিতীয় সংস্করণ ৪। ‘মহাপৃথিবী (১৩৫১), পূর্বাশা সিগনেট সংস্করণ (১৩৭৬) ৫। ‘সাতটি তারার তিমির’ (১৩৫৫), ভারবি সংস্করণ (১৩৭৬) ৬। ‘জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৩৬১), দ্বিতীয় সংস্করণ (১৩৬৩); তৃতীয় সংস্করণ (১৩৬৭), চতুর্থ সংস্করণ (১৩৭০), ভারবি সংস্করণ (১৩৭৩) দ্বিতীয় ভারবি সংস্করণ (১৩৯০), তারপর এ পর্যন্ত প্রকাশিত ৭। ‘রূপসী বাংলা’ (১৯৫৭), দেবেশ রায় সম্পাদিত সং (১৯৮৪); ৮। ‘বেলা অবেলা কালবেলা (১৩৬০) ৯। ‘সুদর্শনা’ (১৩৮০) ১০। ‘মন বিহঙ্গম’ (১৩৮৬) ১১। ‘আলাে পৃথিবী (১৩৮৮) 0 You must login to add an answer.Continue with FacebookContinue with GoogleContinue with Twitteror use Username or email* Password* Captcha* Remember Me! Forgot Password?
Hridoy
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ সমূহ হলঃ
১। ‘ঝরা পালক’ (১৩৩৪), পুণমুদ্রণ (১৩৭৯)
২। ‘ধূসর পাণ্ডুলিপি’ (১৩৪৩), দ্বিতীয় সংস্করণ (১৩৬৩)
৩। ‘বনলতা সেন (১৩৪৯), কবিতা ভবন সংস্করণ ; দ্বিতীয় সংস্করণ
৪। ‘মহাপৃথিবী (১৩৫১), পূর্বাশা সিগনেট সংস্করণ (১৩৭৬)
৫। ‘সাতটি তারার তিমির’ (১৩৫৫), ভারবি সংস্করণ (১৩৭৬)
৬। ‘জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৩৬১), দ্বিতীয় সংস্করণ (১৩৬৩); তৃতীয় সংস্করণ (১৩৬৭), চতুর্থ সংস্করণ (১৩৭০), ভারবি সংস্করণ (১৩৭৩) দ্বিতীয় ভারবি সংস্করণ (১৩৯০), তারপর এ পর্যন্ত প্রকাশিত
৭। ‘রূপসী বাংলা’ (১৯৫৭), দেবেশ রায় সম্পাদিত সং (১৯৮৪);
৮। ‘বেলা অবেলা কালবেলা (১৩৬০)
৯। ‘সুদর্শনা’ (১৩৮০)
১০। ‘মন বিহঙ্গম’ (১৩৮৬)
১১। ‘আলাে পৃথিবী (১৩৮৮)