রুমির চিঠি অপূর্ব দত্ত মাগো, আমার মা তোমার সঙ্গে আড়ি, আর একটা কথাও বলব না গেলবছর পুজোর সময় সেই যে আমায় ফেলে, দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে ! তখন থেকে তোমার জন্য বসে আছি মা, এবার পুজোয় আসবে তো ঠিক, সত্যি বলো না। বাবাটা মা এতই বোকা কিচ্ছু জানে না, যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না। আমার জRead more
রুমির চিঠি
অপূর্ব দত্ত
মাগো, আমার মা
তোমার সঙ্গে আড়ি, আর একটা কথাও বলব না
গেলবছর পুজোর সময় সেই যে আমায় ফেলে,
দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে !
তখন থেকে তোমার জন্য বসে আছি মা,
এবার পুজোয় আসবে তো ঠিক, সত্যি বলো না।
বাবাটা মা এতই বোকা কিচ্ছু জানে না,
যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না।
আমার জন্য ভেবো না মা, আমি ভালোই আছি।
গেল বছর পুজোর সময় বাবার সঙ্গে গিয়েছিলাম রাঁচি।
পিন্টু মামা চুমকি মাসি খেলনা দিল কত !
আমি কি আর যত্ন করে রাখতে পারি অত।
আসার সময় ঝুমঝুমিটা ভেঙ্গেই গেল পড়ে
সত্যি বলছি, আমি না মা ভাঙ্গিনি ইচ্ছে করে।
ওই দেখো মা একটা কথা বলতে গেছি ভুলে,
ময়নাটা না পালিয়ে গেছে, পরশু খাঁছা খুলে।
আর আমাদের দক্ষিণ দিকে পলাবতী গাছ ,
দুটি হলুদ ফুল ও ফুটে আছে।
পরে আবার লিখব, মা যাই।
অংক কষা বাকি.
না হলে তুমি যে বলবে পড়াতে দিস ফাঁকি।
আসার সময় এন একটা নতুন ঝুমঝুমি ।
তুমি আমার প্রণাম নিও।
ইতি , তোমার রুমি।
Hridoy
নইলে কিন্তু আড়ি কবি - অপূর্ব দত্ত সকাল বেলা ঘুম ভেঙেছে মা বললো শুনো, বাসি মুখে একশো থেকে এক অব্দি গুনো। নয়টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলো বুবাই আবুধাবির রাজধানী কি মাস্কাট না দুবাই? স্কুলে গেছি ইংরেজি স্যার হেঁকে বললেন এ ইউ, কেলিডোস্কুপ লেখতে গেলে কে লাগে না কিউ? খেলতে গেছি ছোটন আবার প্রথম বলেই আউটRead more
নইলে কিন্তু আড়ি
কবি – অপূর্ব দত্ত
সকাল বেলা ঘুম ভেঙেছে
মা বললো শুনো,
বাসি মুখে একশো থেকে এক অব্দি গুনো।
নয়টা নাগাদ খেলতে যাব,
বাবা ডাকলো বুবাই
আবুধাবির রাজধানী কি
মাস্কাট না দুবাই?
স্কুলে গেছি
ইংরেজি স্যার হেঁকে বললেন এ ইউ,
কেলিডোস্কুপ লেখতে গেলে কে লাগে না কিউ?
খেলতে গেছি
ছোটন আবার প্রথম বলেই আউট
আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অব ডাউট।
সন্ধ্যাবেলা সে কি লড়াই
গদ্য এবং পদ্যে
এমন কপাল,
লোডশেডিং হয় না মাঝেমধ্যে।
এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি
See lessও দাদু ভাই বিচার করো নইলে কিন্তু আড়ি।