রিসাইকেল শব্দের অর্থ হচ্ছে পুনঃচক্র। বর্জ্য বা অবশেষ হিসেবে থেকে যাওয়া বা ফেলে রাখা অকেজো বিভিন্ন পদার্থ সংগ্রহ করে যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তোলা হয় তাকে রিসাইকেল বলে।
রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহার করা বস্তুসমূহকে আবার ব্যবহারের উপযোগী করে তোলাকে বোঝায়। বিভিন্ন বস্তু যেমন পলিথিন, খাবারের বাক্স, পানির বোতল, পারফিউমের বোতল প্রভৃতি একবার ব্যবহৃত হয়ে গেলে আর কাজে আসে না । কিন্তু সেইগুলি আবার দৈনন্দিন জীবনে দরকারি বলে বার বার উৎপাদন করতে হয়। আবার সেইগুলির উৎপাদনে জ্বালানি ব্যবহার করা হয় বলে বায়ুদূষণ ঘটে। তাই এসব বস্তু রিসাইকেল করে আবারও ব্যবহার উপযোগী করে তোলা হয়। ফলে উৎপাদন ও জ্বালানি হ্রাস পায় এবং পরিবেশ কম দূষিত হয়।
Hridoy
রিসাইকেল শব্দের অর্থ হচ্ছে পুনঃচক্র। বর্জ্য বা অবশেষ হিসেবে থেকে যাওয়া বা ফেলে রাখা অকেজো বিভিন্ন পদার্থ সংগ্রহ করে যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তোলা হয় তাকে রিসাইকেল বলে।
রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহার করা বস্তুসমূহকে আবার ব্যবহারের উপযোগী করে তোলাকে বোঝায়। বিভিন্ন বস্তু যেমন পলিথিন, খাবারের বাক্স, পানির বোতল, পারফিউমের বোতল প্রভৃতি একবার ব্যবহৃত হয়ে গেলে আর কাজে আসে না । কিন্তু সেইগুলি আবার দৈনন্দিন জীবনে দরকারি বলে বার বার উৎপাদন করতে হয়। আবার সেইগুলির উৎপাদনে জ্বালানি ব্যবহার করা হয় বলে বায়ুদূষণ ঘটে। তাই এসব বস্তু রিসাইকেল করে আবারও ব্যবহার উপযোগী করে তোলা হয়। ফলে উৎপাদন ও জ্বালানি হ্রাস পায় এবং পরিবেশ কম দূষিত হয়।