প্রধান শিক্ষকের কাছে ছুটির জন্য আবেদন পত্র | leave application in bengali language
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
তারিখঃ ১০/১০/১৯ ইং
প্রধান শিক্ষক
বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়
হাওড়া কলকাতা
বিষয়:দুই দিনের ছুটির জন্য আবেদন।
মহোদয়/মহোদয়া ,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র।আগামী ১২/১০/২০১৯ থেকে ১৪/১০/২০১৯৪ইং পর্যন্ত আমার বড় বোনের বিয়ে উপলক্ষে দুই দিন বিদ্যালয়ে উপস্তিত হতে পারবনা।
অতএব,আমাকে দুই দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি বাধিত থাকব।
আপনার একান্ত অনুগত ছাত্র
জীবন মণ্ডল
শ্রেণিঃ ১০ম
রোলঃ ০২
অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র।
মাননীয় প্রধান শিক্ষক মহাশয়,
আয়াস হাই স্কুল (উঃ মাঃ)
আয়াস, বীরভূম(পঃ বঃ)
[ বিষয়: ছুটি মঞ্জুরের জন্য আবেদন পত্র ]
মহাশয়/মহাশয়া,
অধীনের বিনীত নিবেদন এই যে, আমি ইরফান হাবিব আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর “ক” বিভাগের ছাত্র। আমি গত এগারো দিন যাবৎ শারীরিক অসুস্থতায়(টাই ফয়েড) ভুগেছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার কিছুদিন বিশ্রামের প্রয়োজন ছিল। তাই গত ৯ ই এপ্রিল থেকে ১৯ই এপ্রিল পর্যন্ত মোট ১১ দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি।
তাই আপনার প্রতি আমার একান্ত অনুরোধ এই যে, আপনি দয়া করে আমার উক্ত ওই দিন গুলির ছুটি মঞ্জুর করিলে সদয় মার্জি হয়।