ইমেল|Email: - আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিসন (Raymond Samuel Tomlinson) হলেন ই-মেইল এর জনক। - ১৯৭১ সালে ইন্টারনেটের সূচনাকারী আরপানেটে ( ARPANET ) টমলিনসন প্রথম ই-মেইল পাঠান। এর আগে একই কম্পিউটারের বিভিন্ন ব্যবহারকারীদের মধ্যে মেইল আদান-প্রদান করা যেত। কিন্তু টমলিনসনের পদ্ধতিতে প্রথমবRead more
ইমেল|Email:
– আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিসন (Raymond Samuel Tomlinson) হলেন ই-মেইল এর জনক।
– ১৯৭১ সালে ইন্টারনেটের সূচনাকারী আরপানেটে ( ARPANET ) টমলিনসন প্রথম ই-মেইল পাঠান। এর আগে একই কম্পিউটারের বিভিন্ন ব্যবহারকারীদের মধ্যে মেইল আদান-প্রদান করা যেত। কিন্তু টমলিনসনের পদ্ধতিতে প্রথমবারের মতো আরপানেটে যুক্ত বিভিন্ন হোস্টের মধ্যে বার্তা আদান-প্রদান সম্ভব হয় উঠে।
– তিনিই প্রথম কম্পিউটার এবং এর ব্যবহারকারীদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ব্যবহারকারীর নামের সামনে @ চিহ্নটি ব্যবহার শুরু করেন।তারপর থেকে ই-মেইলে এই চিহ্নটি ব্যবহার হয়ে আসছে।
See less
Hridoy
কৃত্রিম বুদ্ধিমত্তাঃ - কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial intelligence হল মেশিন বা কম্পিউটার দ্বারা প্রদর্শিত বুদ্ধিমত্তা। - কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)। তাঁর গবেষণার 'চার্চ-টুরিং থিসিস' থেকে এর সুত্রপাত ঘটে।
কৃত্রিম বুদ্ধিমত্তাঃ
– কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial intelligence হল মেশিন বা কম্পিউটার দ্বারা প্রদর্শিত বুদ্ধিমত্তা।
– কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)। তাঁর গবেষণার ‘চার্চ-টুরিং থিসিস’ থেকে এর সুত্রপাত ঘটে।
See less