মুক্তির মন্দির সোপানতলে (মোহিনী চৌধুরী ) muktiro mondiro shopano tole lyrics in bengali
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
মোহিনী চৌধুরী
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌল মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।।
চমৎকার একটি দেশাত্মবোধক গান। স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযুদ্ধাদের স্মরণে লিখিত এই গানটি আজ ও আমাদের কে শিহরিত করে। মাতৃভাষা ও মাতৃভূমির প্রেম আমাদেরকে সবসময়ই আকৃষ্ট করে এবং শক্তি যোগায় মাতৃভূমির শত্রুদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর।
আমাদের মাতৃভূমি ও ছিল পরাধীন কিন্তু এই মাতৃভূমির পরাধীনতা কখনই কাম্য ছিলনা আর সেই লক্ষ্যে মাতৃভূমির স্বাধীনতার জন্য দাঁড়িয়েছিল হাজার হাজার যুবক-যুবতী। তাদের এই ত্যাগ এবং বলিদানের স্বরণার্থে এই গান।
এই মাতৃভূমির মুক্তির জন্য যারা বলিদান হয়েছেন তাদের কথা লেখা রয়েছে অশ্রু জলে। তাদের বন্দীশালার শিকল ভাঙ্গা বিপ্লবী গাঁথা গুলি রক্তক্ষয়ী। কতই না তরুণ যুবক-যুবতী প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার এই লড়াইয়ে। তারা যদি ও আজ স্বর্গবাসী তবুও তারা জানে প্রিয় জন্মভূমির চেয়ে প্রিয় স্বর্গ কোথাও নাই।
তাই আমরা আজ ব্রত করি স্বদেশপ্রেমের লক্ষ্যে, আমাদের সেই বীর মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা এই জীর্ণ জাতির বুকে আশা জাগিয়েছিল, যাদের জন্য আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা। আজ আমরা মাল্যদান করিব তাহাদের গলায়। তাদেরকে সম্মান জানাবো স্বতঃস্ফূর্তভাবে, তাদেরকে স্মরণ করিব অন্তর থেকে।
Muktiro Mondiro Shopano tole lyrics in Bengali