সংকিপ্ত রচনা : কুকুর | Short Essay on Dog in Bengali
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
কুকুর
সূচনা: কুকুর একটি চতুষ্পদী প্রাণী। ইহা মানুষের কাছে সবচেয়ে বিশ্বাসী প্রাণী বলে আখ্যা দেওয়া হয়। অনেক মানুষ কুকুর পোষে থাকে।
বিবরণ: কুকুরের চারটি পা, দুইটি চোখ দুইটি কান ও একটি বাঁকা লেজ থাকে। কুকুরের দাঁত এবং নখ খুবই তীক্ষ্ণ হয়। এবং এর সাহায্যে ওরা শিকার করে এবং তাদের শত্রুদের সঙ্গে লড়াই করে।
প্রজাতি এবং আবরণ: কুকুর বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। যেমন: আমেরিকান পিটবুল, জাপানি কুকুর, আফগান হাউন্ড, ইন্ডিয়ান পেরিয়া ইত্যাদি। প্রকারভেদে বিভিন্ন কুকুর হিংস্র এবং সাহসী হয়ে থাকে।
পৃথিবীর প্রায় সব দেশে বিভিন্ন রঙের কুকুর দেখতে পাওয়া যায়। কিন্তু সাধারণত সাদা, কাল, লাল, বাদামি এই রং এর কুকুর সবচেয়ে বেশি পাওয়া যায়।
খাদ্য: কুকুর একটি মাংসভোজী প্রাণী। মাংস জাতীয় খাবার তাদের প্রিয়। তদুপরি, মানুষের দেওয়া বিভিন্ন খাদ্য তাহারা খেয়ে থাকে।
উপকারিতা: কুকুর মানুষের বিভিন্ন কাজে আসে। মানুষের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রাণী হওয়ার জন্য তাহারা পাহারা দেওয়ার কাজ করে। তাছাড়া কুকুর দিয়ে শিকার করা হয়। এবং বিভিন্ন সার্কাসে কুকুরের সাহায্যে অনেক কাজ সাধন করা হয়।
উপসংহার: কুকুর মানুষের একটি উপকারি জন্তু। মানুষের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রাণী তাই আমাদেরকে কুকুরের প্রতি যত্ন নেওয়া উচিত।