যদি প্রেম দিলে না প্রাণে (রবীন্দ্রনাথ ঠাকুর) রাগ: সাহানা তাল: একতাল রচনাকাল: 1914 যদি প্রেম দিলে না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে? কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে? যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানেRead more
যদি প্রেম দিলে না প্রাণে (রবীন্দ্রনাথ ঠাকুর)
রাগ: সাহানা
তাল: একতাল
রচনাকাল: 1914
যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?
কেন তারার মালা গাঁথা,
কেন ফুলের শয়ন পাতা,
কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে?
যদি প্রেম দিলে না প্রাণে
কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল-হেন
তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?
Jodi Prem Dile na Prane Lyrics in English:
Parjaay: Puja
Upa-parjaay: Sundar
Taal: Dadra
Raag: Sahana
Written on: 1913
Jodi prem dile na prane
Keno bhorer akash bhore dile emon gane gane ?
Keno tarar mala gatha,
Keno phuler shayon pata,
Keno dokhin hawa gopan kotha janay kane kane ?
Jodi prem dile na prane
Keno akash tobe emon chawa chay e mukher pane ?
Tobe khane khane keno
Amar hridoy pagol-heno
Tori sei sagore bhasay jahar kul se nahi jane ?
Hridoy
যাবার দিনে এই কথাটি (রবীন্দ্রনাথ ঠাকুর) কাব্যঃ গীতাঞ্জলি যাবার দিনে এই কথাটি বলে যেন যাই-- যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতিঃসমুদ্র-মাঝে যে শতদল পদ্ম রাজে তারি মধু পান করেছি ধন্য আমি তাই-- যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মRead more
যাবার দিনে এই কথাটি (রবীন্দ্রনাথ ঠাকুর)
কাব্যঃ গীতাঞ্জলি
যাবার দিনে এই কথাটি
বলে যেন যাই–
যা দেখেছি যা পেয়েছি
তুলনা তার নাই।
এই জ্যোতিঃসমুদ্র-মাঝে
যে শতদল পদ্ম রাজে
তারি মধু পান করেছি
ধন্য আমি তাই–
যাবার দিনে এই কথাটি
জানিয়ে যেন যাই।
বিশ্বরূপের খেলাঘরে
কতই গেলেম খেলে,
অপরূপকে দেখে গেলেম
দুটি নয়ন মেলে।
পরশ যাঁরে যায় না করা
সকল দেহে দিলেন ধরা।
এইখানে শেষ করেন যদি
শেষ করে দিন তাই–
যাবার বেলা এই কথাটি
জানিয়ে যেন যাই
Jabar Dine Ei Kothati Lyrics:
Rabindranath Tagore
Book: Gitanjali
Jabar dine ei kothati
Bole jeno jai
Ja dekhechi ja peyechi
Tulona tar nai
Ei Jyotisamudro majhe
Je shatadal padma raje
Tari modhu paan korechi
Dhanno ami tai
Jabar dine ei kothati
Janiye jeno jai
Bishwaruper khela ghare
See lessKataigelen khele
Aparupke dekhe gelem
Duti nayan mele
Parash jare jy na kora
Sakal dehe dilen dhora
Eikhane shesh koren jadi
Shesh kore din tai
Jabar bela ei kothati
Janiye jeno jai