নিঃস্বার্থ কবিঃ সুকুমার রায় গোপালটা কি হিংসুটে মা! খাবার দিলেম ভাগ করে, বল্লে নাকো মুখেও কিছু, ফেল্লে ছুঁড়ে রাগ করে। জ্যেঠাইমা যে মেঠাই দিলেন, ‘দুই ভায়েতে খাও বলে’− দশটি ছিল, একটি তাহার চাখতে দিলেম ফাও বলে, আর যে নটি, ভাগ করে তায় তিনটে দিলেম গোপালকে− তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বRead more
নিঃস্বার্থ
কবিঃ সুকুমার রায়
গোপালটা কি হিংসুটে মা! খাবার দিলেম ভাগ করে,
বল্লে নাকো মুখেও কিছু, ফেল্লে ছুঁড়ে রাগ করে।
জ্যেঠাইমা যে মেঠাই দিলেন, ‘দুই ভায়েতে খাও বলে’−
দশটি ছিল, একটি তাহার চাখতে দিলেম ফাও বলে,
আর যে নটি, ভাগ করে তায় তিনটে দিলেম গোপালকে−
তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে।
বুঝিয়ে বলি, কাঁদিস কেন? তুই যে নেহাৎ কনিষ্ঠ,
বয়স বুঝে, সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট।
তিনটি বছর তফাৎ মোদের, জ্যায়দা হিসাব গুণতি তাই,
মোদ্দা আমার ছয়খানি হয়, তিন বছরে তিনটি পাই,
তাও মানে না কেবল কাঁদে, স্বার্থপরের শয়তানি,
শেষটা আমার মেঠাইগুলো খেতেই হলো সবখানি
Poem : Nisarto
By: Sukumar Roy
Gopalta ki hingshute maa! Khabar dilam bhag kore
Bolle nako mukheo kichu, Felle chure rag kore
Jethaima je mithai dilen, dui bhayete khao bole-
Dashti chilo, Ekti Tahar chakhte dilam fao bole
Aar je nati, bhag kore tay tinte dilam Gopalke
Tabuo kebol hangla chele amar bhagei chokh rakhe
Nibedita Paul
আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,লাউমাচাটার পাশে।ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুলসন্ধ্যার বাতাসে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে,কেউ এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে।কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে,এই মাটিকে এই হাওয়াকে আবার ভালবাসে।ফুরয় না্ তার কিছুই ফুরয় না,নটেগাছটাRead more
আবহমান
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,
লাউমাচাটার পাশে।
ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল
সন্ধ্যার বাতাসে।
কে এইখানে এসেছিল অনেক বছর আগে,
কেউ এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে।
কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে,
এই মাটিকে এই হাওয়াকে আবার ভালবাসে।
ফুরয় না্ তার কিছুই ফুরয় না,
নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না!
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,
লাউমাচাটার পাশে।
ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল,
সন্ধ্যার বাতাসে।
ফুরয় না তার যাওয়া এবং ফুরয় না তার আসা,
ফুরয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা।
সারাটা দিন আপনে মনে ঘাসের গন্ধ মাখে,
সারাটা রাত তারায়-তারায় স্বপ্ন এঁকে রাখে।
ফুরয় না, তার কিছুই ফুরয় না,
নাটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না।
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,
লাউমাচাটার পাশে।
ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল,
সন্ধ্যার বাতাসে।
নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসী,
হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি
তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া
নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া
ফুরয় না, তার কিছুই ফুরয় না,
নাটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না।
যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,
লাউমাচাটার পাশে।
ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল,
সন্ধ্যার বাতাসে।
___________
Poem : Abohoman
Nirendranath Chakraborty
Abohoman
Ja giye oi uthane tor dara
Laumachatar pashe
Chotto ekta ful dulche, ful dulche, ful
Shondhyar batashe
Ke eikhane esechilo onek basar age,
Keu eikhane ghar bedheche nibir onurage
Ke eikhane hariye giyeo abar fire aashe
Ei matike ei hawake abar bhalobashe
Furoy na tar kichui furoi na
Notegachta buriye othe, Kintu muroi na
Ja giye oi uthane tor dara
Laumachatar pashe
Chotto ekta ful dulche, ful dulche, ful
Shondhyar batashe
Furoi na tar jawa ebong furoi na tar asha
Furoi na sei ekguyetar duranta pipasha
Sarata din apne mone ghasher gandha makhe
Sarata raat taray taray shapna eke rakhe
Furoi na, tar kichui furoi na
Nategachta buriye uthe, kintu muroi na
Ja giye oi uthane tor dara
Laumachatar pashe
Chotto ekta ful dulche, ful dulche, ful
Shondhyar batashe
Nebhe na tar jontrona je, dukkho hoy na bashi
Haray na tar bagan theke kundufuler hashi
Temoni korei surjo uthe temni korei chaya
Namle abar chute aashe sandhyo nadir hawa
Furoi na, tar kichui furoi na
Nategachta buriye uthe, kintu muroi na
Ja giye oi uthane tor dara
Laumachatar pashe
Chotto ekta ful dulche, ful dulche, ful
Shondhyar batashe