গান - আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায় আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। (I am being askedRead more
গান – আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
শিল্পী – হেমন্ত মুখোপাধ্যায়
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা,
এ জীবন সারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
(I am being asked by the blue pole star
How long I will be aimless?
I am constantly failed to provide any answer
Just spent my whole life in search of a direction.)
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা,
আমি তুমিহারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
(Somebody loved and lighted my way
So the light of the Sun moved away
I roam senselessly behind my own shadow
One day I realize you are no more by my side.)
আমি পথ খুঁজি নাকো, পথো মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা,
গতিহীন ধারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা,
রবো দিশাহারা।
(I don’t search for any path, path look for me.
My heart fails to perceive the requisite
Everything comes and goes around myself.
I am just a motionless icy glacier.)
Amay Proshno Kore Nil Dhrubo Tara lyrics in English
Amay prosno kore Neel Drubotara
Hemanta Mukhopadyay
Amay prosno kore Neel Drubotara
Aar kotokal ami robo dishahara
Robo Disahara
Jobab kichui tar dite pari nai shudhu
Poth khuje kete gelo E jibon shara
E Jibon Shara
Amay prosno kore Neel Drubotara
Aar kotokal ami robo dishahara
Robo Disahara
Kara jeno valobeshe Alo jelechilo
Surjer alo tai nibhe giyechilo
Nijer chayar piche ghure ghure mori miche
Ekdin cheye deki ami tumi hara,
Ami tumi hara
Amay prosno kore Neel Drubotara
Aar kotokal ami robo dishahara
Robo Disahara
Ami poth khujinako, potho more khuje
Mon ja buje na bujhe, na buje ta buje
Amar charurpashe shob kichu jay aashe
Ami shudhu tusharito gotihin dhara
Gotihin dhara
Amay prosno kore Neel Drubotara
Aar kotokal ami robo dishahara
Robo Disahara
Hridoy
এক পুরনো মসজিদে ছায়াছবি - জুলফিকার গায়ক - নচিকেতা চক্রবর্তী কথা ও সুর - অনুপম রায় পরিচালক - সৃজিত মূখোপাধ্যায় এক পুরনো মসজিদে, গান ধরেছে মুর্শিদে কলের পুতুল কলের গান, জমলো শুধু অভিমান রাজার হলো খুব অসুখ, জ্বললো বাড়ি ভাঙলো বুক রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পরবে আজ। এক পুরনো মসজিদে, গান ধরRead more
এক পুরনো মসজিদে
ছায়াছবি – জুলফিকার
গায়ক – নচিকেতা চক্রবর্তী
কথা ও সুর – অনুপম রায়
পরিচালক – সৃজিত মূখোপাধ্যায়
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক
রাজার মুকুট রাজার সাজ,
অন্য কেউ তা পরবে আজ।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
একে একে খসলো সবই,
হাসল শুধু সিংহাসন
হিংসা যাকে বাসল ভালো,
মানবে কেন সেই বারন
এক নিমেষে বন্ধু যাকে,
ভাবলে তারও রঙ বদল
যার হাসিতে পড়লে ধরা,
খেলা শেষে সেও নকল
এরই মধ্যে হাঁটছি দেখো,
সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখায়,
ফাঁকা রাস্তার এই ধুলো।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক।
এক হাতে এই জখম ঢেকে,
বলছি হেসে সুক্রিয়া
অন্য হাতে রাখছি ধরে,
যুদ্ধ জেতার হাতিয়ার
একটা হিসেব মিলল না তাই,
রক্তে লেখা একটা রঙ
কে খোদা কে পৌঁছে দেবে,
কোন ঠিকানায় লিখব খাম
এরই মধ্যে হাঁটছি দেখো,
সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখায়,
ফাঁকা রাস্তার এই ধুলো
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক
রাজার মুকুট রাজার সাজ,
অন্য কেউ তা পরবে আজ।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে ।
Ek Purono Masjide Lyrics in English :
Ek Purono Masjide
Gaan dhoreche murshide
Koler putul koler gan
Jomlo sudhu obhiman
Rajar holo khub osukh
Jallo Bari, Bhanglo buk
Rajar mukut rajar saaj
Onnyo keu ta porbe aaj
Ek Purono Masjide
Gaan dhoreche murshide
Eke eke khoshlo shobe
Hashlo sudhu singhashan
Hingsha jake bashlo Valo,
Manbe keno sei baron
Ek nimishe bandhu Jake
Vable taro rong bodol
Jar hashite porle dhora
Khela seshe se o nakol
Er e moddhe hatci dekho
Surjo dubar dingulo,
Er-e moddhe bachte shikhay,
Faka rastar ei dhulo,
Ek hate ei jakham dheke
Bolchi heshe sukriya
Onno hate rakhchi dhore
Juddho jetar hatiyar
Ekta hisheb mil-lo na tai,
Rokte lekha ekta rong
Ke khuda ke pouche debe
Kun thikanay likhbo kham,
Er-e moddhe hatci dekho
Surjo dobar dingulo,
Ere moddhe bachte shikhay,
Faka rastar ei dhulo,