একবার তুমি শক্তি চট্টোপাধ্যায় একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো-- দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো । বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায় সমস্ত পায়ে-হাঁটা পRead more
একবার তুমি
শক্তি চট্টোপাধ্যায়
একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো–
দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে
পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল
নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল
একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো ।
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
সমস্ত পায়ে-হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে
যেন কবিতার নগ্ন ব্যবহার , যেন ঢেউ, যেন কুমোরটুলির সালমা-চুমকি- জরি-মাখা প্রতিমা
বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরোজা পর্যন্ত দেখে আসতে পারি ।
বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল
চিঠি-পত্রের বাক্স বলতে তো কিছু নেই – পাথরের ফাঁক – ফোকরে রেখে এলেই কাজ হাসিল-
অনেক সময়তো ঘর গড়তেও মন চায় ।
মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে
আমাদের সবই দরকার । আমরা ঘরবাড়ি গড়বো – সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরবো
রূপোলী মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে
একবার তুমি ভলবাসতে চেষ্টা করো ।
Poem- Ekbar Tumi
Poet – Shakti Chattopadhyay
Ekbar tumi valobashte chesta koro
Dekhbe, Nodir vitore, macher buk theke pathor jhore poreche
Pathor pathor pathor ar nodi-samudrer jol
Nil pathor lal hocche, lal pathor nil
Ekbar tumi valobashte chesta koro
Buker vetore kichu pathor thaka valo-dhoni dile proddhoni pawa jay
samasto paye-hata poth-i jakhan picchil, takhon oi pathorer pal eker par ek bichiye
Jeno kobitar nagno bebohar, jeno dheu, jeno kumortulir salma-chumki-jari-makha protima
bahudure hemonter pashutenkhotrer doroja porjonto dekhe ashte pari
Buker vetore kichu pathor thaka valo
Cithi-potrer baksho bolte to kichu nei-pathorer fak fukre rekhe elei kaj hasil
onek shomoy to ghar garteo mon chay
Macher buker pathor kromei amader buke eshe jayga kore nicche
Amader shob e dorkar. amra gharbari garbo-shovyotar ekta sthayi sthambo tule dharbo
Rupoli mach pathor jhorate jhorate chole gele
Ekbar tumi valobashte chesta koro
Hridoy
আনন্দ-ভৈরবী শক্তি চট্টোপাধ্যায় আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি এমন ছিলো না আষাঢ়-শেষের বেলা উদ্যানে ছিলো বরষা-পীরিত ফুল আনন্দ-ভৈরবী আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে কাঁদে না মোহনবাঁশিতে বটের মূল এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ-রেখা মেলে সে কি জানিত না এমনি দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি সে কি জRead more
আনন্দ-ভৈরবী
শক্তি চট্টোপাধ্যায়
আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
এমন ছিলো না আষাঢ়-শেষের বেলা
উদ্যানে ছিলো বরষা-পীরিত ফুল
আনন্দ-ভৈরবী
আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে
কাঁদে না মোহনবাঁশিতে বটের মূল
এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে
বিদ্যুৎ-রেখা মেলে
সে কি জানিত না এমনি দুঃসময়
লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি
সে কি জানিত না হৃদয়ের অপচয়
কৃপণের বামমুঠি
সে কি জানিত না যত বড়ো রাজধানী
তত বিখ্যাত নয় এ-হৃদয়পুর
সে কি জানিত না আমি তারে যত জানি
আনন্দ সমুদ্দুর
আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
অমন ছিলো না আষাঢ়-শেষের বেলা
উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল
আনন্দ-ভৈরবী |
Ananda Bhairavi
Shakti Chattopadhyay
Aj sei ghare elaye poreche chobi
Emon chilo na ashar-sesher bela
Udyane chilo borsha-pirit phul
Ananda-Bhairavi
Aj sei gothe ashe na rakhal chele
kade na mohanbashite boter mul
Ekhono borsha kodale megher fake
bidyut-rekha mele
Se ki janito na emni dushomoy
laf mere dhore muroger lal jhuti
Se ki janito na hridoyer opochoy
Kriponer bammuthi
Se ki janito na jata boro rajdhani
Tata bikhyato noy e-hridoypur
Se ki janito na ami tare joto jani
Anando smuddur
Aj sei ghare elaye poreche chobi
See lessomon chilo na ashar-sesher bela
Udyane chilo borsha-pirit phul
Ananda-Bhairavi